ETV Bharat / business

টানা 7 দিন বাড়ল দাম, রেকর্ড উচ্চতায় পেট্রল-ডিজ়েল - পেট্রল ডিজ়েলের দাম

এই নিয়ে টানা সাতদিন বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম। এ দিন পেট্রলের দাম লিটারে 26 পয়সা ও ডিজ়েলের দাম লিটারে 29 পয়সা বেড়েছে। বেশ কয়েকটি জায়গায় সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রলের দাম।

Petrol and diesel prices at record high after 7th consecutive hike
রেকর্ড উচ্চতায় পেট্রল-ডিজ়েলের দাম
author img

By

Published : Feb 15, 2021, 10:28 AM IST

দিল্লি, 15 ফেব্রুয়ারি: আরও বাড়ল জ্বালানির দাম। টানা সাতদিন বাড়ার পর পেট্রল ও ডিজ়েলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে গতকালই 90 পেরিয়ে যায়। আর আজ মহারাষ্ট্রের প্রভাণী জেলায় অ্যাডিটিভস সংযুক্ত পেট্রলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে। রাজস্থানেও দাম 100 টাকা ছোঁয়ার মুখে।

সোমবার পেট্রলের দাম লিটারপ্রতি 26 পয়সা বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রলের লিটারপিছু দাম বেড়ে হয়েছে 90.25 টাকা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটারে হয়েছে প্রায় 89 টাকা। মুম্বইতে দাম লিটারে 95 টাকা ছাড়িয়ে গিয়েছে। রাজস্থানের শ্রীরঙ্গানগরে পেট্রলের দাম বেড়ে প্রায় 100 টাকা ছুঁইছুঁই। জয়পুরে দাম লিটারে 95.51 টাকা।

এ ছাড়াও যে শহরগুলিতে পেট্রলের দাম লিটারে 90 টাকা ছাড়িয়েছে সেগুলি হল, বেঙ্গালুরু (91.97 টাকা), হায়দরাবাদ (92.53 টাকা), পটনা (91.67 টাকা) ও তিরুবনন্তপুরম (90.87 টাকা)।

আরও পড়ুন: ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রল লিটার প্রতি 90.01 টাকা

পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিজ়েলের দামও। আজও লিটারপিছু ডিজ়েলের দাম 29 পয়সা বেড়েছে। তার ফলে কলকাতায় লিটারপিছু ডিজ়েলের দাম হয়েছে 82.94 টাকা। দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে লিটারে 79.35 টাকা ও মুম্বইতে লিটারে 86.34 টাকা হয়েছে। চেন্নাই (84.44 টাকা), বেঙ্গালুরু (84.12), ভুবনেশ্বর (86.63 টাকা), হায়দরাবাদ (86.55 টাকা), জয়পুর (87.76 টাকা), পটনা (84.84 টাকা) ও তিরুবনন্তপুরম (85.30 টাকা)-এও ডিজ়েলের দামে হাঁসফাঁস করছে মানুষ।

আরও পড়ুন: 10 দিনে দ্বিতীয়বার, এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

এ দিকে, আরও দামি হয়েছে রান্নার গ্যাস। এক লাফে 50 টাকা বেড়েছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল 795 টাকা। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম।

দিল্লি, 15 ফেব্রুয়ারি: আরও বাড়ল জ্বালানির দাম। টানা সাতদিন বাড়ার পর পেট্রল ও ডিজ়েলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে গতকালই 90 পেরিয়ে যায়। আর আজ মহারাষ্ট্রের প্রভাণী জেলায় অ্যাডিটিভস সংযুক্ত পেট্রলের দাম সেঞ্চুরি পার করে দিয়েছে। রাজস্থানেও দাম 100 টাকা ছোঁয়ার মুখে।

সোমবার পেট্রলের দাম লিটারপ্রতি 26 পয়সা বেড়েছে। এর ফলে কলকাতায় পেট্রলের লিটারপিছু দাম বেড়ে হয়েছে 90.25 টাকা। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটারে হয়েছে প্রায় 89 টাকা। মুম্বইতে দাম লিটারে 95 টাকা ছাড়িয়ে গিয়েছে। রাজস্থানের শ্রীরঙ্গানগরে পেট্রলের দাম বেড়ে প্রায় 100 টাকা ছুঁইছুঁই। জয়পুরে দাম লিটারে 95.51 টাকা।

এ ছাড়াও যে শহরগুলিতে পেট্রলের দাম লিটারে 90 টাকা ছাড়িয়েছে সেগুলি হল, বেঙ্গালুরু (91.97 টাকা), হায়দরাবাদ (92.53 টাকা), পটনা (91.67 টাকা) ও তিরুবনন্তপুরম (90.87 টাকা)।

আরও পড়ুন: ফের বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রল লিটার প্রতি 90.01 টাকা

পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডিজ়েলের দামও। আজও লিটারপিছু ডিজ়েলের দাম 29 পয়সা বেড়েছে। তার ফলে কলকাতায় লিটারপিছু ডিজ়েলের দাম হয়েছে 82.94 টাকা। দিল্লিতে ডিজ়েলের দাম বেড়ে লিটারে 79.35 টাকা ও মুম্বইতে লিটারে 86.34 টাকা হয়েছে। চেন্নাই (84.44 টাকা), বেঙ্গালুরু (84.12), ভুবনেশ্বর (86.63 টাকা), হায়দরাবাদ (86.55 টাকা), জয়পুর (87.76 টাকা), পটনা (84.84 টাকা) ও তিরুবনন্তপুরম (85.30 টাকা)-এও ডিজ়েলের দামে হাঁসফাঁস করছে মানুষ।

আরও পড়ুন: 10 দিনে দ্বিতীয়বার, এক লাফে অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম

এ দিকে, আরও দামি হয়েছে রান্নার গ্যাস। এক লাফে 50 টাকা বেড়েছে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ভর্তুকিবিহীন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল 795 টাকা। আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.