ETV Bharat / business

Safari Gold Edition : বাজারে হাজির টাটা মোটরসের নতুন এসইউভি, দাম 21 লাখ 89 হাজার - সাফারি গোল্ড

বাজারে হাজির টাটা মোটরসের নতুন অত্যাধুনিক এসইউভি ৷ সাফারি সিরিজের এই মডেলের নাম সাফারি গোল্ড ৷ আপাতত সাদা ও কালো দু’টি রঙে পাওয়া যাবে নয়া মডেল ৷ দাম 21 লাখ 89 হাজার টাকা ৷

Tata Safari Gold Edition launched at Rs. 21.89 lakh
Safari Gold Edition : বাজারে হাজির টাটা মোটর্সের নতুন এসইউভি, দাম 21 লাখ 89 হাজার
author img

By

Published : Sep 17, 2021, 7:35 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : সদ্য সাফারি (Safari) সিরিজের নতুন মডেল বাজারে এনেছে টাটা মোটরস (Tata Motors) ৷ নাম সাফারি গোল্ড (Safari Gold Edition) ৷ আর দাম 21 লক্ষ 89 হাজার টাকা ৷ আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই তাদের এই নয়া লঞ্চ বলে জানিয়েছে টাটা মোটরস কর্তৃপক্ষ ৷ প্রাথমিকভাবে দু’টি রঙে পাওয়া যাবে সাফারি গোল্ড এডিশন ৷ সাদা রঙের গাড়িকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড (White Gold) ৷ আর কালো রঙের গাড়িগুলি হল ব্ল্যাক গোল্ড (Black Gold) ৷ ভিভো আইপিএল 2021-এর দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলে সেখানেই মিলবে নয়া গাড়ির ঝলক ৷

আরও পড়ুন : Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল

নয়া গাড়ির অন্দরসজ্জায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন থাকছে, তেমনই থাকছে চোখ ধাঁধানো বাহার ৷ সাফারি গোল্ডের ভিতরে থাকছে চামড়ার তৈরি আসন ৷ প্রথম ও দ্বিতীয়, আসনের দু’টি সারিতেই থাকছে ভেন্টিলেশন ৷ থাকছে তারবিহীন চার্জার, এয়ার পিউরিফায়ার, ওয়াইফাই ৷ যা আজ পর্যন্ত সাফারি সিরিজের অন্য কোনও মডেলেই ছিল না ৷

সংস্থার তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, সাফারি গোল্ড বাজারে আসার পাঁচ মাসের মধ্যেই 10 হাজার গাড়ি বিক্রি হয়ে গিয়েছে ৷ যা এখনও পর্যন্ত সর্বাধিক ৷ সংস্থার বিপণন বিভাগের প্রধান বিবেক শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের গ্রাহকদের কাছ থেকে সাফারি অনেক ভালোবাসা পেয়েছে ৷ আর সেই কথা মাথায় রেখেই সাফারি গোল্ড এডিশনকে সকলের পরিচয় করিয়ে দিতে পেরে আমরা আপ্লুত ৷’’ আইপিএল-এর পরবর্তীর পর্যায়ের খেলাগুলিতে স্টেডিয়ামেই সাফারি গোল্ডের লাগাতার প্রদর্শন চলবে বলে জানিয়েছেন বিবেক ৷

আরও পড়ুন : Air India : ঋণের দায়ে জর্জরিত এয়ার ইন্ডিয়াকে কিনতে দরপত্র জমা টাটা গোষ্ঠীর

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা নিশ্চিত সাফারি সিরিজের এই নবতম মডেলটি আমজনতার সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করবে ভিভো আইপিএল ৷ একইসঙ্গে ভারত ও বিদেশের গ্রাহকরা গাড়িটি দেখতে পারবেন ৷ 2018 সাল থেকেই টাটা মোটরস আইপিএল-এর অংশীদার ৷ একটা করে বছর পার হচ্ছে, আর আমাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে ৷’’

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : সদ্য সাফারি (Safari) সিরিজের নতুন মডেল বাজারে এনেছে টাটা মোটরস (Tata Motors) ৷ নাম সাফারি গোল্ড (Safari Gold Edition) ৷ আর দাম 21 লক্ষ 89 হাজার টাকা ৷ আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই তাদের এই নয়া লঞ্চ বলে জানিয়েছে টাটা মোটরস কর্তৃপক্ষ ৷ প্রাথমিকভাবে দু’টি রঙে পাওয়া যাবে সাফারি গোল্ড এডিশন ৷ সাদা রঙের গাড়িকে বলা হচ্ছে হোয়াইট গোল্ড (White Gold) ৷ আর কালো রঙের গাড়িগুলি হল ব্ল্যাক গোল্ড (Black Gold) ৷ ভিভো আইপিএল 2021-এর দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হলে সেখানেই মিলবে নয়া গাড়ির ঝলক ৷

আরও পড়ুন : Ford Motor : ভারতে দু’টি কারখানাই বন্ধ করছে ফোর্ড, বাজারে মিলবে আমদানি করা মডেল

নয়া গাড়ির অন্দরসজ্জায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন থাকছে, তেমনই থাকছে চোখ ধাঁধানো বাহার ৷ সাফারি গোল্ডের ভিতরে থাকছে চামড়ার তৈরি আসন ৷ প্রথম ও দ্বিতীয়, আসনের দু’টি সারিতেই থাকছে ভেন্টিলেশন ৷ থাকছে তারবিহীন চার্জার, এয়ার পিউরিফায়ার, ওয়াইফাই ৷ যা আজ পর্যন্ত সাফারি সিরিজের অন্য কোনও মডেলেই ছিল না ৷

সংস্থার তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছে, সাফারি গোল্ড বাজারে আসার পাঁচ মাসের মধ্যেই 10 হাজার গাড়ি বিক্রি হয়ে গিয়েছে ৷ যা এখনও পর্যন্ত সর্বাধিক ৷ সংস্থার বিপণন বিভাগের প্রধান বিবেক শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের গ্রাহকদের কাছ থেকে সাফারি অনেক ভালোবাসা পেয়েছে ৷ আর সেই কথা মাথায় রেখেই সাফারি গোল্ড এডিশনকে সকলের পরিচয় করিয়ে দিতে পেরে আমরা আপ্লুত ৷’’ আইপিএল-এর পরবর্তীর পর্যায়ের খেলাগুলিতে স্টেডিয়ামেই সাফারি গোল্ডের লাগাতার প্রদর্শন চলবে বলে জানিয়েছেন বিবেক ৷

আরও পড়ুন : Air India : ঋণের দায়ে জর্জরিত এয়ার ইন্ডিয়াকে কিনতে দরপত্র জমা টাটা গোষ্ঠীর

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা নিশ্চিত সাফারি সিরিজের এই নবতম মডেলটি আমজনতার সামনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করবে ভিভো আইপিএল ৷ একইসঙ্গে ভারত ও বিদেশের গ্রাহকরা গাড়িটি দেখতে পারবেন ৷ 2018 সাল থেকেই টাটা মোটরস আইপিএল-এর অংশীদার ৷ একটা করে বছর পার হচ্ছে, আর আমাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.