ETV Bharat / business

প্রতিরক্ষা খাতে স্বয়ংক্রিয়ভাবেই 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে শিলমোহর কেন্দ্রের

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে 100 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে । এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে 49 শতাংশের উপরে বিনিয়োগের জন্য কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন । এইবার স্বয়ংক্রিয়ভাবেই 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে অনুমোদন মিলবে ।

FDI
FDI
author img

By

Published : Sep 18, 2020, 4:50 PM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : প্রতিরক্ষা উৎপাদন খাতে 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ হবে স্বংয়ক্রিয়ভাবেই । আজ সরকারের তরফে এই ঘোষণা করা হয় । এতদিন পর্যন্ত 49 শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) হত । তবে বিদেশি বিনিয়োগের পরিমাণ যে বাড়ানো হবে তার একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল । আজ শিলমোহর দিল কেন্দ্র ।

এই বিদেশি বিনিয়োগ জাতীয় সুরক্ষার ভিত্তিতে তদন্তের উপর নির্ভর করবে । কোনও বিদেশি বিনিয়োগ পর্যালোচনা করার অধিকার থাকবে কেন্দ্রের । কারণ দেশের সুরক্ষার সঙ্গে কোনও আপস নয় ।

আজ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, "স্বয়ংক্রিয়ভাবে 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে অনুমোদন দেওয়া হল । যে কম্পানিগুলি নতুন বাণিজ্যিক লাইসেন্স চাইছে, তাদের জন্যই এই অনুমোদন ।"

বর্তমান FDI নীতি অনুসারে, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে 100 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে । এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে 49 শতাংশের উপরে বিনিয়োগের জন্য কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন । নতুন বিজ্ঞপ্তি অনুসারে, এইবার স্বয়ংক্রিয়ভাবেই 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে অনুমোদন মিলবে ।

নতুন সংস্থাগুলির যে বাণিজ্যিক লাইসেন্সের কথা উল্লেখ করা হয়েছে, তাদের 49 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রককে তা জানাতে হবে ।

আত্মনির্ভর ভারত গড়ার জন্য একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র । কোরোনা পরিস্থিতিতে দেশের আর্থিক পরিকাঠামো চাঙ্গা করাই উদ্দেশ্য । কেন্দ্রের এই পদক্ষেপও আত্মনির্ভর ভারত গড়ার আরও এক ধাপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

দিল্লি, 18 সেপ্টেম্বর : প্রতিরক্ষা উৎপাদন খাতে 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগ হবে স্বংয়ক্রিয়ভাবেই । আজ সরকারের তরফে এই ঘোষণা করা হয় । এতদিন পর্যন্ত 49 শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) হত । তবে বিদেশি বিনিয়োগের পরিমাণ যে বাড়ানো হবে তার একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল । আজ শিলমোহর দিল কেন্দ্র ।

এই বিদেশি বিনিয়োগ জাতীয় সুরক্ষার ভিত্তিতে তদন্তের উপর নির্ভর করবে । কোনও বিদেশি বিনিয়োগ পর্যালোচনা করার অধিকার থাকবে কেন্দ্রের । কারণ দেশের সুরক্ষার সঙ্গে কোনও আপস নয় ।

আজ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, "স্বয়ংক্রিয়ভাবে 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে অনুমোদন দেওয়া হল । যে কম্পানিগুলি নতুন বাণিজ্যিক লাইসেন্স চাইছে, তাদের জন্যই এই অনুমোদন ।"

বর্তমান FDI নীতি অনুসারে, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে 100 শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে । এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে 49 শতাংশের উপরে বিনিয়োগের জন্য কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন । নতুন বিজ্ঞপ্তি অনুসারে, এইবার স্বয়ংক্রিয়ভাবেই 74 শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে অনুমোদন মিলবে ।

নতুন সংস্থাগুলির যে বাণিজ্যিক লাইসেন্সের কথা উল্লেখ করা হয়েছে, তাদের 49 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রককে তা জানাতে হবে ।

আত্মনির্ভর ভারত গড়ার জন্য একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র । কোরোনা পরিস্থিতিতে দেশের আর্থিক পরিকাঠামো চাঙ্গা করাই উদ্দেশ্য । কেন্দ্রের এই পদক্ষেপও আত্মনির্ভর ভারত গড়ার আরও এক ধাপ বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.