ETV Bharat / business

চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ : IMF - আর্থিক বৃদ্ধির হার

এবছর আর্থিক বৃদ্ধির হার কম থাকলেও পরের বছর বাড়বে ৷ আর তার পরের বছর বিশ্বে আর্থিক বৃদ্ধির হারে এক নম্বরে চলে যাবে ভারত ৷

representational Image
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jan 20, 2020, 10:58 PM IST

দিল্লি, 20 জানুয়ারি : GDP-র হার কম, পণ্যের চাহিদা কম ও নতুন বিনিয়োগকারীর সংখ্যা কম থাকায় সবমিলিয়ে আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভারত । IMF(ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড)-র একটি রিপোর্টে এমনই তথ্য মিলেছে । সম্ভাবনার থেকেও দ্রুত হারে কমেছে আর্থিক বৃদ্ধির হার । তবে, এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে চিন-অ্যামেরিকা বাণিজ্যিক চুক্তি । যে চুক্তির ফলে আগামী দিনে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলেও মনে করা হচ্ছে ।

2019-এও বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতি বিকশিত হত সবচেয়ে দ্রুতগতিতে । কিন্তু এখন চিত্রটা অন্য । রিপোর্ট অনুযায়ী, এক দশক আগে যখন আর্থিক মন্দা চলছিল ভারতে তখন আর্থিক বদ্ধির হার ছিল অনেকটাই কম । তারপর এই বছর ।

IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ ৷ এর আগে অক্টোবরে তারা এই হার 6.1 থাকবে বলে জানিয়েছিল ৷

তবে পরের অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 5.8 শতাংশ ৷ আর 2021 সালে চিনকে ছাপিয়ে আর্থিক বৃদ্ধির হারে বিশ্বে এক নম্বর হবে ভারত ৷ ওই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 ৷ সেখানে চিনের আর্থিক বৃদ্ধির হার হবে 5.8 ৷

IMF-এর রিপোর্ট এও বলেছে, ভারত এখন বড়সড় আর্থিক মন্দার মধ্যে পড়েছে । সরকারকে অনুরোধ করা হয়েছে, অর্থনীতির মন্দ গতি ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক ।

দিল্লি, 20 জানুয়ারি : GDP-র হার কম, পণ্যের চাহিদা কম ও নতুন বিনিয়োগকারীর সংখ্যা কম থাকায় সবমিলিয়ে আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভারত । IMF(ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড)-র একটি রিপোর্টে এমনই তথ্য মিলেছে । সম্ভাবনার থেকেও দ্রুত হারে কমেছে আর্থিক বৃদ্ধির হার । তবে, এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে চিন-অ্যামেরিকা বাণিজ্যিক চুক্তি । যে চুক্তির ফলে আগামী দিনে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলেও মনে করা হচ্ছে ।

2019-এও বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে ভারতের অর্থনীতি বিকশিত হত সবচেয়ে দ্রুতগতিতে । কিন্তু এখন চিত্রটা অন্য । রিপোর্ট অনুযায়ী, এক দশক আগে যখন আর্থিক মন্দা চলছিল ভারতে তখন আর্থিক বদ্ধির হার ছিল অনেকটাই কম । তারপর এই বছর ।

IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ ৷ এর আগে অক্টোবরে তারা এই হার 6.1 থাকবে বলে জানিয়েছিল ৷

তবে পরের অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 5.8 শতাংশ ৷ আর 2021 সালে চিনকে ছাপিয়ে আর্থিক বৃদ্ধির হারে বিশ্বে এক নম্বর হবে ভারত ৷ ওই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 ৷ সেখানে চিনের আর্থিক বৃদ্ধির হার হবে 5.8 ৷

IMF-এর রিপোর্ট এও বলেছে, ভারত এখন বড়সড় আর্থিক মন্দার মধ্যে পড়েছে । সরকারকে অনুরোধ করা হয়েছে, অর্থনীতির মন্দ গতি ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক ।

ZCZC
PRI ECO GEN INT
.DAVOS FGN47
WEF-INDIA
IMF lowers India growth estimate to 4.8% for 2019
By Barun Jha
Davos, Jan 20 (PTI) The International Monetary Fund (IMF) on Monday lowered growth estimate for India to 4.8 per cent for 2019, citing stress in the non-bank financial sector and weak rural income growth as the major factors for the downward revision.
          While providing an update on the global economy ahead of the start of the World Economic Forum (WEF) annual summit, the IMF cut its India growth forecast to 4.8 per cent for 2019.
          It expects growth to be 5.8 per cent in 2020 and rise to 6.5 per cent in 2021.
          India-born IMF Chief Economist Gita Gopinath said growth in India slowed sharply owing to stress in the non-bank financial sector and weak rural income growth.
          China's growth has been revised upward by 0.2 per cent to 6 per cent for 2020, reflecting the trade deal with the United States, she added.
          In India, the IMF said domestic demand has slowed more sharply than expected amid stress in the non-bank financial sector and a decline in credit growth.
          India's growth is estimated at 4.8 per cent in 2019, projected to improve to 5.8 per cent in 2020 and 6.5 percent in 2021 (1.2 and 0.9 percentage point lower than in the October WEO), supported by monetary and fiscal stimulus as well as subdued oil prices, it added.
          Gopinath also said the pickup in global growth for 2020 remains highly uncertain as it relies on improved growth outcomes for stressed economies like Argentina, Iran, and Turkey and for underperforming emerging and developing economies such as Brazil, India, and Mexico. PTI BJ
RAM
RAM
01201916
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.