ETV Bharat / briefs

চুরুতে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্তরা - ধর্ষণ

অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ রাজস্থানের চুরুতে । তদন্তে পুলিশ ।

gang rape
gang rape
author img

By

Published : Jul 4, 2020, 4:49 PM IST

জয়পুর, 4 জুলাই : কয়েকবছর আগে স্বামীকে হারিয়েছেন । ঘরে চারটি সন্তান ও বৃদ্ধ বাবা । অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন । পথে স্থানীয় কয়েকজন তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে । এমনই অভিযোগ আনলেন রাজস্থানের চুরুর বছরের 30-এর যুবতি ।

শনিবার রতননগর থানায় অভিযোগ জানাতে বিষয়টি সামনে আসে । চুরু থানার (মহিলা) ASI হরি কিষাণ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে রতননগর থানায় অভিযোগ দায়ের হয়েছে । ওই যুবতির অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েক ঘন্টা আটকে রাখা হয় তাঁকে । এরপর ওই গাড়িতেই ধর্ষণ করে অভিযুক্তরা । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজ চলছে ।

জয়পুর, 4 জুলাই : কয়েকবছর আগে স্বামীকে হারিয়েছেন । ঘরে চারটি সন্তান ও বৃদ্ধ বাবা । অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন । পথে স্থানীয় কয়েকজন তাঁকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে গণধর্ষণ করে । এমনই অভিযোগ আনলেন রাজস্থানের চুরুর বছরের 30-এর যুবতি ।

শনিবার রতননগর থানায় অভিযোগ জানাতে বিষয়টি সামনে আসে । চুরু থানার (মহিলা) ASI হরি কিষাণ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে রতননগর থানায় অভিযোগ দায়ের হয়েছে । ওই যুবতির অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েক ঘন্টা আটকে রাখা হয় তাঁকে । এরপর ওই গাড়িতেই ধর্ষণ করে অভিযুক্তরা । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজ চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.