দিল্লি, 01 ফেব্রুয়ারি : দেশের শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে চায় কেন্দ্রীয় সরকার৷ সোমবার পেশ হওয়া 2021-22 অর্থবর্ষের বাজেটে সেই দিকেই নজর দেওয়া হয়েছে৷ এদিন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে উৎপাদন সংক্রান্ত ক্ষেত্রে 1.97 লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে৷ পাশাপাশি শহরাঞ্চলে 20 হাজার বাস নামানো হবে৷ যোগযোগ ব্যবস্থার উন্নতিতেই এই কাজ করা হবে৷ এই কাজ সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে হবে৷
একই সঙ্গে বেশ কিছু শহরে মেট্রো রেল নিয়েও কিছু বরাদ্দের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, কোচি মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ে 1957 কোটি টাকা খরচ হবে৷ এতে কাজ হবে সাড়ে 11 কিলোমিটারের৷ অন্যদিকে চেন্নাইয়ের মেট্রো রেলের জন্য ঘোষণা করা হয়েছে নতুন বরাদ্দের৷ সেখানে 118.9 কিমি রেলপথের জন্য 63 হাজার 246 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এটাও চেন্নাই শহরে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ৷
বেঙ্গালুরু মেট্রো রেলের 2এ ও 2বি পর্যায়ের জন্য 14788 কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ এতে কাজ হবে 58.19 কিলোমিটারের৷ এছাড়া নাগপুর ও নাসিক মেট্রো প্রকল্পের জন্য 5976 কোটি টাকা খরচ হয়েছে৷
আরও পড়ুন : পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় সরকার : মোদি
ভারতে এখন 702 কিলোমিটার মেট্রো চলে৷ এছাড়া 27টি শহরে 1016 কিলোমিটার মেট্রো রেল তৈরির কাজ চলছে৷ এদিনের বাজেটে এর সঙ্গে দু’টি নতুন প্রযুক্তির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ সেগুলি হল মেট্রো লাইট ও মেট্রো নিও৷ এগুলি মূলত ছোট শহরগুলিতে তৈরি করা হবে৷