ETV Bharat / briefs

এবার অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিল স্বাস্থ্য কমিশন - Ambulance service

কলকাতা ও সংলগ্ন এলাকার বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স কোনও রোগীকে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ তিন হাজার টাকা ভাড়া নিতে পারবে । কত টাকা ভাড়া নিতে পারবে তা দূরত্বের উপর নির্ভর করবে ।

Ambulance Service
Ambulance Service
author img

By

Published : Oct 13, 2020, 9:25 PM IST

কলকাতা, 13 অক্টোবর : ইচ্ছেমতো আর ভাড়া নিতে পারবে না অ্যাম্বুলেন্স । মাত্র কয়েক কিলোমিটার যাওয়ার জন্য দিতে হবে না আর হাজার হাজার টাকা । কারণ বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

কোনও কোরোনা রোগীকে নিতে যেমন অস্বীকার করতে দেখা গিয়েছে, তেমনই মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের জন্য হাজার হাজার টাকা ভাড়া নিতেও দেখা গিয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্সকে । এবার হস্তক্ষেপ করল WBCERC অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য কমিশন । এর জন্য একটি অ্যাডভাইজ়রি ইশু করেছে তারা । কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের খরচ আমরা নির্ধারণ করে দিয়েছি ।"

কমিশন জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকার বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স কোনও রোগীকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ তিন হাজার টাকা ভাড়া নিতে পারবে । কত টাকা ভাড়া নিতে পারবে তা দূরত্বের উপর নির্ভর করবে । তবে ওই রোগী সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে তাঁকে নিখরচায় বাড়িতে পৌঁছে দিতে হবে । এটা হাসপাতালের দায়িত্ব । বেসরকারি হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকে।

তবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে নয়, বেসরকারি অন‍্য যে সব অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যায় সেগুলির জন্যও ভাড়া বেঁধে দিয়েছে স্বাস্থ্য কমিশন । এ ক্ষেত্রে কত টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ? কমিশন জানিয়েছে, AC অ্যাম্বুলেন্সের জন্য প্রতি কিলোমিটারে 25 টাকা করে ভাড়া নেওয়া যাবে । নন AC অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এই ভাড়া নেওয়া যাবে প্রতি কিলোমিটারে 20 টাকা করে ।

কমিশন জানিয়েছে, কোরোনা রোগীর ক্ষেত্রে অতিরিক্ত 300 টাকা নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স । সানিটাইজ়েশনের জন্য এই 300 টাকা নেওয়া যাবে। তবে এক্ষেত্রে কোরোনা রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়ার আগে সেটিকে স্যানিটাইজ়ড করতে হবে । শুধুমাত্র অতিরিক্ত এই 300 টাকা নয়, কোরোনা রোগীর ক্ষেত্রে প্রতি ট্রিপে PPE-র জন্য অতিরিক্ত আরও 500 টাকা নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স । রোগীর অবস্থা যদি সংকটজনক হয় এবং সেক্ষেত্রে যদি অ্যাম্বুলেন্সের মধ‍্যেও ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন হয় তা হলে ভেন্টিলেশন অথবা ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসের জন্য আরও 500 টাকা নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স । রোগীর ক্ষেত্রে যদি অক্সিজেন সাপোর্টের প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য প্রতি ঘণ্টায় আরও 300 টাকা করে নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স ।


কমিশন জানিয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা যেমন পাওয়া যাচ্ছিল তেমনই পাওয়া যাবে । কেউ যদি সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নিতে চান তাহলে নিখরচায় তিনি সেই পরিষেবা পাবেন ।

কলকাতা, 13 অক্টোবর : ইচ্ছেমতো আর ভাড়া নিতে পারবে না অ্যাম্বুলেন্স । মাত্র কয়েক কিলোমিটার যাওয়ার জন্য দিতে হবে না আর হাজার হাজার টাকা । কারণ বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

কোনও কোরোনা রোগীকে নিতে যেমন অস্বীকার করতে দেখা গিয়েছে, তেমনই মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের জন্য হাজার হাজার টাকা ভাড়া নিতেও দেখা গিয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্সকে । এবার হস্তক্ষেপ করল WBCERC অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য কমিশন । এর জন্য একটি অ্যাডভাইজ়রি ইশু করেছে তারা । কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের খরচ আমরা নির্ধারণ করে দিয়েছি ।"

কমিশন জানিয়েছে, কলকাতা ও সংলগ্ন এলাকার বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স কোনও রোগীকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ তিন হাজার টাকা ভাড়া নিতে পারবে । কত টাকা ভাড়া নিতে পারবে তা দূরত্বের উপর নির্ভর করবে । তবে ওই রোগী সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে তাঁকে নিখরচায় বাড়িতে পৌঁছে দিতে হবে । এটা হাসপাতালের দায়িত্ব । বেসরকারি হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকে।

তবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে নয়, বেসরকারি অন‍্য যে সব অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়া যায় সেগুলির জন্যও ভাড়া বেঁধে দিয়েছে স্বাস্থ্য কমিশন । এ ক্ষেত্রে কত টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ? কমিশন জানিয়েছে, AC অ্যাম্বুলেন্সের জন্য প্রতি কিলোমিটারে 25 টাকা করে ভাড়া নেওয়া যাবে । নন AC অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এই ভাড়া নেওয়া যাবে প্রতি কিলোমিটারে 20 টাকা করে ।

কমিশন জানিয়েছে, কোরোনা রোগীর ক্ষেত্রে অতিরিক্ত 300 টাকা নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স । সানিটাইজ়েশনের জন্য এই 300 টাকা নেওয়া যাবে। তবে এক্ষেত্রে কোরোনা রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়ার আগে সেটিকে স্যানিটাইজ়ড করতে হবে । শুধুমাত্র অতিরিক্ত এই 300 টাকা নয়, কোরোনা রোগীর ক্ষেত্রে প্রতি ট্রিপে PPE-র জন্য অতিরিক্ত আরও 500 টাকা নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স । রোগীর অবস্থা যদি সংকটজনক হয় এবং সেক্ষেত্রে যদি অ্যাম্বুলেন্সের মধ‍্যেও ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজন হয় তা হলে ভেন্টিলেশন অথবা ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসের জন্য আরও 500 টাকা নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স । রোগীর ক্ষেত্রে যদি অক্সিজেন সাপোর্টের প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য প্রতি ঘণ্টায় আরও 300 টাকা করে নিতে পারবে বেসরকারি অ্যাম্বুলেন্স ।


কমিশন জানিয়েছে, সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা যেমন পাওয়া যাচ্ছিল তেমনই পাওয়া যাবে । কেউ যদি সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা নিতে চান তাহলে নিখরচায় তিনি সেই পরিষেবা পাবেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.