ETV Bharat / briefs

রাজ্যের সম্মতি পেলে পুজোর আগেই পাহাড়ে ছুটবে টয়ট্রেন - পর্যটন সংক্রান্ত খবর

পুজোর আগে ফের টয়ট্রেন পরিষেবা চালু করতে উৎসাহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ।

Toy train
Toy train
author img

By

Published : Oct 12, 2020, 6:34 PM IST

শিলিগুড়ি, 12 অক্টোবর : সামনেই পুজো । কোভিড পরিস্থিতিতে পুজোর আগে পর্যটকদের জন্য রাজ্যজুড়ে বেশ কয়েক'টি পদক্ষেপ করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁ । পুজোর ছুটিতে পাহাড়ে পর্যটকদের ভিড় হতে পারে । সে কথা মাথায় রেখে পুজোর আগেই টয়ট্রেন পরিষেবা ফের চালু করতে চাইছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ।

কোরোনা প্যানডেমিকের জেরে বিগত কয়েক মাস ধরেই পাহাড়ে বন্ধ রয়েছে টয়ট্রেন পরিষেবা । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতাগামী সব ট্রেন চলাচল এখনও শুরু হয়নি । কিন্তু তা সত্ত্বেও মনে করা হচ্ছে পুজোর ছুটিতে পাহাড়ে ভিড় জমাতে পারেন পর্যটকরা । পাহাড় এবং ডুয়ার্সে পর্যটকদের স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বিভিন্ন হোটেল এবং পর্যটন কেন্দ্রগুলি ।

পুজোর আগে ফের টয়ট্রেন পরিষেবা চালু করতে উৎসাহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে । দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর অরবিন্দকুমার মিশ্র টেলিফোনে জানান, যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । ধস, বর্ষা, প্রাকৃতিক দুর্যোগে টয়ট্রেনের লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল । কিন্তু সে সব মেরামত করে একাধিক ট্রায়াল রান ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে । ফলে টয়ট্রেন চালাতে প্রস্তুত রয়েছে ভারতীয় রেল । স্বাস্থ্যবিধি মেনে পর্যটকেরা টয়ট্রেনে ভ্রমণ করতে চাইলে তাঁদের পরিষেবা দিতে কোনও অসুবিধা হবে না । বলেন, "টয়ট্রেন চালু করার ব্যাপারে আমরা জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছি । চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আমরা টয়ট্রেন চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি । জেলা প্রশাসন বা রাজ্য সরকার এনিয়ে তাদের মতামত জানালে আমরা পরিষেবা চালু করে দেবো । সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন চালানো ছাড়াও নির্দিষ্ট সীমিত গন্তব্যে একাধিক টয়ট্রেন চালানো যাবে । এই পরিষেবা চালু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে ।"

শিলিগুড়িতে বিভিন্ন হোটেল ও পর্যটন সংস্থাগুলির তরফে সম্রাট সান্যাল জানান, রাজ্যে পর্যটন কেন্দ্রগুলো খুলে যাওয়ায় এখন ধীরে ধীরে অনেকেই পুজোর ছুটিতে ঘুরতে আসার আগ্রহ প্রকাশ করছেন । তবে দার্জিলিংয়ের ট্রয়ট্রেন চলছে না একথা জানার পর অনেকেই হতাশা প্রকাশ করেছেন । বলেন, "আমরাও চাইছি দ্রুত টয়ট্রেন পরিষেবা চালু করা হোক । পাশাপাশি শিয়ালদা এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দিকে একাধিক ট্রেন চলাচল শুরু করুক ।"

এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "ভ্রমণপিপাসু পর্যটকদের কথা মাথায় রেখেই আমরা পর্যটন কেন্দ্রগুলি খুলে দিয়েছি । বড় রেলওয়ে স্টেশন ছাড়াও পাহাড়, তরাই এবং ডুয়ার্সে একাধিক হেল্প ডেস্ক চালু করেছে পর্যটন দপ্তর । টয়ট্রেন কবে থেকে চলবে সে সিদ্ধান্ত রাজ্য সরকার এবং রেল কর্তাদের আলোচনার মাধ্যমেই স্থির হবে । আশা করছি পুজোর আগেই পরিষেবা স্বাভাবিক হতে পারে । তাহলে পর্যটকেরা বাড়তি উৎসাহ পাবেন ।"

শিলিগুড়ি, 12 অক্টোবর : সামনেই পুজো । কোভিড পরিস্থিতিতে পুজোর আগে পর্যটকদের জন্য রাজ্যজুড়ে বেশ কয়েক'টি পদক্ষেপ করেছে রাজ্য সরকার । ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁ । পুজোর ছুটিতে পাহাড়ে পর্যটকদের ভিড় হতে পারে । সে কথা মাথায় রেখে পুজোর আগেই টয়ট্রেন পরিষেবা ফের চালু করতে চাইছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ।

কোরোনা প্যানডেমিকের জেরে বিগত কয়েক মাস ধরেই পাহাড়ে বন্ধ রয়েছে টয়ট্রেন পরিষেবা । নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতাগামী সব ট্রেন চলাচল এখনও শুরু হয়নি । কিন্তু তা সত্ত্বেও মনে করা হচ্ছে পুজোর ছুটিতে পাহাড়ে ভিড় জমাতে পারেন পর্যটকরা । পাহাড় এবং ডুয়ার্সে পর্যটকদের স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে বিভিন্ন হোটেল এবং পর্যটন কেন্দ্রগুলি ।

পুজোর আগে ফের টয়ট্রেন পরিষেবা চালু করতে উৎসাহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে । দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর অরবিন্দকুমার মিশ্র টেলিফোনে জানান, যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । ধস, বর্ষা, প্রাকৃতিক দুর্যোগে টয়ট্রেনের লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল । কিন্তু সে সব মেরামত করে একাধিক ট্রায়াল রান ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে । ফলে টয়ট্রেন চালাতে প্রস্তুত রয়েছে ভারতীয় রেল । স্বাস্থ্যবিধি মেনে পর্যটকেরা টয়ট্রেনে ভ্রমণ করতে চাইলে তাঁদের পরিষেবা দিতে কোনও অসুবিধা হবে না । বলেন, "টয়ট্রেন চালু করার ব্যাপারে আমরা জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছি । চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি আমরা টয়ট্রেন চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি । জেলা প্রশাসন বা রাজ্য সরকার এনিয়ে তাদের মতামত জানালে আমরা পরিষেবা চালু করে দেবো । সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন চালানো ছাড়াও নির্দিষ্ট সীমিত গন্তব্যে একাধিক টয়ট্রেন চালানো যাবে । এই পরিষেবা চালু হলে পর্যটকদের ভিড় আরও বাড়বে ।"

শিলিগুড়িতে বিভিন্ন হোটেল ও পর্যটন সংস্থাগুলির তরফে সম্রাট সান্যাল জানান, রাজ্যে পর্যটন কেন্দ্রগুলো খুলে যাওয়ায় এখন ধীরে ধীরে অনেকেই পুজোর ছুটিতে ঘুরতে আসার আগ্রহ প্রকাশ করছেন । তবে দার্জিলিংয়ের ট্রয়ট্রেন চলছে না একথা জানার পর অনেকেই হতাশা প্রকাশ করেছেন । বলেন, "আমরাও চাইছি দ্রুত টয়ট্রেন পরিষেবা চালু করা হোক । পাশাপাশি শিয়ালদা এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দিকে একাধিক ট্রেন চলাচল শুরু করুক ।"

এ প্রসঙ্গে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "ভ্রমণপিপাসু পর্যটকদের কথা মাথায় রেখেই আমরা পর্যটন কেন্দ্রগুলি খুলে দিয়েছি । বড় রেলওয়ে স্টেশন ছাড়াও পাহাড়, তরাই এবং ডুয়ার্সে একাধিক হেল্প ডেস্ক চালু করেছে পর্যটন দপ্তর । টয়ট্রেন কবে থেকে চলবে সে সিদ্ধান্ত রাজ্য সরকার এবং রেল কর্তাদের আলোচনার মাধ্যমেই স্থির হবে । আশা করছি পুজোর আগেই পরিষেবা স্বাভাবিক হতে পারে । তাহলে পর্যটকেরা বাড়তি উৎসাহ পাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.