কলকাতা, 1 জুলাই : আরও দামি হল রান্নার গ্যাস (LPG Cylinders) ৷ ভর্তুকিবিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারপিছু 25 টাকা করে দাম বাড়ল (LPG Gas Price Hike)৷ আজ থেকেই কার্যকর হয়েছে এই নয়া দাম ৷
রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিগুলির দেওয়া হিসেব বলছে, এ বার দাম বৃদ্ধি পাওয়ার ফলে গত 6 মাসে ভর্তুকিবিহীন গ্যাস সিলিন্ডারের দাম 140 টাকা বাড়ল ৷ একনজরে দেখে নেওয়া যাক, দাম বেড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে কত হল 14.2 কেজির ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৷
আরও পড়ুন: রাস্তায় নেই বেসরকারি বাস, সুযোগে খেয়াল-খুশির দর অটোয়
শহর | সিলিন্ডারপিছু দাম |
কলকাতা | 835.50 টাকা |
দিল্লি | 834.50 টাকা |
মুম্বই | 834.50 টাকা |
চেন্নাই | 850.50 টাকা |
আরও পড়ুন: অ্যাপ নির্ভর ক্যাবে উঠলেই আজ থেকে গুনতে হবে বাড়তি কড়ি
রান্নার গ্যাসের দাম সর্বত্রই এক ৷ তবে সরকার গ্রাহকদের কিছু ভর্তুকি দিয়ে থাকে ৷ যদিও বড় কিছু শহরে এই ভর্তুকির সুবিধে মানুষ পান না ৷ যেমন দিল্লির গ্রাহকরা রান্নার গ্যাসে কোনও ভর্তুকি পান না ৷ গত বছর মে মাস থেকে দিল্লির গ্রাহকরা বাজারদরেই গ্যাস সিলিন্ডার কিনছেন ৷