ETV Bharat / briefs

কামব্যাকের জন্য BCCI এর অনুমতির অপেক্ষায় যুবরাজ - যুবরাজ সিং

গত বছর জুন মাসে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেন যুবরাজ সিং। শেষবার 2017 সালে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন ।

যুবরাজ সিং
যুবরাজ সিং
author img

By

Published : Sep 12, 2020, 5:49 PM IST

Updated : Sep 12, 2020, 7:45 PM IST


হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন যুবরাজ সিং। তবে তার জন্য দরকার BCCI এর সম্মতির । কারণ ইতিমধ্যেই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবি । তাই ফের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে BCCI এর সম্মতি দরকার । আর সে দিকেই তাকিয়ে আছেন পঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন । PCA সচিব পুনিত বলি শুক্রবার একথা জানান।

গত বছর জুন মাসে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেন যুবরাজ সিং। শেষবার 2017 সালে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন । কিন্তু গত মাসে পুনিত বলি যুবিকে অবসর ভেঙে ফিরে আসার কথা বলেন , এবং পঞ্জাবের তরুণ ক্রিকেটারদের তৈরি করার কথা বলেন । তাঁর কথায় রাজি হয়ে যান যুবি ।

এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে অবসর ভেঙে ফিরে আসার আবেদন করেন "পঞ্জাব কা পুত্তর।" প্রতিটি ঘরোয়া মরশুমের আগে রাজ্যের ক্রিকেটারদের নাম নথিভুক্ত করতে হয় । তাই যুবির ক্ষেতে BCCI এর অনুমতি জরুরি ।

মিডিয়ার কাছে বলি বলেন, " সম্মতি এখনও আসেনি । PCA তাঁর ফিরে আসা নিয়ে আশাবাদী । কিন্তু আমরা BCCI এর উত্তরের অপেক্ষায় আছি ।"

2011 সালের বিশ্বকাপে ম্যান অফ দা সিরিজ, যুবরাজ পঞ্জাবের হয়ে হয়তো শুধুমাত্র t20 ফরম্যাটেই খেলবেন । বেশকিছু সময় ধরে, পঞ্জাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে PCA এর মোহালি স্টেডিয়ামে যুবি অনুশীলন করছেন। যুবরাজ ভারতের হয়ে 2000 থেকে 2017 সালের মধ্যে 40টি টেস্ট, 304টি ওয়ান ডে ও 58টি t20 ম্যাচ খেলেছেন ।


হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন যুবরাজ সিং। তবে তার জন্য দরকার BCCI এর সম্মতির । কারণ ইতিমধ্যেই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবি । তাই ফের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতে BCCI এর সম্মতি দরকার । আর সে দিকেই তাকিয়ে আছেন পঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন । PCA সচিব পুনিত বলি শুক্রবার একথা জানান।

গত বছর জুন মাসে ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেন যুবরাজ সিং। শেষবার 2017 সালে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন । কিন্তু গত মাসে পুনিত বলি যুবিকে অবসর ভেঙে ফিরে আসার কথা বলেন , এবং পঞ্জাবের তরুণ ক্রিকেটারদের তৈরি করার কথা বলেন । তাঁর কথায় রাজি হয়ে যান যুবি ।

এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে অবসর ভেঙে ফিরে আসার আবেদন করেন "পঞ্জাব কা পুত্তর।" প্রতিটি ঘরোয়া মরশুমের আগে রাজ্যের ক্রিকেটারদের নাম নথিভুক্ত করতে হয় । তাই যুবির ক্ষেতে BCCI এর অনুমতি জরুরি ।

মিডিয়ার কাছে বলি বলেন, " সম্মতি এখনও আসেনি । PCA তাঁর ফিরে আসা নিয়ে আশাবাদী । কিন্তু আমরা BCCI এর উত্তরের অপেক্ষায় আছি ।"

2011 সালের বিশ্বকাপে ম্যান অফ দা সিরিজ, যুবরাজ পঞ্জাবের হয়ে হয়তো শুধুমাত্র t20 ফরম্যাটেই খেলবেন । বেশকিছু সময় ধরে, পঞ্জাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে PCA এর মোহালি স্টেডিয়ামে যুবি অনুশীলন করছেন। যুবরাজ ভারতের হয়ে 2000 থেকে 2017 সালের মধ্যে 40টি টেস্ট, 304টি ওয়ান ডে ও 58টি t20 ম্যাচ খেলেছেন ।

Last Updated : Sep 12, 2020, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.