দিল্লি, 20 জানুয়ারি : GDP-র হার কম, পণ্যের চাহিদা কম ও নতুন বিনিয়োগকারীর সংখ্যা কম থাকায় সবমিলিয়ে আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভারত । IMF(ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড)-র একটি রিপোর্টে এমনই তথ্য মিলেছে । সম্ভাবনার থেকেও দ্রুত হারে কমেছে আর্থিক বৃদ্ধির হার । তবে, এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে চিন-অ্যামেরিকা বাণিজ্যিক চুক্তি । যে চুক্তির ফলে আগামী দিনে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলেও মনে করা হচ্ছে ।
2019-এও বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতি বিকশিত হত সবচেয়ে দ্রুতগতিতে । কিন্তু এখন চিত্রটা অন্য । রিপোর্ট অনুযায়ী, এক দশক আগে যখন আর্থিক মন্দা চলছিল ভারতে তখন আর্থিক বদ্ধির হার ছিল অনেকটাই কম । তারপর এই বছর ।
IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ ৷ এর আগে অক্টোবরে তারা এই হার 6.1 থাকবে বলে জানিয়েছিল ৷
তবে পরের অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 5.8 শতাংশ ৷ আর 2021 সালে চিনকে ছাপিয়ে আর্থিক বৃদ্ধির হারে বিশ্বে এক নম্বর হবে ভারত ৷ ওই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 ৷ সেখানে চিনের আর্থিক বৃদ্ধির হার হবে 5.8 ৷
IMF-এর রিপোর্ট এও বলেছে, ভারত এখন বড়সড় আর্থিক মন্দার মধ্যে পড়েছে । সরকারকে অনুরোধ করা হয়েছে, অর্থনীতির মন্দ গতি ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক ।