ETV Bharat / business

"অন্যকে পিছনে ফেলতে গেলে বিদেশে আমাদের পণ্য পাঠাতে হবে" - স্মার্ট ফোন

ভারত-চিন সংঘর্ষের পর দেশে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে । কিন্তু এই বিষয়টি তাদের পক্ষে লাভজনক হবে না বলে মনে করছে ভারতের একাধিক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ।

Smart phone making indian companies
স্মার্টফোন প্রস্তুতকারী ভারতীয় সংস্থা
author img

By

Published : Jun 23, 2020, 1:20 AM IST

কলকাতা, 23 জুন : ভারতে স্মার্টফোনের বাজার নিয়ে আশা দেখছে না প্রস্তুতকারক সংস্থাগুলি । ভারত-চিন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে দেশের বাজারে চিন বিরোধী হাওয়া বইছে । একাধিক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার মতে, চিনের দ্রব্য বর্জন করতে গেলে দেশে কম খরচে জিনিস তৈরি করতে হবে ।

পূর্ব লাদাখে গত সপ্তাহে ভারত-চিন সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । এরপর দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে । জাইনা গ্রুপ (যারা কার্বন ব্র্যান্ডের মালিক)-এর ডিরেক্টর অভিষেক সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, “এটা বেশ ভালো । কিন্তু ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের প্রয়োজন কম খরচে জিনিস বানানো । এই একমাত্র উপায়ে চিনের সংস্থাগুলিকে পিছনে ফেলা যাবে । পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি এই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করে তাহলে ভারতীয় ব্র্যান্ডের ভাগ্য আবার ফিরবে ।”

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত কয়েক বছরে ভারতীয় বাজারে চিনের সংস্থাগুলি জাঁকিয়ে বসেছে । ফলে, ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি পিছু হটতে বাধ্য হয়েছে । বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত সংস্থা বিদেশে OEM সরবরাহ শুরু করেছে ।

লাভা ইন্টারন্যাশনাল লিমিটেডের তরফে জানানো হয়েছে, চিনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না । সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর হরি ওম রাই বলেন, “এটা দেশের দায়িত্ব । আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে । আমরা আমাদের দক্ষতা এতটা বাড়িয়ে তুলব যাতে চিনের বাজারে তাদের প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারি । এখন যেভাবে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন তা সাময়িক এবং কিছুদিন পরে তা থেমে যাবে । শেষ পর্যন্ত অন্যকে পিছনে ফেলতে গেলে বিদেশে আমাদের পণ্য পাঠাতে হবে । ফলে, অন্যদের তুলনায় আমাদের জায়গা শক্তপোক্ত হবে ।"

তিনি আরও বলেন, ”ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন । একেকটি স্মার্টফোনের মার্কেটিংয়ের জন্য অনেক খরচ করা হয় । যার সঙ্গে ভারতীয় সংস্থাগুলি খাপ খাইয়ে উঠতে পারে না ।" শেয়ারবাজার ও ঋণের ক্ষেত্রে ব‍্যাঙ্কগুলি যথেষ্ট কঠোর বলে তিনি মনে করেন । সূত্রের খবর, কার্বন মোবাইলস, লাভা ইন্টারন্যাশনাল এবং মাইক্রোম্যাক্স নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে ।

কলকাতা, 23 জুন : ভারতে স্মার্টফোনের বাজার নিয়ে আশা দেখছে না প্রস্তুতকারক সংস্থাগুলি । ভারত-চিন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে দেশের বাজারে চিন বিরোধী হাওয়া বইছে । একাধিক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার মতে, চিনের দ্রব্য বর্জন করতে গেলে দেশে কম খরচে জিনিস তৈরি করতে হবে ।

পূর্ব লাদাখে গত সপ্তাহে ভারত-চিন সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । এরপর দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে । জাইনা গ্রুপ (যারা কার্বন ব্র্যান্ডের মালিক)-এর ডিরেক্টর অভিষেক সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, “এটা বেশ ভালো । কিন্তু ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের প্রয়োজন কম খরচে জিনিস বানানো । এই একমাত্র উপায়ে চিনের সংস্থাগুলিকে পিছনে ফেলা যাবে । পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি এই বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করে তাহলে ভারতীয় ব্র্যান্ডের ভাগ্য আবার ফিরবে ।”

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত কয়েক বছরে ভারতীয় বাজারে চিনের সংস্থাগুলি জাঁকিয়ে বসেছে । ফলে, ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি পিছু হটতে বাধ্য হয়েছে । বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত সংস্থা বিদেশে OEM সরবরাহ শুরু করেছে ।

লাভা ইন্টারন্যাশনাল লিমিটেডের তরফে জানানো হয়েছে, চিনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না । সংস্থার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর হরি ওম রাই বলেন, “এটা দেশের দায়িত্ব । আমাদের প্রত্যেককে দায়িত্ব নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে । আমরা আমাদের দক্ষতা এতটা বাড়িয়ে তুলব যাতে চিনের বাজারে তাদের প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারি । এখন যেভাবে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন তা সাময়িক এবং কিছুদিন পরে তা থেমে যাবে । শেষ পর্যন্ত অন্যকে পিছনে ফেলতে গেলে বিদেশে আমাদের পণ্য পাঠাতে হবে । ফলে, অন্যদের তুলনায় আমাদের জায়গা শক্তপোক্ত হবে ।"

তিনি আরও বলেন, ”ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন । একেকটি স্মার্টফোনের মার্কেটিংয়ের জন্য অনেক খরচ করা হয় । যার সঙ্গে ভারতীয় সংস্থাগুলি খাপ খাইয়ে উঠতে পারে না ।" শেয়ারবাজার ও ঋণের ক্ষেত্রে ব‍্যাঙ্কগুলি যথেষ্ট কঠোর বলে তিনি মনে করেন । সূত্রের খবর, কার্বন মোবাইলস, লাভা ইন্টারন্যাশনাল এবং মাইক্রোম্যাক্স নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.