ETV Bharat / business

টিকটক ব্যানে প্রশ্নের মুখে 250 কর্মীর ভবিষ্যত, রোজ ক্ষতি সাড়ে 3 কোটি

author img

By

Published : Apr 24, 2019, 12:58 PM IST

Updated : Apr 24, 2019, 2:09 PM IST

ব্যান হওয়ার পর প্রতিদিন সংস্থার ক্ষতি সাড়ে তিন কোটি টাকা।

টিকটক

দিল্লি, 24 এপ্রিল : অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা জারি হয়েছে টিকটকের উপর । এরফলে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতি হচ্ছে সংস্থার । ফলে কর্মহীন হতে পারেন প্রায় 250 জন কর্মী । আদালতে একথা জানাল টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্স ।

পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে । সেই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শর্ট ভিডিয়ো মোবাইল অ্যাপ্লিকেশনটির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট । এরপরই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয় টিকটক । যদিও অ্যাপটি সরিয়ে ফেলার আগে তাদের কথা শোনা হয়নি বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সংস্থা । এরপর 22 এপ্রিল শুনানির দিন ঠিক হয় ।

22 তারিখ শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টকে টিকটক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় । হাইকোর্ট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বাতিল হয়ে যাবে অন্তবর্তী ব্যান । আজ সেই রায় দেবে মাদ্রাজ হাইকোর্ট ।

দিল্লি, 24 এপ্রিল : অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞা জারি হয়েছে টিকটকের উপর । এরফলে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতি হচ্ছে সংস্থার । ফলে কর্মহীন হতে পারেন প্রায় 250 জন কর্মী । আদালতে একথা জানাল টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্স ।

পর্নোগ্রাফি ও অশ্লীল ভিডিয়ো ছড়ানোর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে । সেই সংক্রান্ত এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শর্ট ভিডিয়ো মোবাইল অ্যাপ্লিকেশনটির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট । এরপরই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয় টিকটক । যদিও অ্যাপটি সরিয়ে ফেলার আগে তাদের কথা শোনা হয়নি বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে সংস্থা । এরপর 22 এপ্রিল শুনানির দিন ঠিক হয় ।

22 তারিখ শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টকে টিকটক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় । হাইকোর্ট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বাতিল হয়ে যাবে অন্তবর্তী ব্যান । আজ সেই রায় দেবে মাদ্রাজ হাইকোর্ট ।

Tumakuru (Karnataka), Apr 16 (ANI): Amid the Lok Sabha elections, Bharatiya Janata Party (BJP) President Amit Shah visited Siddaganga Mutt in Karnataka's Tumakuru today. He also offered prayers and seek blessings of the almighty at Siddaganga Mutt. The prayers were conducted for 'the electoral victory of Prime Minister Narendra Modi.' BJP chief was accompanied by his supporters and BJP workers.
Last Updated : Apr 24, 2019, 2:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.