মুম্বই, 1 ফেব্রুয়ারি : কেমন হবে বাজেট । এই দোলাচলেই বাজার খোলার পরই প্রথমে বেশকিছুটা পতন হয় সেনসেক্সের । কিন্তু, বাজেট ভাষণ শুরুর সময় কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার । তবে বাজেট ভাষণ এগোনোর সঙ্গে পড়তে থাকে সেনসেক্স । আর শেষ হতেই তা পড়ে যায় 700 পয়েন্টেরও বেশি । নিফটি 220 পয়েন্ট পড়ে ছুঁয়েছে 11 হাজার 750 পয়েন্ট ।
বাজেট পেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর ধীরে ধীরে নামতে শুরু করে সেনসেক্সের সূচক । প্রথমে সাড়ে 12টা নাগাদ সেনসেক্স পড়ে 100 পয়েন্ট । এরপরই LIC ও IDBI-র সরকারি শেয়ার বিক্রির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী । তারপর শেয়ারবাজারে বড়সড় পতন লক্ষ্য করা যায় ।
দুপুর দেড়টা নাগাদ সেনসেক্স পড়ে 400 পয়েন্ট এবং নিফটি পৌঁছায় 11 হাজার 850 পয়েন্টে । বাজেট পেশ শেষ হওয়ার পর সেনসেক্সের পতন ঘটে 708 পয়েন্ট । সূচক গিয়ে দাঁড়ায় ৪০ হাজার ১৫ পয়েন্টে ।