ETV Bharat / business

Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Creation of 60 lakh jobs next target of govt) ৷ তিনি বলেছেন, 60 লক্ষ কর্মসংস্থান সৃষ্টিই (Nirmala Sitharaman on Job Creation) হবে সরকারের পরবর্তী লক্ষ্য ৷

union-budget-2022-creation-of-60-lakh-jobs-next-target-of-govt-says-nirmala-sitharaman
60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন
author img

By

Published : Feb 1, 2022, 11:54 AM IST

Updated : Feb 1, 2022, 12:38 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 60 লক্ষ কর্মসংস্থান সৃষ্টিই (Nirmala Sitharaman on Job Creation) হবে কেন্দ্রীয় সরকারের পরবর্তী লক্ষ্য ৷ বাজেট (Nirmala Sitharaman presenting budget ) পেশ করতে গিয়ে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন: Budget 2022 : কৃষি এবং কৃষকদের জন্য বিশেষ ভাবনা বাজেটে

তিনি (Union Budget 2022) বলেছেন, "প্রধানমন্ত্রীর গতি শক্তি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং তার ফলে যুব সম্প্রদায়ের জন্য আরও বেশি করে কর্মসংস্থান সৃষ্টি (Creation of 60 lakh jobs next target of govt) হবে ৷"

আরও পড়ুন: Union Budget 2022 : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কর ছাড় 14 শতাংশ

করোনাকালে দেশজুড়ে চাকরি খোয়া গিয়েছে বহু নাগরিকের ৷ বেড়েছে বেকারত্ব ৷ এই অবস্থায় এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, যুব সম্প্রদায়, মহিলা ও গরিবদের ক্ষমতায়নে সরকার বিশেষ জোর দিচ্ছে ৷ নির্মলার কথায়, "আত্মনির্ভর ভারত গঠনের জন্য প্রোডাকশন লিংকড ইনসেনটিভ স্কিম দুরন্ত সাড়া পেয়েছে ৷ পরবর্তী পাঁচ বছরে 60 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও 30 লক্ষ কোটি অতিরিক্ত উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷"

আরও পড়ুন: One Class-One TV Channel : ছাত্রছাত্রীদের পড়াতে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’ প্রকল্প মোদি সরকারের

বিশ্বে বেকারত্বের নিরিখে বর্তমানে উপরের সারিতে রয়েছে ভারত ৷ বিভিন্ন রিপোর্টে এই তথ্য উঠে আসায়, বেকারত্ব নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদির সরকারকে ৷ সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ কাজেই তার আগে বিরোধীদের মুখ বন্ধ করতে কর্মসংস্থান সৃষ্টিতে বড় ঘোষণা করল কেন্দ্র ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 60 লক্ষ কর্মসংস্থান সৃষ্টিই (Nirmala Sitharaman on Job Creation) হবে কেন্দ্রীয় সরকারের পরবর্তী লক্ষ্য ৷ বাজেট (Nirmala Sitharaman presenting budget ) পেশ করতে গিয়ে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

আরও পড়ুন: Budget 2022 : কৃষি এবং কৃষকদের জন্য বিশেষ ভাবনা বাজেটে

তিনি (Union Budget 2022) বলেছেন, "প্রধানমন্ত্রীর গতি শক্তি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে এবং তার ফলে যুব সম্প্রদায়ের জন্য আরও বেশি করে কর্মসংস্থান সৃষ্টি (Creation of 60 lakh jobs next target of govt) হবে ৷"

আরও পড়ুন: Union Budget 2022 : সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কর ছাড় 14 শতাংশ

করোনাকালে দেশজুড়ে চাকরি খোয়া গিয়েছে বহু নাগরিকের ৷ বেড়েছে বেকারত্ব ৷ এই অবস্থায় এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, যুব সম্প্রদায়, মহিলা ও গরিবদের ক্ষমতায়নে সরকার বিশেষ জোর দিচ্ছে ৷ নির্মলার কথায়, "আত্মনির্ভর ভারত গঠনের জন্য প্রোডাকশন লিংকড ইনসেনটিভ স্কিম দুরন্ত সাড়া পেয়েছে ৷ পরবর্তী পাঁচ বছরে 60 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি ও 30 লক্ষ কোটি অতিরিক্ত উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷"

আরও পড়ুন: One Class-One TV Channel : ছাত্রছাত্রীদের পড়াতে ‘ওয়ান ক্লাস, ওয়ান টিভি চ্যানেল’ প্রকল্প মোদি সরকারের

বিশ্বে বেকারত্বের নিরিখে বর্তমানে উপরের সারিতে রয়েছে ভারত ৷ বিভিন্ন রিপোর্টে এই তথ্য উঠে আসায়, বেকারত্ব নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদির সরকারকে ৷ সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ কাজেই তার আগে বিরোধীদের মুখ বন্ধ করতে কর্মসংস্থান সৃষ্টিতে বড় ঘোষণা করল কেন্দ্র ৷

Last Updated : Feb 1, 2022, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.