ETV Bharat / briefs

হাওড়ার BJP যুবনেত্রীর জামিনের আবেদন আগামীকাল শুনবে সুপ্রিম কোর্ট - Police arrested

ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । পরে তাঁকে গ্রেপ্তার করা হয় ।

ছবি সৌজন্যে Facebook
author img

By

Published : May 13, 2019, 10:18 AM IST

Updated : May 13, 2019, 11:10 AM IST

কলকাতা, 13 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের MEME পোস্টের জন্য শনিবার BJP যুব মোর্চার এক নেত্রীকে গ্রেপ্তার করা হয় । আজ তাঁর জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয় । আগামীকাল তা শোনা হবে বলে জানিয়েছে বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ।

বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় । প্রিয়াঙ্কা বলেন, "আমি ছবিটা পেয়ে শুধু পোস্ট করেছিলাম । এছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না । কিন্তু আমি যেহেতু BJP করি তাই ফাঁসানোর জন্য FIR করা হয়েছে ।" গতকাল প্রিয়াঙ্কার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

এই সংক্রান্ত আরও খবর : মতপ্রকাশের কণ্ঠরোধ? মুখ্যমন্ত্রীর MEME পোস্ট করে গ্রেপ্তার BJP যুবনেত্রী

এনিয়ে গতকাল BJP নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, "এরকম যদি চলতে থাকে, তাহলে বাক স্বাধীনতা বলে আর কিছু থাকবে না । এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে BJP । আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানানোর চেষ্টা করব । "

কলকাতা, 13 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের MEME পোস্টের জন্য শনিবার BJP যুব মোর্চার এক নেত্রীকে গ্রেপ্তার করা হয় । আজ তাঁর জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয় । আগামীকাল তা শোনা হবে বলে জানিয়েছে বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ ।

বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় । প্রিয়াঙ্কা বলেন, "আমি ছবিটা পেয়ে শুধু পোস্ট করেছিলাম । এছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না । কিন্তু আমি যেহেতু BJP করি তাই ফাঁসানোর জন্য FIR করা হয়েছে ।" গতকাল প্রিয়াঙ্কার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

এই সংক্রান্ত আরও খবর : মতপ্রকাশের কণ্ঠরোধ? মুখ্যমন্ত্রীর MEME পোস্ট করে গ্রেপ্তার BJP যুবনেত্রী

এনিয়ে গতকাল BJP নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, "এরকম যদি চলতে থাকে, তাহলে বাক স্বাধীনতা বলে আর কিছু থাকবে না । এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে BJP । আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানানোর চেষ্টা করব । "

Intro:উঠলো না আইনজীবীদের কর্মবির। Body:মানস নস্কর---

হাওড়া আদালতের ঘটনায় পাচ পুলিশ অফিসারকে নোটিশ পাঠানোর নির্দেশ হাইকোর্টের-- উঠলো না আইনজীবীদের কর্মবিরতি

কলকাতা ১০ মেঃ
কাটলো না জট, আইনজীবীদের কর্মবিরতির সময়সীমা আবার বাড়ালো বার কাউন্সিল। আগামী ১৪ মে পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আজ মিটিং এর পর সিদ্ধান্ত গ্রহণ করেছে এ রাজ্যের বার কাউন্সিল ।হাওড়া আদালত সংক্রান্ত মামলার আজও শুনানি হয়।আবার আগামী সোমবার এই মামলার শুনানি।প্রসঙ্গত এই মামলার শুনানি যত বাড়ছে কর্মবিরতির সময়সীমা ও বাড়াচ্ছে বার কাউন্সিল। এই মামলা দায়ের হয়েছিল ২৫ এপ্রিল, ঐদিন থেকেই কর্মবিরতিরও ডাক দেয় বার কাউন্সিল।

হাওড়া আদালত চত্তরের ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছিল তার শুনানি হয় আজ। ভি এস আর অনন্ত নাগ, ভাবনা গুপ্তা দুই আইপিএস অফিসার এবং গুলাম সারওয়ার ডব্লিউ বিপিএস, দিপাং তামাং ও অভিজিৎ ব্যানার্জি হাওড়া থানার অফিসার।বার কাউন্সিলকে এদের প্রত্যেককে নোটিশ পাঠানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এদেরকে মামলায় যুক্ত করে এদের বক্তব্য শোনার আবেদন জানানো হয়েছিল আইনজীবীদের তরফেই।কারন ঘটনার দিন এরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। উক্ত পাচজনই আলাদা আলাদা করে তাদের বক্তব্য জানাতে পারে আগামী সোমবার বলে জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

দোষী পুলিশ অফিসারদের গ্রেপ্তারের দাবিতে গত ২৫ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত আইনজীবীরা কর্মবিরতিতে সামিল হয়েছেন।এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি বলে দফায় দফায় বৈঠক করে আইনজীবীরা তাদের কর্মবিরতির সময় সীমা বাড়িয়েছে।আজ আবার বেলা ৩ তে মিটিং করে বার কাউন্সিল। সিদ্ধান্ত হয়েছে আগামী ১৪মে পর্যন্ত কাজে যোগ দেবেন না কোন আইনজীবী।

Conclusion:
Last Updated : May 13, 2019, 11:10 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.