কোরোনা পরিস্থিতিতে দীর্ঘদিন জারি লকডাউন । প্রভাব পড়েছে অর্থনীতিতেও । একাধিকবার অর্থনীতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাড়বে বেকারত্বের হার । সেই আশঙ্কা সত্যিও হয়েছে । এমনকী আগামীদিনের চাকরির দরজাও বন্ধ হচ্ছে বলে আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল । বেকারত্বের হার যে বেড়েছে , সেই তথ্য আবারও প্রকাশ্যে । শহরাঞ্চলের থেকে গ্রামীণ অঞ্চলে সেই প্রভাব বেশি । সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকনমির(CMIE) প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, এক সপ্তাহে বেড়েচ্ছে বেকারত্ব । গ্রামীণ অঞ্চলে তার প্রভাব বেশি ।
গত সপ্তাহে বেকারত্বের হার ছিল 7.94 শতাংশ । এই সপ্তাহে তা 8.21 শতাংশ । CMIE-র তরফে 27জুলাই একটি রিপোর্ট প্রকাশ করা হয় । যেখানে উল্লেখ করা হয়, গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার শহরাঞ্চলের থেকে বেশি । গত সপ্তাহে গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার ছিল 7.1 শতাংশ । এই সপ্তাহে তা 7.66 শতাংশ । অর্থাৎ, গত সপ্তাহের তুলনায় 0.56 শতাংশ বেড়েছে বেকারত্ব ।
জুনের রিপোর্ট অনুযায়ী বেকারত্বের শীর্ষ তালিকায় রাজ্যগুলি | |
হরিয়ানা | 35.60% |
কেরালা | 27.70% |
ঝাড়খণ্ড | 21.50% |
বিহার | 21.10% |
পঞ্জাব | 20.00% |
মাসিক | বেকারত্বের হার | ||
ভারত | শহর | গ্রামীণ | |
জুন | 10.99 | 12.02 | 10.52 |
মে | 23.48 | 25.79 | 22.48 |
এপ্রিল | 23.52 | 24.95 | 22.89 |
মার্চ | 8.75 | 9.41 | 8.44 |
সাপ্তাহিক | বেকারত্বের হার | ||
ভারত | শহর | গ্রামীণ | |
26/7/2020 | 8.21 | 9.43 | 7.66 |
19/7/2020 | 7.94 | 9.78 | 7.1 |
12/7/2020 | 7.44 | 9.92 | 6.34 |
5 /7/2020 | 8.87 | 11.26 | 7.78 |
বেকারত্বের সমস্যার মুখোমুখি ভারত । 2020-র প্রথমদিকে কর্মসংস্থান ছিল 39.2 শতাংশ । এপ্রিলে তা হয় 27.2 শতাংশ । মে-তে তা হয় 29.2 শতাংশ । জুনে হয় 35.9 শতাংশ ।
কেন ভারতের গ্রামীণ অঞ্চলে বেকারত্বের হার বাড়ছে ?
- আনলক শুরু হওয়ায় আবার অনেক কারখানা এবং অফিস খুলেছে, এই কথা ঠিক । শহরের অনেকেই কাজে ফিরছেন । কিন্তু লকডাউনে অনেক পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরে গিয়েছিলেন । কর্মহীন ছিলেন । তাঁরা শহরে ফিরতে ভয় পাচ্ছেন । গ্রামে চাকরির চাহিদা বাড়ছে ।
- 100 দিনের কাজের প্রকল্পের কাজ সবাই পাচ্ছেন না । অনেকক্ষেত্রে তাঁরা প্রথম 10দিনের কাজ পাচ্ছেন । পরবর্তী 20দিন বসে থাকছেন ।
- চাষের কাজে বীজ বপণের সময় প্রায় শেষের দিকে । বর্ষা শুরু হয়েছে । ফলত, বন্যা ইত্যাদির সম্মুখীন হয় গ্রামাঞ্চলগুলি । চাষজমির ক্ষতি । তাই শহরাঞ্চলে ব্যবসা ধীরে ধীরে শুরু হলেও গ্রামের ক্ষেত্রে সেই সুযোগ নেই ।
- অনেক ছোটো ছোটো দোকানের মালিকরা তাঁদের দোকান খুলেছেন । সবজি এবং চায়ের দোকানও খুলেছে । কিন্তু সেইভাবে লাভ করতে পারছেন না তাঁরা । তাই যাঁরা গ্রামে ফিরে গিয়েছিলেন, তাঁরা সেইভাবে কাজ পাচ্ছেন না । ফলত বাড়ছে বেকারত্ব ।