ETV Bharat / briefs

অন্ধ্রপ্রদেশে স্পিকারের উপর হামলা, জামা ছিঁড়ে মার - YSRCP activists attacked Andhra pradesh Speaker

YSRCP কর্মীদের হাতে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবা প্রসাদ। গুন্টুরে তাঁর উপর হামলা চালানো হয়।

কোদেলা শিবা প্রসাদ
author img

By

Published : Apr 11, 2019, 12:56 PM IST

Updated : Apr 11, 2019, 2:33 PM IST

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), ১১ এপ্রিল : YSRCP কর্মীদের হাতে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবা প্রসাদ। গুন্টুরে তাঁর উপর হামলা চালানো হয়। জামাও ছিঁড়ে দেয় YSRCP কর্মীরা।

দেখুন ভিডিয়ো

প্রথম দফার নির্বাচনে বেশ উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। অনন্তপুরায় জখম হন এক TDP নেতা। বন্দরাপল্লিতে TDP ও YSRCP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর স্পিকারের উপর হামলার ঘটনাও ঘটল।

গুন্টুর (অন্ধ্রপ্রদেশ), ১১ এপ্রিল : YSRCP কর্মীদের হাতে আক্রান্ত অন্ধ্রপ্রদেশের স্পিকার কোদেলা শিবা প্রসাদ। গুন্টুরে তাঁর উপর হামলা চালানো হয়। জামাও ছিঁড়ে দেয় YSRCP কর্মীরা।

দেখুন ভিডিয়ো

প্রথম দফার নির্বাচনে বেশ উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ। অনন্তপুরায় জখম হন এক TDP নেতা। বন্দরাপল্লিতে TDP ও YSRCP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর স্পিকারের উপর হামলার ঘটনাও ঘটল।


Panaji (Goa), Apr 10 (ANI): While addressing a rally in Goa's Panaji on Wednesday, Prime Minister Narendra Modi remembered former Goa chief minister Manohar Parrikar. PM Modi said, "I have been coming to Goa for years now, for party's work. It is for the first time that Manohar ji is not present here. We will have to accept that Manohar ji is not with us today but Manohar ji showed us how a person can work for people's welfare with honesty." Manohar Parrikar died at the age of 63 after prolonged battle with pancreatic cancer on March 17.
Last Updated : Apr 11, 2019, 2:33 PM IST

For All Latest Updates

TAGGED:

tdp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.