ETV Bharat / briefs

প্রকৃত ফাস্ট বোলারদের বিরুদ্ধে রোহিতদের স্বাভাবিক শট দেখতে চান হোল্ডিং

দ্রুতগতিসম্পন্ন বোলারদের সামনে নিজেদের স্বাভাবিক শট খেলা সব সময় সম্ভব নয়। এমনি মত প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিংয়ের।

Image
Michael Holding
author img

By

Published : Jun 8, 2020, 9:46 PM IST

হায়দরাবাদ, 8 জুন: টপ কোয়ালিটি ফাস্ট বোলারদের বিরুদ্ধে নিজেদের স্বাভাবিক শট খেলা সহজ নয়। এমনই মত ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি বোলার মাইকেল হোল্ডিংয়ের।

ইনস্টাগ্রাম লাইভ সেশনে, হোল্ডিংকে প্রশ্ন করা হয় বর্তমান ক্রিকেটের হার্ডহিটার ব্যাটসম্যান, যেমন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্সরা দ্রুতগতিসম্পন্ন পেসারদের সামনে কি সমস্যায় পড়বেন?

জবাবে হোল্ডিং বলেন, “ আমি মনে করি ব্যাটসম্যানরা বোলারের পেসের উপর নির্ভর করে তাঁদের শট খেলেন । আসল পেস বোলিংয়ের বিরুদ্ধে ওই সমস্ত ক্রিকেটারদের শটগুলি আমি দেখতে পছন্দ করতাম ।”

তিনি আরও বলেন, “ডেল স্টেইন, ব্রেট লি ও শোয়েব আখতারের বিরুদ্ধে যদি তাঁরা ওই ধরনের শট খেলতে পারেন, তখন আমি চিন্তিত হব আমি কী করব। যে গতিতে আমি বল করতাম, আমি মনে করি না আমার চিন্তার কিছু কারণ আছে।”

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবিত বলের মধ্যে লালার ব্যবহার বন্ধ করা নিয়েও আজ কথা বলেন হোল্ডিং।

তিনি বলেন, “ ক্রিকেটারদের কিছু সময় লাগবে বিষয়টা মানিয়ে নিতে। এটা স্বাভাবিক। মাঠের মধ্যে বলকে সাইন করানোর জন্য তুমি মুখের মধ্যে আঙুল দেবেই। ক্রিকেটারদের এই বিষয়টি না করার জন্য অনুসরণ করতে হবে। যেটা তুমি করতে চাইছ সেটা হল বলের মধ্যে আর্দ্রতা নিয়ে আসা। তুমি এটা তোমার ঘাম দিয়ে করতে পারো। এবং এটা লালার মত একই কাজ করবে।"

হায়দরাবাদ, 8 জুন: টপ কোয়ালিটি ফাস্ট বোলারদের বিরুদ্ধে নিজেদের স্বাভাবিক শট খেলা সহজ নয়। এমনই মত ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি বোলার মাইকেল হোল্ডিংয়ের।

ইনস্টাগ্রাম লাইভ সেশনে, হোল্ডিংকে প্রশ্ন করা হয় বর্তমান ক্রিকেটের হার্ডহিটার ব্যাটসম্যান, যেমন রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্সরা দ্রুতগতিসম্পন্ন পেসারদের সামনে কি সমস্যায় পড়বেন?

জবাবে হোল্ডিং বলেন, “ আমি মনে করি ব্যাটসম্যানরা বোলারের পেসের উপর নির্ভর করে তাঁদের শট খেলেন । আসল পেস বোলিংয়ের বিরুদ্ধে ওই সমস্ত ক্রিকেটারদের শটগুলি আমি দেখতে পছন্দ করতাম ।”

তিনি আরও বলেন, “ডেল স্টেইন, ব্রেট লি ও শোয়েব আখতারের বিরুদ্ধে যদি তাঁরা ওই ধরনের শট খেলতে পারেন, তখন আমি চিন্তিত হব আমি কী করব। যে গতিতে আমি বল করতাম, আমি মনে করি না আমার চিন্তার কিছু কারণ আছে।”

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রস্তাবিত বলের মধ্যে লালার ব্যবহার বন্ধ করা নিয়েও আজ কথা বলেন হোল্ডিং।

তিনি বলেন, “ ক্রিকেটারদের কিছু সময় লাগবে বিষয়টা মানিয়ে নিতে। এটা স্বাভাবিক। মাঠের মধ্যে বলকে সাইন করানোর জন্য তুমি মুখের মধ্যে আঙুল দেবেই। ক্রিকেটারদের এই বিষয়টি না করার জন্য অনুসরণ করতে হবে। যেটা তুমি করতে চাইছ সেটা হল বলের মধ্যে আর্দ্রতা নিয়ে আসা। তুমি এটা তোমার ঘাম দিয়ে করতে পারো। এবং এটা লালার মত একই কাজ করবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.