ETV Bharat / business

সঠিকভাবে কাজ করার জন্য IBC-কে আরও সময় দেওয়া প্রয়োজন - Insolvency and Bankruptcy Board of India

দেওলিয়া ও শোধক্ষমতা সংহিতা তৈরি করা হয়েছে যাতে ঋণ গ্রহীতাদের কাছ থেকে ব্যাঙ্ক দ্রুত তাদের পাওনা টাকা উদ্ধার করতে পারে । অনেক ক্ষেত্রেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেয় ।

প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেয়
author img

By

Published : Nov 8, 2019, 10:56 PM IST

দেওলিয়া ও শোধক্ষমতা সংহিতা (ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপটসি কোড - IBC) 2016 সালের 28 মার্চ আইনে পরিণত হয়েছে এবং সেটি পুরোপুরিভাবে কার্যকর হয়েছে সেই বছরের ডিসেম্বরে । দেওলিয়া ও শোধক্ষমতা পর্ষদ (Insolvency and Bankruptcy Board of India - IBBI) গঠিত হয়েছে 2016 সালের অক্টোবরে । দেওলিয়া ও শোধক্ষমতা সংহিতা তৈরি করা হয়েছে যাতে ঋণ গ্রহীতাদের কাছ থেকে ব্যাঙ্ক দ্রুত তাদের পাওনা টাকা উদ্ধার করতে পারে । অনেক ক্ষেত্রেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেয় । সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য প্রতিটি ব্যাঙ্ক আলাদা আলাদা করে যাতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাগাদা না দিয়ে একসঙ্গে চাপ দেয় সেটা নিশ্চিত করে IBC । যদিও সমস্যা অনেক, তা সত্ত্বেও গত তিন বছরে IBC ঋণের টাকা উদ্ধারে উল্লেখযোগ্য কাজ করেছে । IBC-র উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, দেওলিয়া ও ঋণ শোধে অক্ষমতা সংক্রান্ত বিষয়গুলি তারা 270 দিন অর্থাৎ প্রায় তিন মাসের মধ্যে সমাধান করে থাকে । এর সুফল হল, ধূর্ত ব্যক্তিরা ঋণ পরিশোধের বিষয়টি অনির্দিষ্টকালের জন্য এড়িয়ে যেতে পারে না।

অর্থনীতির উন্নতিতে ব্যবসা বাণিজ্যের ভূমিকা গুরত্বপূর্ণ । কিন্তু তা তখনই সম্ভব যখন কোনও ব্যক্তি ব্যবসা করার জন্য সহজে ঋণ পেতে পারবেন এবং ঋণ প্রদানকারী সংস্থাগুলি সহজে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ সুদে আসলে আদায় করতে পারবে । বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলিতে ব্যবসায় ঋণদানের কাজটি মূলত করে বন্ড (ঋণপত্র) মার্কেট । কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই বিষয়টি সেভাবে সাফল্য পায়নি । তার অন্যতম কারণ আমাদের দেশে ঋণ প্রদানকারী সংস্থাগুলি ঋণ হিসেবে প্রদেয় অর্থ সুদে আসলে সহজে আদায় করতে পারে না । যদি ঋণগ্রহীতা অর্থ পরিশোধে অক্ষম হয় সেক্ষেত্রে মামলাটির আদালতে বিচার হয় । কিন্তু ভারতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে আদালতগুলিতে মামলার নিষ্পত্তি হতে দীর্ঘ দিন কেটে যায় । এই প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য তথ্য হল ভারতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 3.3 কোটি ।

IBC-র কাজকর্ম নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । কিন্তু সেটা মূলত ভুল বোঝাবুঝির জন্য । গত তিন বছরে IBC-র কাছে 2542 টি মামলা জমা পড়েছে । তার মধ্যে 1045 টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলি নিষ্পত্তির অপেক্ষায় । এছাড়া দেশের 12 টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে প্রায় 3.32 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কগুলি সেই বকেয়া ঋণের মধ্যে এখনও পর্যন্ত প্রায় 1 লাখ কোটি টাকা 7 টি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে পেরেছে ।

IBC-র বিরুদ্ধে অন্যতম অভিযোগ হল, অধিকাংশ ক্ষেত্রেই তারা মামলার নিষ্পত্তি বেঁধে দেওয়া সময়সীমা 270 দিনের মধ্যে করতে পারে না । তা ছাড়া তাদের সাফল্যের হারও সন্তোষজনক নয় । কিন্তু এটাও মনে রাখা প্রয়োজন যে, IBC- র বয়স মাত্র তিন । কোনও নতুন আইনের ঠিকঠাকভাবে কাজ করার জন্য অন্তত পাঁচ বছর সময় প্রয়োজন । একইসঙ্গে সেই আইনের বাস্তব প্রয়োগের ত্রুটি বিচ্যুতিগুলি দেখে সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জনেরও প্রয়োজন রয়েছে । এছাড়া IBC-কে আরও কার্যকরী করার জন্য তার পরিকাঠামোর উন্নতি দরকার ।

ডঃ এস আনন্থ

দেওলিয়া ও শোধক্ষমতা সংহিতা (ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপটসি কোড - IBC) 2016 সালের 28 মার্চ আইনে পরিণত হয়েছে এবং সেটি পুরোপুরিভাবে কার্যকর হয়েছে সেই বছরের ডিসেম্বরে । দেওলিয়া ও শোধক্ষমতা পর্ষদ (Insolvency and Bankruptcy Board of India - IBBI) গঠিত হয়েছে 2016 সালের অক্টোবরে । দেওলিয়া ও শোধক্ষমতা সংহিতা তৈরি করা হয়েছে যাতে ঋণ গ্রহীতাদের কাছ থেকে ব্যাঙ্ক দ্রুত তাদের পাওনা টাকা উদ্ধার করতে পারে । অনেক ক্ষেত্রেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেয় । সেক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য প্রতিটি ব্যাঙ্ক আলাদা আলাদা করে যাতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাগাদা না দিয়ে একসঙ্গে চাপ দেয় সেটা নিশ্চিত করে IBC । যদিও সমস্যা অনেক, তা সত্ত্বেও গত তিন বছরে IBC ঋণের টাকা উদ্ধারে উল্লেখযোগ্য কাজ করেছে । IBC-র উল্লেখযোগ্য বৈশিষ্ট হল, দেওলিয়া ও ঋণ শোধে অক্ষমতা সংক্রান্ত বিষয়গুলি তারা 270 দিন অর্থাৎ প্রায় তিন মাসের মধ্যে সমাধান করে থাকে । এর সুফল হল, ধূর্ত ব্যক্তিরা ঋণ পরিশোধের বিষয়টি অনির্দিষ্টকালের জন্য এড়িয়ে যেতে পারে না।

অর্থনীতির উন্নতিতে ব্যবসা বাণিজ্যের ভূমিকা গুরত্বপূর্ণ । কিন্তু তা তখনই সম্ভব যখন কোনও ব্যক্তি ব্যবসা করার জন্য সহজে ঋণ পেতে পারবেন এবং ঋণ প্রদানকারী সংস্থাগুলি সহজে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ সুদে আসলে আদায় করতে পারবে । বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলিতে ব্যবসায় ঋণদানের কাজটি মূলত করে বন্ড (ঋণপত্র) মার্কেট । কিন্তু ভারতে এখনও পর্যন্ত এই বিষয়টি সেভাবে সাফল্য পায়নি । তার অন্যতম কারণ আমাদের দেশে ঋণ প্রদানকারী সংস্থাগুলি ঋণ হিসেবে প্রদেয় অর্থ সুদে আসলে সহজে আদায় করতে পারে না । যদি ঋণগ্রহীতা অর্থ পরিশোধে অক্ষম হয় সেক্ষেত্রে মামলাটির আদালতে বিচার হয় । কিন্তু ভারতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে আদালতগুলিতে মামলার নিষ্পত্তি হতে দীর্ঘ দিন কেটে যায় । এই প্রসঙ্গে একটি উল্লেখযোগ্য তথ্য হল ভারতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 3.3 কোটি ।

IBC-র কাজকর্ম নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । কিন্তু সেটা মূলত ভুল বোঝাবুঝির জন্য । গত তিন বছরে IBC-র কাছে 2542 টি মামলা জমা পড়েছে । তার মধ্যে 1045 টি মামলার নিষ্পত্তি হয়েছে এবং বাকিগুলি নিষ্পত্তির অপেক্ষায় । এছাড়া দেশের 12 টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে প্রায় 3.32 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ব্যাঙ্কগুলি সেই বকেয়া ঋণের মধ্যে এখনও পর্যন্ত প্রায় 1 লাখ কোটি টাকা 7 টি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে পেরেছে ।

IBC-র বিরুদ্ধে অন্যতম অভিযোগ হল, অধিকাংশ ক্ষেত্রেই তারা মামলার নিষ্পত্তি বেঁধে দেওয়া সময়সীমা 270 দিনের মধ্যে করতে পারে না । তা ছাড়া তাদের সাফল্যের হারও সন্তোষজনক নয় । কিন্তু এটাও মনে রাখা প্রয়োজন যে, IBC- র বয়স মাত্র তিন । কোনও নতুন আইনের ঠিকঠাকভাবে কাজ করার জন্য অন্তত পাঁচ বছর সময় প্রয়োজন । একইসঙ্গে সেই আইনের বাস্তব প্রয়োগের ত্রুটি বিচ্যুতিগুলি দেখে সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জনেরও প্রয়োজন রয়েছে । এছাড়া IBC-কে আরও কার্যকরী করার জন্য তার পরিকাঠামোর উন্নতি দরকার ।

ডঃ এস আনন্থ

Mumbai, Nov 08 (ANI): BJP leader Devendra Fadnavis, after resigning from the CM post of Maharashtra, said he was shocked when Shiv Sena chief Uddhav Thackeray, after election results, had said that his party was open to all options for government formation, since, Fadnavis said, the people of the state had voted for BJP-Shiv Sena alliance.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.