ETV Bharat / briefs

গুলি, মারপিট, বুথ দখল : বিক্ষিপ্ত অশান্তি চতুর্থ দফায় - Fourth Phase Election

সংঘর্ষের ছবি
author img

By

Published : Apr 29, 2019, 7:00 AM IST

Updated : Apr 29, 2019, 6:55 PM IST

2019-04-29 06:54:24

কলকাতা, 29 এপ্রিল : একদিকে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । অপরদিকে ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । পিছিয়ে ছিলেন না আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়ও । রাজ্যের নজর ছিল চতুর্থ দফার ভোটগ্রহণের দিকে । কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই শেষ হল আটটি কেন্দ্রের ভোটগ্রহণ । আটটি কেন্দ্রের কিছু জায়গা থেকে ছাপ্পা, বুথজ্যামের খবর পাওয়া গেলেও বড় ঘটনা এড়ানো গেছে । নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পরিদর্শক অজয় নায়েকও ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন । তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে । নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে । " বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার 76.44 শতাংশ ।

  • আসানসোল : মহুয়াডাঙায় BJP-র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের অভিযোগ
  • কলকাতা : সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনে 1285 টি অভিযোগ জমা পড়েছে । 1188 টির সমাধান হয়েছে 
  • বহরমপুর : বিকেল 5টা পর্যন্ত 76.16 শতাংশ ভোট পড়েছে
  • কৃষ্ণনগর : বিকেল 5টা পর্যন্ত 76.55 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : বিকেল 5টা পর্যন্ত 78.33 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : বিকেল 5টা পর্যন্ত  76.92 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : বিকেল 5টা পর্যন্ত 75.31 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : বিকেল 5টা পর্যন্ত 73.64 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : বিকেল 5টা পর্যন্ত 77.95 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : বিকেল 5টা পর্যন্ত 76.69 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভোট কর্মীদের নকুলদানা বিতরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কসবা গ্রামে তৃণমূলের তরফে ভোটারদের নকুলদানা বিলি করা হয় বলে অভিযোগ । নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের BJP-র
  • রানাঘাট : হাঁসখালি থানার ছোট মুরাগাছয়ে ভোট দিয়ে ফেরার সময় বোমাবাজির মধ্যে পড়ে জখম দম্পতি । দুজনকেই হাসপাতালে ভরতি করা হয়েছে  
  • রানাঘাট : হাঁসখালিতে বোমাবাজির অভিযোগ BJP বিরুদ্ধে । জখম কমপক্ষে চার তৃণমূল কংগ্রেস কর্মী 
  • আসানসোল : বুথ থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গেলে তাঁদের উপরও আক্রমণের অভিযোগ । তারপর কেন্দ্রীয় বাহিনী শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । ঘটনাটি পাণ্ডবেশ্বরের নবগ্রামের
  • আসানসোল : বারাবনির 199 নম্বর বুথে প্রিজ়াইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে ঘটনায় FIR দায়েরের নির্দেশ কমিশনের
  • বোলপুর : আউশগ্রামে পিচকুড়ির উকতা গ্রামের 66 নম্বর বুথে BJP-র এজেন্টকে টেনে বের করে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। BJP-কেভোট দিলে পরে দেখে নেওয়ার হুমকি । ঘটনাকে কেন্দ্র করে এলাকায়  উত্তেজনা রয়েছে । ঘটনাস্থানে পুলিশ, কমব্যাট ফোর্স,  কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে  
  • আসানসোল : বারাবনি ও পাণ্ডবেশ্বরে পুনর্নির্বাচনের দাবি করলেন বাবুল সুপ্রিয় 
  • কলকাতা : মোবাইল জমা রাখা নিয়ে বচসা হয় । পরে দুবরাজপুরে এক রাউন্ড গুলি চালানো হয় । জানাল কমিশন
  • রানাঘাট : BJP এজেন্টের গায়ে বিছুটি পাতা জাতীয় কিছু লাগিয়ে দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, BJP-র এজেন্ট দীপক পোদ্দারের গায়ে বিছুটি পাতা লাগিয়ে দেন তৃণমূলের এজেন্ট শিবু সাহা । অভিযোগ অস্বীকার তৃণমূলের এজেন্টের । ঘটনাটি চাকদা বাবুজি বিদ্যামন্দির বিদ্যালয়ের 
  • কলকাতা : দুধকুমার মণ্ডল ও কল্যাণ চৌবের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • বর্ধমান-দুর্গাপুর : BJP কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে বুথ জ্যাম করছে । অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের । ঘটনাটি দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডের 
  • বীরভূম : দুবরাজপুরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের থোবড়া গ্রামে 283 নম্বর বুথে BJP-তৃণমূল সংঘর্ষ। আক্রান্ত 4 BJP কর্মী 
  • বর্ধমান পূর্ব : রাস্তা হয়নি । তাই স্থানীয়দের ভোট বয়কট জামালপুরে
  • বহরমপুর : দুপুর 3টে পর্যন্ত 66 শতাংশ ভোট পড়েছে
  • কৃষ্ণনগর : দুপুর 3টে পর্যন্ত 66.59 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : দুপুর 3টে পর্যন্ত 64.14 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : দুপুর 3টে পর্যন্ত 67.05 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : দুপুর 3টে পর্যন্ত 66.45 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : দুপুর 3টে পর্যন্ত 62.51 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : দুপুর 3টে পর্যন্ত 68.51 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : দুপুর 3টে পর্যন্ত 66.77 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : শান্তিপুরে সেনপাড়ার 3 নম্বর ওয়ার্ডের 98 ও 99 বুথের BJP-র অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বর্ধমান পূর্ব : জামালপুরে ভোট বয়কট নিয়ে রিপোর্ট তলব কমিশনের 
  • কলকাতা : কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দল তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটকেন্দ্রে ঢুকে BJP-কে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে প্রভাবিত করছে । অনেকগুলি বুথে BJP প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিভঙ্গে উৎসাহ দিচ্ছে । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে । পাশাপাশি, বাবুল সুপ্রিয় ও অধীর চৌধুরির বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে তৃণমূল ।
  • কলকাতা : দুপুর 2টো পর্যন্ত কমিশনে 1173টি অভিযোগ জমা পড়েছে । 1109টি অভিযোগের সমাধান হয়েছে 
  • বহরমপুর : কৃষ্ণনাথ কলেজের ঘটনায় প্রিজ়াইডিং অফিসারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
  • কৃষ্ণনগর : গাড়ি থেকে দুই BJP কর্মীকে বের করে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । গাড়ির কাচ ভেঙে ফেলা হয় । ঘটনাটি নাকাশিপাড়ার বিক্রমপুরের 79/ 162 নম্বর বুথ এলাকার 
  • বীরভূম : মুররাইয়ের হাবিশপুরে সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
  • বহরমপুর : দুপুর 1টা পর্যন্ত 53.51 শতাংশ ভোট পড়েছে
  • কৃষ্ণনগর : দুপুর 1টা পর্যন্ত 51.39 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : দুপুর 1টা পর্যন্ত 52.27 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : দুপুর 1টা পর্যন্ত 55.47 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : দুপুর 1টা পর্যন্ত 50.87 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : দুপুর 1টা পর্যন্ত 49.98 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : দুপুর 1টা পর্যন্ত 50.82 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : দুপুর 1টা পর্যন্ত 54.6 শতাংশ ভোট পড়েছে
  • বহরমপুর : বেলডাঙায় বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
  • বহরমপুর : রিগিং রুখতে এক দুষ্কৃতীকে পিছু ধাওয়া অধীর চৌধুরি । একজনকে আটক করেছে পুলিশ । বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের 123 নম্বর বুথের
  • বোলপুর : মঙ্গলকোটের গিধ গ্রামে 272/269 বুথে  EVM খারাপ । 37 শতাংশ ভোটগ্রহণের পর বিকল হয়ে যায় EVM 
  • বহরমপুর : অধীর চৌধুরির সামনে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সঙ্গে মারধর
  • বোলপুর : গঙ্গারামপুরে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ । মহিলাদের বুথে পুরুষরা ভোট দিচ্ছিলেন 
  • আসানসোল : পাণ্ডবেশ্বরের ঘোষপাড়ায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । এলাকার ঘটনা । ভোট কেমন চলছে তা দেখতে গেছিলেন বাবুল । গো ব্যাক ধ্বনি ওঠে । বিক্ষোভের মুখে পড়ে বাবুল ফিরে যান 
  • বর্ধমান পূর্ব : কালনায় BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তাঁর গাড়ি ভাঙচুর করা হয় । অভিযোগ অস্বীকার তৃণমূলের 
  • বীরভূম : মুরারই থানার হাবিশপুর গ্রামে 293/18 নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভোটদানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ  । লাঠিচার্জ করে পুলিশ 
  • বোলপুর :  নানুরে BJP ও তৃণমূল এজেন্টদের মধ্যে সংঘর্ষ । তার জেরে ভোটগ্রহণ বন্ধ ।  এক BJP এজেন্টের মাথা ফেটে গেছে
  • বহরমপুর : বেলডাঙার 31,32,33 নম্বর বুথের বাইরে বোমাবাজি । ভয়ে লাইন ছেড়ে পালান ভোটাররা 
  • বীরভূম : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মুরারইয়ের 17 নম্বর বুথের ঘটনা
  • কলকাতা : দুবরাজপুরের গুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
  • আসানসোল : পাণ্ডবেশ্বরে তৃণমূলের গুণ্ডাবাহিনীর দাপিয়ে বেড়াচ্ছে। অবাধে ছাপ্পা চলছে । অভিযোগ BJP-র
  • বীরভূম : বুথে শতাব্দী রায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ BJP এজেন্ট ও প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে। কমিশনে নালিশ তৃণমূলের 
  • বহরমপুর : বহরমপুরে কংগ্রেসের নির্বাচনী ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 
  • রানাঘাট : দত্তপুলিয়া এলাকার  89 /15,16 ও 17  নম্বর বুথের বাইরে অস্থায়ী শিবির করেছিল তৃণমূল । অভিযোগ, সেই শিবিরে ভাঙচুর চালায় কেন্দ্রীয় বাহিনী । সেখানের চেয়ার, টেবিল ভেঙে ফেলা হয় বলে অভিযোগ । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দ্বারস্থ হবে তৃণমূল, জানান রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক সমীরকুমার পোদ্দার 
  • বীরভূম : দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের কামদিঘি গ্রামে একটি বুথে তৃণমূলের এক কর্মী ফোন নিয়ে বুথের ভিতরে ঢুকছিলেন । তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী । তা নিয়ে তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বচসা শুরু হয় । সেখানে আরও লোকজন জড়ো হয়ে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ে । তখন শূন্যে এক রাউন্ড গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। আপাতত বন্ধ ভোটগ্রহণ বন্ধ রয়েছে  
  • কৃষ্ণনগর : তেহট্টর 82/184 নম্বর বুথে মহিলাদের ভোটদানে বাধা । খবর পেয়ে ঘটনাস্থানে BJP এজেন্ট গেলে তৃণমূল কংগ্রেসের লোকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ 
  • আসানসোল : NIA ও Z প্লাস সিকিউরিটি যাঁরা পান তাঁরাই শুধুমাত্র একজন দেহরক্ষী নিয়ে বুথের ভিতর যেতে পারেন । অস্ত্র ঢাকা থাকতে হবে । তৃণমূলের অভিযোগ, বাবুল সুপ্রিয় নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করেছেন 
  • কলকাতা : বুথে ঢুকে প্রিজ়াইডিং অফিসারকে হুমকির অভিযোগ । শোকজ় করা হতে পারে বাবুল সুপ্রিয়কে
  • বীরভূম : সদয়পুরে তৃণমূল সমর্থকরা ভোট দিতে যাওয়ার সময় তাদের উপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে । তিনজন হাসপাতালে ভরতি
  • বোলপুর : নানুরের 217 ও 218 নম্বর বুথে সংঘর্ষ । লাঠি নিয়ে দু'পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েছে
  • বহরমপুর : সালারে বুথের বাইরে ভোটারদের প্রভাবতি করার অভিযোগ । লাঠিচার্জ আধাসেনার
  • কৃষ্ণনগর : ভোটকেন্দ্রের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার । নাম সালেমা শেখ (56) । ঘটনাটি কালিগঞ্জ বিধানসভার 80/ 224 নম্বর বুথের 
  • বর্ধমান দুর্গাপুর : সকাল থেকেই বিকল VVPAT । প্রায় তিন ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল । ঘটনাটি দুর্গাপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 21 নম্বর বুথের ঘটনা
  • কৃষ্ণনগর : সকাল 11টা পর্যন্ত 34.85 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : সকাল 11টা পর্যন্ত 36.09 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : সকাল 11টা পর্যন্ত 34.28 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : সকাল 11টা পর্যন্ত 35.12 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : সকাল 11টা পর্যন্ত 34.1 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : সকাল 11টা পর্যন্ত 32.49 শতাংশ ভোট পড়েছে
  • বহরমপুর : সকাল 11টা পর্যন্ত 36.11 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : সকাল 11টা পর্যন্ত 34.64 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : ভোট দিলেন অনুব্রত মণ্ডল
  • আসানসোল : পাণ্ডবেশ্বর ও কুমাডিয়ের 117, 118 , 119 নম্বর বুথ দখল । অভিযোগ বাবুল সুপ্রিয়র 
  • আসানসোল : পাণ্ডবেশ্বরের পাঁসুলি নিম্ন বুনিয়াদ স্কুলে 275/140 নম্বর বুথ দখল । অভিযোগ বাবুল সুপ্রিয়র 
  • আসানসোল : 137 নম্বর বুথে ঢুকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছেন এক ব্যক্তি । বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে । অভিযোগ , ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট
  • বোলপুর : নানুরে কুইক রেসপন্স টিম পাঠানো হল
  • কৃষ্ণনগর : তেহট্ট বিধানসভার আনন্দ নগর প্রাথমিক বিদ্যালয়ে 124 নম্বর বুথে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । অভিযোগ, তৃণমূল এজেন্ট তার ঠাকুমার ভোট দিতে গেলে তাঁকে মারধর করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । 
  • কৃষ্ণনগর : তেহট্টের বিনোদনগর প্রাইমারি স্কুলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোটারদের মারধরও করা হয় 
  • বহরমপুর : সালারের তালিবপুরে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে 
  • বীরভূম : মুরাইয়ের 22 ও 23 নম্বর বুথের সামনে নকুলদানা বিলি তৃণমূল নেতা বাবলু ভকতের
  • কৃষ্ণনগর : কল্যাণ চৌবের কানে ফোন নিয়ে বুথে ঢোকার ঘটনায় সরানো হল সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারকে
  • বহরমপুর : বহিরাগতরা শ্রী গুরু পাঠশালা বুথ দখল করেছে । এই খবর পেয়ে ঘটনাস্থানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েন 
  • কলকাতা : সকাল 10টা ৪৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনে 1107 টি অভিযোগ জমা পড়েছে । এর মধ্যে 1027 টি সমস্যার সমাধান হয়েছে 
  • কৃষ্ণনগর : চাপরায় কানে ফোন নিয়ে ঢোকার জন্য কল্যাণ চৌবেকে শোকজ় কমিশনের । সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে
  • আসানসোল : জামুড়িয়ার 171, 223, 224, 199 নম্বর বুথে তৃণমূলের লোকজন EVM-র কাছে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে । অভিযোগ বাবুল সুপ্রিয়র
  • আসানসোল : রানিগঞ্জের 169 , 113 ও 218 নম্বর বুথ দখল । চিত্তরঞ্জনের 20, 21, 22, 25, 35 ও 36 নম্বর বুথে BJP এজেন্টকে বের করে দেওয়া হয়েছে । অভিযোগ বাবুল সুপ্রিয়র
  • বীরভূম : বীরভূম : বুথের মধ্যে ফোনে কথা বলার অভিযোগে  বীরভূমের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলকে শোকজ় । ব্রাহ্মণবাহড়া প্রাথমিক বিদ্যালয় বুথের প্রিজ়াইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হল 
  • বীরভূম : দুবরাজপুরের EVM ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়, জানাল কমিশন 
  • আসানসোল : আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি নির্বাচন কমিশনের । পাশাপাশি, বারাবনির ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে 
  • আসানসোল : বারাবনি পৌঁছালেন রিটার্নিং অফিসার । এলাকায় গেছে কুইক রেসপন্স টিম  
  • বর্ধমান পূর্ব : জামালপুরের আঝাপুরে 42 ও 144 নম্বর বুথে বিকল EVM
  • বর্ধমান পূর্ব : রায়নার 123 ও 124 নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ । 
  • কলকাতা : "ভোট শান্তিপূর্ণ"  । বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব
  • বর্ধমান-দুর্গাপুর : অন্ডালে EVM-এ BJP প্রতীক চিহ্নের নিচে BJP লেখা ছিল বলে অভিযোগ তৃণমূলের । সেজন্য প্রায় এক ঘণ্টা 10 মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল । এখন ভোটগ্রহণ শুরু হয়েছে 
  • বীরভূম : রামপুরহাট বিধানসভার ৮২ নম্বর বুথ দখলবাটি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের বচসা । কেন্দ্রীয় বাহিনীকে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ রামপুরহাট থানার IC আবু সেলিমের 
  • বোলপুর : মঙ্গলকোটের মাঝিগ্রামের 132 নম্বর বুথের বাইরে ভোটার লাইনে তৃণমূল খাবার বিলি করছে বলে অভিযোগ
  • কৃষ্ণনগর : সকাল 9টা পর্যন্ত 17.27 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : সকাল 9টা পর্যন্ত 18.24 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : সকাল 9টা পর্যন্ত 17.53 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : সকাল 9টা পর্যন্ত 16.94 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : সকাল 9টা পর্যন্ত 13.61 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : সকাল 9টা পর্যন্ত 17.39 শতাংশ ভোট পড়েছে
  • বহরমপুর : সকাল 9টা পর্যন্ত 18.10 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : সকাল 9টা পর্যন্ত 16.12 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : এখনও পর্যন্ত 15 টি বুথে বিকল EVM
  • বীরভূম : এখনও পর্যন্ত 18 টি বুথে বিকল EVM
  • আসানসোল : বুথে ঢুকে তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । পালটা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা । বাবুলের গাড়িতেও ভাঙচুর চালানো হয় । ঘটনাটি বারাবনির কাশীডাঙা এলাকায় 199/283 নম্বর বুথের

  • বীরভূম : দুবরাজপুর বিধানসভার ছানুচ গ্রাম 225 ও 226 নম্বর বুথ EVM ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • বীরভূম : দুধকুমার মণ্ডল নিয়ে রিপোর্ট তলব কমিশনের । তাঁকে শোকজ় করা হতে পারে

  • বর্ধমান-দুর্গাপুর : জেমুয়ার পাঁচটি বুথে ভোটগ্রহণ শুরু

  • বোলপুর :  কেতুগ্রামে খাঁজিকিউ আজিম উচ্চবিদ্যালয়ে 104 ও 107 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । সেই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরানো হল । যদিও জেলাশাসক জানান, ছাপ্পা ভোট নয় ভোটদানের গোপনীয়তা ভঙ্গের জন্য প্রিজ়াইডিং অফিসারকে সরানো হয়েছে

  • বীরভূম : রামপুরহাট বিধানসভার দখলবাটি প্রাথমিক বিদ্যালয়ের 82, 83, 84 নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মহিলাদের শ্লীলতাহানি ও স্থানীয়দের মারধর করা হয় বলে অভিযোগ । বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা

  • বীরভূম : রামপুরহাট 2 নম্বর ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথে EVM  মেশিন খারাপ । বন্ধ ভোটগ্রহণ 

  • বর্ধমান পূর্ব : দুর্গাপুরের 202/276 বুথে খারাপ EVM । বন্ধ ভোটগ্রহণ 

  • বর্ধমান পূর্ব : 178, 179/276 বুথে BJP-র প্রতীকে মার্কিং থাকার অভিযোগ 

  • বোলপুর : বোলপুরের ঘিদহ CPI(M)-র এজেন্টকে বের করে দিয়ে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে ভোট করানোর অভিযোগ 

  • বহরমপুর : 22 টি বুথে EVM খারাপ । আপাতত ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে

  • বহরমপুর : বহরমপুরের 112 নম্বর বুথে EVM খারাপ দেড় ঘণ্টা বন্ধ ভোটগ্রহণ  

  • বীরভূম : দুবরাজপুরে এজেন্টকে মারধরের অভিযোগের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

  • বহরমপুর : বহরমপুর BT কলেজে ভোটারদের দলীয় প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাধার মুখে পড়ে সেখান থেকে দুষ্কৃতীরা পালায় । ঘটনাস্থানে যান বহরমপুরের বিধায়ক 

  • রানাঘাট : ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রুপালি বিশ্বাস

  • বর্ধমান পূর্ব : অরবিন্দপল্লির GSPFP স্কুলের 180 নম্বর বুথে EVM-এ সমস্যা

  • বর্ধমান-দুর্গাপুর : জেমুয়াতে পুলিশের লাঠিচার্জ

  • বর্ধমান-দুর্গাপুর : ভাতার বিধানসভায় 113 নম্বর বুথে EVM বিকল 

  • বর্ধমান-দুর্গাপুর : জেমুয়া স্কুলের 125 নম্বর বুথ থেকে 129 বুথের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের । তাদের সঙ্গে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M)-ও । পালটা বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ।  দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় 

  • বর্ধমান-দুর্গাপুর : ভাতার বিধানসভায় 113 নম্বর বুথে EVM খারাপ । শুরু হয়নি ভোটগ্রহণ

  • বর্ধমান-দুর্গাপুর : দুর্গাপুরের ধান্ডাবাগে 21 নম্বর বুথে EVM খারাপ । ভোটগ্রহণ শুরু হয়নি 

  • বোলপুর : বোলপুর কলেজে EVM খারাপ

  • বীরভূম : বীরভূমের সন্দীপুর 36 নম্বর বুথের দুটি EVM খারাপ

  • বোলপুর : ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহরা প্রাথমিক বিদ্যালয়ে EVM খারাপ । লাইনে দাঁড়িয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দুধকুমার মণ্ডল

  • বোলপুর : উপযুক্ত পরিকাঠামোর অভাবে নানুরের 305 নম্বর বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি 

  • বর্ধমান পূর্ব : 28 নম্বর ওয়ার্ডের 86 নম্বর বুথে EVM খারাপ । ভোটগ্রহণ বন্ধ

  • বহরমপুর : বহরমপুর BT কলেজে কংগ্রেস এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ

  • বহরমপুর : বহরমপুর BT কলেজে কংগ্রেস এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ
  • আসানসোল : মহিশীলা কলোনিতে 280/207 নম্বর বুথে 40 মিনিট পরে ভোট শুরু হল
  • বোলপুর : নিচুপট্টী উচ্চ বিদ্যালয়ের 205 ও 207 নম্বর বুথে EVM খারাপ 
  • রানাঘাট : শান্তিপুরের 13 নম্বর ওয়ার্ডে উদ্ধার বোমা  
  • বহরমপুর : 170 নং বুথে বিকল EVM । আটটি ভোট পড়েছিল  
  • বর্ধমান-দুর্গাপুর : বর্ধমানে 130 নম্বর বুথে EVM খারাপ 
  • বীরভূম : রামপুরহাট 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর বুথে EVM খারাপ 
  • বীরভূম : খয়রাশোল ব্লক কেন্দ্রাগরিয়া অঞ্চলের 112 নম্বর বুথ জ্যামের অভিযোগ
  • বীরভূম : সাঁইথিয়া কোমা পঞ্চায়েতের 289 নম্বর বুথ জ্যামের অভিযোগ
  • বীরভূম : ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে 148 নম্বর বুথে EVM খারাপ ।
  • আসানসোল : মহিশীলা কলোনিতে 280/207 নম্বর বুথে EVM খারাপ । দীর্ঘ লাইন ভোটারদের
  • বীরভূম : সুরির দুর্গাপুর গ্রামের 285/104 নম্বর বুথে বিকল EVM
  • বীরভূম : সুরির কালিগাটির 56 নম্বর বুথে 284 নম্বর বুথে
  • বীরভূম : মহম্মদবাজারে 284 নম্বর বুথে বিকল EVM
  • বীরভূম : ভোট শুরুর আগে পদুমা পঞ্চায়েত এলাকার বসোহরি প্রাথমিক বিদ্যালয়ের 284 নম্বর বুথ দখলের অভিযোগ  
  • আসানসোল : 103 ও 107 নম্বর বুথে নেই কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে । বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধীদের
  • বহরমপুর : ভরতপুরের 77 ও 82 নম্বর বুথে EVM খারাপ । ভোটগ্রহণ বন্ধ রয়েছে 
  • বহরমপুর : কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যান অধীর চৌধুরি । তিনি এজেন্টকে ভিতরে ঢোকান  
  • আসানসোল : নর্থসিয়ালসোলের 94 নম্বর বুথ,  হিজল গড়া 163 নম্বর বুথ, বীর কুলটির 158 নম্বর বুথ, নুপুরের 293 নম্বর বুথে EVM বিকল
  • বর্ধমান-দুর্গাপুর :  দুর্গাপুর রানা প্রতাপ রোডের 10 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুলের তিনটি বুথে বিরোধীদের পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ । BJP কর্মীদের মারধরের অভিযোগ । পরে পুলিশের উপস্থিতিতে পোলিং এজেন্টরা বুথে ঢোকেন

2019-04-29 06:54:24

কলকাতা, 29 এপ্রিল : একদিকে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল । অপরদিকে ছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । পিছিয়ে ছিলেন না আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়ও । রাজ্যের নজর ছিল চতুর্থ দফার ভোটগ্রহণের দিকে । কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই শেষ হল আটটি কেন্দ্রের ভোটগ্রহণ । আটটি কেন্দ্রের কিছু জায়গা থেকে ছাপ্পা, বুথজ্যামের খবর পাওয়া গেলেও বড় ঘটনা এড়ানো গেছে । নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পরিদর্শক অজয় নায়েকও ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন । তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে । নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে । " বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার 76.44 শতাংশ ।

  • আসানসোল : মহুয়াডাঙায় BJP-র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের অভিযোগ
  • কলকাতা : সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনে 1285 টি অভিযোগ জমা পড়েছে । 1188 টির সমাধান হয়েছে 
  • বহরমপুর : বিকেল 5টা পর্যন্ত 76.16 শতাংশ ভোট পড়েছে
  • কৃষ্ণনগর : বিকেল 5টা পর্যন্ত 76.55 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : বিকেল 5টা পর্যন্ত 78.33 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : বিকেল 5টা পর্যন্ত  76.92 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : বিকেল 5টা পর্যন্ত 75.31 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : বিকেল 5টা পর্যন্ত 73.64 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : বিকেল 5টা পর্যন্ত 77.95 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : বিকেল 5টা পর্যন্ত 76.69 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভোট কর্মীদের নকুলদানা বিতরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কসবা গ্রামে তৃণমূলের তরফে ভোটারদের নকুলদানা বিলি করা হয় বলে অভিযোগ । নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের BJP-র
  • রানাঘাট : হাঁসখালি থানার ছোট মুরাগাছয়ে ভোট দিয়ে ফেরার সময় বোমাবাজির মধ্যে পড়ে জখম দম্পতি । দুজনকেই হাসপাতালে ভরতি করা হয়েছে  
  • রানাঘাট : হাঁসখালিতে বোমাবাজির অভিযোগ BJP বিরুদ্ধে । জখম কমপক্ষে চার তৃণমূল কংগ্রেস কর্মী 
  • আসানসোল : বুথ থেকে বিরোধী দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাস্থানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গেলে তাঁদের উপরও আক্রমণের অভিযোগ । তারপর কেন্দ্রীয় বাহিনী শূন্যে এক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । ঘটনাটি পাণ্ডবেশ্বরের নবগ্রামের
  • আসানসোল : বারাবনির 199 নম্বর বুথে প্রিজ়াইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগে ঘটনায় FIR দায়েরের নির্দেশ কমিশনের
  • বোলপুর : আউশগ্রামে পিচকুড়ির উকতা গ্রামের 66 নম্বর বুথে BJP-র এজেন্টকে টেনে বের করে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। BJP-কেভোট দিলে পরে দেখে নেওয়ার হুমকি । ঘটনাকে কেন্দ্র করে এলাকায়  উত্তেজনা রয়েছে । ঘটনাস্থানে পুলিশ, কমব্যাট ফোর্স,  কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে  
  • আসানসোল : বারাবনি ও পাণ্ডবেশ্বরে পুনর্নির্বাচনের দাবি করলেন বাবুল সুপ্রিয় 
  • কলকাতা : মোবাইল জমা রাখা নিয়ে বচসা হয় । পরে দুবরাজপুরে এক রাউন্ড গুলি চালানো হয় । জানাল কমিশন
  • রানাঘাট : BJP এজেন্টের গায়ে বিছুটি পাতা জাতীয় কিছু লাগিয়ে দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, BJP-র এজেন্ট দীপক পোদ্দারের গায়ে বিছুটি পাতা লাগিয়ে দেন তৃণমূলের এজেন্ট শিবু সাহা । অভিযোগ অস্বীকার তৃণমূলের এজেন্টের । ঘটনাটি চাকদা বাবুজি বিদ্যামন্দির বিদ্যালয়ের 
  • কলকাতা : দুধকুমার মণ্ডল ও কল্যাণ চৌবের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • বর্ধমান-দুর্গাপুর : BJP কর্মীরা বহিরাগতদের নিয়ে এসে বুথ জ্যাম করছে । অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের । ঘটনাটি দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডের 
  • বীরভূম : দুবরাজপুরের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের থোবড়া গ্রামে 283 নম্বর বুথে BJP-তৃণমূল সংঘর্ষ। আক্রান্ত 4 BJP কর্মী 
  • বর্ধমান পূর্ব : রাস্তা হয়নি । তাই স্থানীয়দের ভোট বয়কট জামালপুরে
  • বহরমপুর : দুপুর 3টে পর্যন্ত 66 শতাংশ ভোট পড়েছে
  • কৃষ্ণনগর : দুপুর 3টে পর্যন্ত 66.59 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : দুপুর 3টে পর্যন্ত 64.14 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : দুপুর 3টে পর্যন্ত 67.05 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : দুপুর 3টে পর্যন্ত 66.45 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : দুপুর 3টে পর্যন্ত 62.51 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : দুপুর 3টে পর্যন্ত 68.51 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : দুপুর 3টে পর্যন্ত 66.77 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : শান্তিপুরে সেনপাড়ার 3 নম্বর ওয়ার্ডের 98 ও 99 বুথের BJP-র অস্থায়ী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বর্ধমান পূর্ব : জামালপুরে ভোট বয়কট নিয়ে রিপোর্ট তলব কমিশনের 
  • কলকাতা : কেন্দ্রীয় বাহিনীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দল তৃণমূল কংগ্রেস । তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটকেন্দ্রে ঢুকে BJP-কে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে প্রভাবিত করছে । অনেকগুলি বুথে BJP প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিভঙ্গে উৎসাহ দিচ্ছে । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে । পাশাপাশি, বাবুল সুপ্রিয় ও অধীর চৌধুরির বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে তৃণমূল ।
  • কলকাতা : দুপুর 2টো পর্যন্ত কমিশনে 1173টি অভিযোগ জমা পড়েছে । 1109টি অভিযোগের সমাধান হয়েছে 
  • বহরমপুর : কৃষ্ণনাথ কলেজের ঘটনায় প্রিজ়াইডিং অফিসারের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
  • কৃষ্ণনগর : গাড়ি থেকে দুই BJP কর্মীকে বের করে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । গাড়ির কাচ ভেঙে ফেলা হয় । ঘটনাটি নাকাশিপাড়ার বিক্রমপুরের 79/ 162 নম্বর বুথ এলাকার 
  • বীরভূম : মুররাইয়ের হাবিশপুরে সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
  • বহরমপুর : দুপুর 1টা পর্যন্ত 53.51 শতাংশ ভোট পড়েছে
  • কৃষ্ণনগর : দুপুর 1টা পর্যন্ত 51.39 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : দুপুর 1টা পর্যন্ত 52.27 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : দুপুর 1টা পর্যন্ত 55.47 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : দুপুর 1টা পর্যন্ত 50.87 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : দুপুর 1টা পর্যন্ত 49.98 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : দুপুর 1টা পর্যন্ত 50.82 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : দুপুর 1টা পর্যন্ত 54.6 শতাংশ ভোট পড়েছে
  • বহরমপুর : বেলডাঙায় বোমাবাজির ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
  • বহরমপুর : রিগিং রুখতে এক দুষ্কৃতীকে পিছু ধাওয়া অধীর চৌধুরি । একজনকে আটক করেছে পুলিশ । বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের 123 নম্বর বুথের
  • বোলপুর : মঙ্গলকোটের গিধ গ্রামে 272/269 বুথে  EVM খারাপ । 37 শতাংশ ভোটগ্রহণের পর বিকল হয়ে যায় EVM 
  • বহরমপুর : অধীর চৌধুরির সামনে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের সঙ্গে মারধর
  • বোলপুর : গঙ্গারামপুরে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ । মহিলাদের বুথে পুরুষরা ভোট দিচ্ছিলেন 
  • আসানসোল : পাণ্ডবেশ্বরের ঘোষপাড়ায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । এলাকার ঘটনা । ভোট কেমন চলছে তা দেখতে গেছিলেন বাবুল । গো ব্যাক ধ্বনি ওঠে । বিক্ষোভের মুখে পড়ে বাবুল ফিরে যান 
  • বর্ধমান পূর্ব : কালনায় BJP প্রার্থী পরেশচন্দ্র দাসের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তাঁর গাড়ি ভাঙচুর করা হয় । অভিযোগ অস্বীকার তৃণমূলের 
  • বীরভূম : মুরারই থানার হাবিশপুর গ্রামে 293/18 নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভোটদানে বাধা দেওয়া হয় বলে অভিযোগ  । লাঠিচার্জ করে পুলিশ 
  • বোলপুর :  নানুরে BJP ও তৃণমূল এজেন্টদের মধ্যে সংঘর্ষ । তার জেরে ভোটগ্রহণ বন্ধ ।  এক BJP এজেন্টের মাথা ফেটে গেছে
  • বহরমপুর : বেলডাঙার 31,32,33 নম্বর বুথের বাইরে বোমাবাজি । ভয়ে লাইন ছেড়ে পালান ভোটাররা 
  • বীরভূম : BJP কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মুরারইয়ের 17 নম্বর বুথের ঘটনা
  • কলকাতা : দুবরাজপুরের গুলি চালানোর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের
  • আসানসোল : পাণ্ডবেশ্বরে তৃণমূলের গুণ্ডাবাহিনীর দাপিয়ে বেড়াচ্ছে। অবাধে ছাপ্পা চলছে । অভিযোগ BJP-র
  • বীরভূম : বুথে শতাব্দী রায়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ BJP এজেন্ট ও প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে। কমিশনে নালিশ তৃণমূলের 
  • বহরমপুর : বহরমপুরে কংগ্রেসের নির্বাচনী ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 
  • রানাঘাট : দত্তপুলিয়া এলাকার  89 /15,16 ও 17  নম্বর বুথের বাইরে অস্থায়ী শিবির করেছিল তৃণমূল । অভিযোগ, সেই শিবিরে ভাঙচুর চালায় কেন্দ্রীয় বাহিনী । সেখানের চেয়ার, টেবিল ভেঙে ফেলা হয় বলে অভিযোগ । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দ্বারস্থ হবে তৃণমূল, জানান রানাঘাট উত্তর-পূর্বের বিধায়ক সমীরকুমার পোদ্দার 
  • বীরভূম : দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের কামদিঘি গ্রামে একটি বুথে তৃণমূলের এক কর্মী ফোন নিয়ে বুথের ভিতরে ঢুকছিলেন । তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী । তা নিয়ে তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বচসা শুরু হয় । সেখানে আরও লোকজন জড়ো হয়ে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়ে । তখন শূন্যে এক রাউন্ড গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। আপাতত বন্ধ ভোটগ্রহণ বন্ধ রয়েছে  
  • কৃষ্ণনগর : তেহট্টর 82/184 নম্বর বুথে মহিলাদের ভোটদানে বাধা । খবর পেয়ে ঘটনাস্থানে BJP এজেন্ট গেলে তৃণমূল কংগ্রেসের লোকজন তাঁকে মারধর করে বলে অভিযোগ 
  • আসানসোল : NIA ও Z প্লাস সিকিউরিটি যাঁরা পান তাঁরাই শুধুমাত্র একজন দেহরক্ষী নিয়ে বুথের ভিতর যেতে পারেন । অস্ত্র ঢাকা থাকতে হবে । তৃণমূলের অভিযোগ, বাবুল সুপ্রিয় নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করেছেন 
  • কলকাতা : বুথে ঢুকে প্রিজ়াইডিং অফিসারকে হুমকির অভিযোগ । শোকজ় করা হতে পারে বাবুল সুপ্রিয়কে
  • বীরভূম : সদয়পুরে তৃণমূল সমর্থকরা ভোট দিতে যাওয়ার সময় তাদের উপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে । তিনজন হাসপাতালে ভরতি
  • বোলপুর : নানুরের 217 ও 218 নম্বর বুথে সংঘর্ষ । লাঠি নিয়ে দু'পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েছে
  • বহরমপুর : সালারে বুথের বাইরে ভোটারদের প্রভাবতি করার অভিযোগ । লাঠিচার্জ আধাসেনার
  • কৃষ্ণনগর : ভোটকেন্দ্রের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার । নাম সালেমা শেখ (56) । ঘটনাটি কালিগঞ্জ বিধানসভার 80/ 224 নম্বর বুথের 
  • বর্ধমান দুর্গাপুর : সকাল থেকেই বিকল VVPAT । প্রায় তিন ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল । ঘটনাটি দুর্গাপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের 21 নম্বর বুথের ঘটনা
  • কৃষ্ণনগর : সকাল 11টা পর্যন্ত 34.85 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : সকাল 11টা পর্যন্ত 36.09 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : সকাল 11টা পর্যন্ত 34.28 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : সকাল 11টা পর্যন্ত 35.12 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : সকাল 11টা পর্যন্ত 34.1 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : সকাল 11টা পর্যন্ত 32.49 শতাংশ ভোট পড়েছে
  • বহরমপুর : সকাল 11টা পর্যন্ত 36.11 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : সকাল 11টা পর্যন্ত 34.64 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : ভোট দিলেন অনুব্রত মণ্ডল
  • আসানসোল : পাণ্ডবেশ্বর ও কুমাডিয়ের 117, 118 , 119 নম্বর বুথ দখল । অভিযোগ বাবুল সুপ্রিয়র 
  • আসানসোল : পাণ্ডবেশ্বরের পাঁসুলি নিম্ন বুনিয়াদ স্কুলে 275/140 নম্বর বুথ দখল । অভিযোগ বাবুল সুপ্রিয়র 
  • আসানসোল : 137 নম্বর বুথে ঢুকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছেন এক ব্যক্তি । বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে । অভিযোগ , ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট
  • বোলপুর : নানুরে কুইক রেসপন্স টিম পাঠানো হল
  • কৃষ্ণনগর : তেহট্ট বিধানসভার আনন্দ নগর প্রাথমিক বিদ্যালয়ে 124 নম্বর বুথে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । অভিযোগ, তৃণমূল এজেন্ট তার ঠাকুমার ভোট দিতে গেলে তাঁকে মারধর করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । 
  • কৃষ্ণনগর : তেহট্টের বিনোদনগর প্রাইমারি স্কুলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, ভোটারদের মারধরও করা হয় 
  • বহরমপুর : সালারের তালিবপুরে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে 
  • বীরভূম : মুরাইয়ের 22 ও 23 নম্বর বুথের সামনে নকুলদানা বিলি তৃণমূল নেতা বাবলু ভকতের
  • কৃষ্ণনগর : কল্যাণ চৌবের কানে ফোন নিয়ে বুথে ঢোকার ঘটনায় সরানো হল সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারকে
  • বহরমপুর : বহিরাগতরা শ্রী গুরু পাঠশালা বুথ দখল করেছে । এই খবর পেয়ে ঘটনাস্থানে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি । সেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েন 
  • কলকাতা : সকাল 10টা ৪৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনে 1107 টি অভিযোগ জমা পড়েছে । এর মধ্যে 1027 টি সমস্যার সমাধান হয়েছে 
  • কৃষ্ণনগর : চাপরায় কানে ফোন নিয়ে ঢোকার জন্য কল্যাণ চৌবেকে শোকজ় কমিশনের । সংশ্লিষ্ট বুথের প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে
  • আসানসোল : জামুড়িয়ার 171, 223, 224, 199 নম্বর বুথে তৃণমূলের লোকজন EVM-র কাছে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছে । অভিযোগ বাবুল সুপ্রিয়র
  • আসানসোল : রানিগঞ্জের 169 , 113 ও 218 নম্বর বুথ দখল । চিত্তরঞ্জনের 20, 21, 22, 25, 35 ও 36 নম্বর বুথে BJP এজেন্টকে বের করে দেওয়া হয়েছে । অভিযোগ বাবুল সুপ্রিয়র
  • বীরভূম : বীরভূম : বুথের মধ্যে ফোনে কথা বলার অভিযোগে  বীরভূমের BJP প্রার্থী দুধকুমার মণ্ডলকে শোকজ় । ব্রাহ্মণবাহড়া প্রাথমিক বিদ্যালয় বুথের প্রিজ়াইডিং অফিসারকেও সরিয়ে দেওয়া হল 
  • বীরভূম : দুবরাজপুরের EVM ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়, জানাল কমিশন 
  • আসানসোল : আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি নির্বাচন কমিশনের । পাশাপাশি, বারাবনির ঘটনা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে 
  • আসানসোল : বারাবনি পৌঁছালেন রিটার্নিং অফিসার । এলাকায় গেছে কুইক রেসপন্স টিম  
  • বর্ধমান পূর্ব : জামালপুরের আঝাপুরে 42 ও 144 নম্বর বুথে বিকল EVM
  • বর্ধমান পূর্ব : রায়নার 123 ও 124 নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ । 
  • কলকাতা : "ভোট শান্তিপূর্ণ"  । বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব
  • বর্ধমান-দুর্গাপুর : অন্ডালে EVM-এ BJP প্রতীক চিহ্নের নিচে BJP লেখা ছিল বলে অভিযোগ তৃণমূলের । সেজন্য প্রায় এক ঘণ্টা 10 মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল । এখন ভোটগ্রহণ শুরু হয়েছে 
  • বীরভূম : রামপুরহাট বিধানসভার ৮২ নম্বর বুথ দখলবাটি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের বচসা । কেন্দ্রীয় বাহিনীকে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ রামপুরহাট থানার IC আবু সেলিমের 
  • বোলপুর : মঙ্গলকোটের মাঝিগ্রামের 132 নম্বর বুথের বাইরে ভোটার লাইনে তৃণমূল খাবার বিলি করছে বলে অভিযোগ
  • কৃষ্ণনগর : সকাল 9টা পর্যন্ত 17.27 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান পূর্ব : সকাল 9টা পর্যন্ত 18.24 শতাংশ ভোট পড়েছে
  • আসানসোল : সকাল 9টা পর্যন্ত 17.53 শতাংশ ভোট পড়েছে
  • রানাঘাট : সকাল 9টা পর্যন্ত 16.94 শতাংশ ভোট পড়েছে
  • বীরভূম : সকাল 9টা পর্যন্ত 13.61 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : সকাল 9টা পর্যন্ত 17.39 শতাংশ ভোট পড়েছে
  • বহরমপুর : সকাল 9টা পর্যন্ত 18.10 শতাংশ ভোট পড়েছে
  • বর্ধমান-দুর্গাপুর : সকাল 9টা পর্যন্ত 16.12 শতাংশ ভোট পড়েছে
  • বোলপুর : এখনও পর্যন্ত 15 টি বুথে বিকল EVM
  • বীরভূম : এখনও পর্যন্ত 18 টি বুথে বিকল EVM
  • আসানসোল : বুথে ঢুকে তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । পালটা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা । বাবুলের গাড়িতেও ভাঙচুর চালানো হয় । ঘটনাটি বারাবনির কাশীডাঙা এলাকায় 199/283 নম্বর বুথের

  • বীরভূম : দুবরাজপুর বিধানসভার ছানুচ গ্রাম 225 ও 226 নম্বর বুথ EVM ছিনতাইয়ের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

  • বীরভূম : দুধকুমার মণ্ডল নিয়ে রিপোর্ট তলব কমিশনের । তাঁকে শোকজ় করা হতে পারে

  • বর্ধমান-দুর্গাপুর : জেমুয়ার পাঁচটি বুথে ভোটগ্রহণ শুরু

  • বোলপুর :  কেতুগ্রামে খাঁজিকিউ আজিম উচ্চবিদ্যালয়ে 104 ও 107 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । সেই বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরানো হল । যদিও জেলাশাসক জানান, ছাপ্পা ভোট নয় ভোটদানের গোপনীয়তা ভঙ্গের জন্য প্রিজ়াইডিং অফিসারকে সরানো হয়েছে

  • বীরভূম : রামপুরহাট বিধানসভার দখলবাটি প্রাথমিক বিদ্যালয়ের 82, 83, 84 নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । মহিলাদের শ্লীলতাহানি ও স্থানীয়দের মারধর করা হয় বলে অভিযোগ । বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা

  • বীরভূম : রামপুরহাট 2 নম্বর ব্লকের বুধিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 239 নম্বর বুথে EVM  মেশিন খারাপ । বন্ধ ভোটগ্রহণ 

  • বর্ধমান পূর্ব : দুর্গাপুরের 202/276 বুথে খারাপ EVM । বন্ধ ভোটগ্রহণ 

  • বর্ধমান পূর্ব : 178, 179/276 বুথে BJP-র প্রতীকে মার্কিং থাকার অভিযোগ 

  • বোলপুর : বোলপুরের ঘিদহ CPI(M)-র এজেন্টকে বের করে দিয়ে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে ভোট করানোর অভিযোগ 

  • বহরমপুর : 22 টি বুথে EVM খারাপ । আপাতত ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে

  • বহরমপুর : বহরমপুরের 112 নম্বর বুথে EVM খারাপ দেড় ঘণ্টা বন্ধ ভোটগ্রহণ  

  • বীরভূম : দুবরাজপুরে এজেন্টকে মারধরের অভিযোগের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের

  • বহরমপুর : বহরমপুর BT কলেজে ভোটারদের দলীয় প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বাধার মুখে পড়ে সেখান থেকে দুষ্কৃতীরা পালায় । ঘটনাস্থানে যান বহরমপুরের বিধায়ক 

  • রানাঘাট : ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রুপালি বিশ্বাস

  • বর্ধমান পূর্ব : অরবিন্দপল্লির GSPFP স্কুলের 180 নম্বর বুথে EVM-এ সমস্যা

  • বর্ধমান-দুর্গাপুর : জেমুয়াতে পুলিশের লাঠিচার্জ

  • বর্ধমান-দুর্গাপুর : ভাতার বিধানসভায় 113 নম্বর বুথে EVM বিকল 

  • বর্ধমান-দুর্গাপুর : জেমুয়া স্কুলের 125 নম্বর বুথ থেকে 129 বুথের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ ভোটারদের । তাদের সঙ্গে বিক্ষোভ দেখায় BJP ও CPI(M)-ও । পালটা বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ।  দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় 

  • বর্ধমান-দুর্গাপুর : ভাতার বিধানসভায় 113 নম্বর বুথে EVM খারাপ । শুরু হয়নি ভোটগ্রহণ

  • বর্ধমান-দুর্গাপুর : দুর্গাপুরের ধান্ডাবাগে 21 নম্বর বুথে EVM খারাপ । ভোটগ্রহণ শুরু হয়নি 

  • বোলপুর : বোলপুর কলেজে EVM খারাপ

  • বীরভূম : বীরভূমের সন্দীপুর 36 নম্বর বুথের দুটি EVM খারাপ

  • বোলপুর : ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহরা প্রাথমিক বিদ্যালয়ে EVM খারাপ । লাইনে দাঁড়িয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দুধকুমার মণ্ডল

  • বোলপুর : উপযুক্ত পরিকাঠামোর অভাবে নানুরের 305 নম্বর বুথে এখনও ভোটগ্রহণ শুরু হয়নি 

  • বর্ধমান পূর্ব : 28 নম্বর ওয়ার্ডের 86 নম্বর বুথে EVM খারাপ । ভোটগ্রহণ বন্ধ

  • বহরমপুর : বহরমপুর BT কলেজে কংগ্রেস এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ

  • বহরমপুর : বহরমপুর BT কলেজে কংগ্রেস এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ
  • আসানসোল : মহিশীলা কলোনিতে 280/207 নম্বর বুথে 40 মিনিট পরে ভোট শুরু হল
  • বোলপুর : নিচুপট্টী উচ্চ বিদ্যালয়ের 205 ও 207 নম্বর বুথে EVM খারাপ 
  • রানাঘাট : শান্তিপুরের 13 নম্বর ওয়ার্ডে উদ্ধার বোমা  
  • বহরমপুর : 170 নং বুথে বিকল EVM । আটটি ভোট পড়েছিল  
  • বর্ধমান-দুর্গাপুর : বর্ধমানে 130 নম্বর বুথে EVM খারাপ 
  • বীরভূম : রামপুরহাট 1 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর বুথে EVM খারাপ 
  • বীরভূম : খয়রাশোল ব্লক কেন্দ্রাগরিয়া অঞ্চলের 112 নম্বর বুথ জ্যামের অভিযোগ
  • বীরভূম : সাঁইথিয়া কোমা পঞ্চায়েতের 289 নম্বর বুথ জ্যামের অভিযোগ
  • বীরভূম : ইন্দ্রডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে 148 নম্বর বুথে EVM খারাপ ।
  • আসানসোল : মহিশীলা কলোনিতে 280/207 নম্বর বুথে EVM খারাপ । দীর্ঘ লাইন ভোটারদের
  • বীরভূম : সুরির দুর্গাপুর গ্রামের 285/104 নম্বর বুথে বিকল EVM
  • বীরভূম : সুরির কালিগাটির 56 নম্বর বুথে 284 নম্বর বুথে
  • বীরভূম : মহম্মদবাজারে 284 নম্বর বুথে বিকল EVM
  • বীরভূম : ভোট শুরুর আগে পদুমা পঞ্চায়েত এলাকার বসোহরি প্রাথমিক বিদ্যালয়ের 284 নম্বর বুথ দখলের অভিযোগ  
  • আসানসোল : 103 ও 107 নম্বর বুথে নেই কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে । বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধীদের
  • বহরমপুর : ভরতপুরের 77 ও 82 নম্বর বুথে EVM খারাপ । ভোটগ্রহণ বন্ধ রয়েছে 
  • বহরমপুর : কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থানে যান অধীর চৌধুরি । তিনি এজেন্টকে ভিতরে ঢোকান  
  • আসানসোল : নর্থসিয়ালসোলের 94 নম্বর বুথ,  হিজল গড়া 163 নম্বর বুথ, বীর কুলটির 158 নম্বর বুথ, নুপুরের 293 নম্বর বুথে EVM বিকল
  • বর্ধমান-দুর্গাপুর :  দুর্গাপুর রানা প্রতাপ রোডের 10 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি স্কুলের তিনটি বুথে বিরোধীদের পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ । BJP কর্মীদের মারধরের অভিযোগ । পরে পুলিশের উপস্থিতিতে পোলিং এজেন্টরা বুথে ঢোকেন
Kannauj (UP) Apr 06 (ANI): Ahead of the Lok Sabha elections, Samajwadi Party (SP) leader Dimple Yadav along with party president Akhilesh Yadav held a mega roadshow on Saturday in UP's Kannauj. Hundreds of SP supporters and people gathered to witness the roadshow.
Last Updated : Apr 29, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.