গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), ১১ এপ্রিল : YSRCP কর্মীদের হাতে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবা প্রসাদ। গুন্টুরে তাঁর উপর হামলা চালানো হয়। জামাও ছিঁড়ে দেয় YSRCP কর্মীরা।
প্রথম দফার নির্বাচনে বেশ উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। অনন্তপুরায় জখম হন এক TDP নেতা। বন্দরাপল্লিতে TDP ও YSRCP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর স্পিকারের উপর হামলার ঘটনাও ঘটল।