ETV Bharat / briefs

BJP প্রার্থীকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে পুলিশ, অভিযোগ CWC চেয়ারপার্সনের - election commission

ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায়কে গ্রেপ্তারের দাবি তোলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) । প্রার্থী নীলাঞ্জন রায় হেভিওয়েট । তাই তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না । আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই অভিযোগ করা হয় ।

BJP প্রার্থী নীলাঞ্জন রায়
author img

By

Published : May 11, 2019, 11:04 PM IST

কলকাতা, ১১ মে: ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় হেভিওয়েট প্রার্থী। তাই তাঁকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে ফলতা থানা। রাজ্য পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন CWC চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেছেন তিনি।

গতকাল ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায়কে গ্রেপ্তারের দাবি তোলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) । ফলতা থানায় POCSO আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই সূত্রেই তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। গত 26 এপ্রিল নীলাঞ্জনের বিরুদ্ধে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ।

ওই কিশোরী নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে এসেছিল । অভিযোগ, সেইসময় তাকে ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে নীলাঞ্জন । সেবিষয়ে নির্দিষ্ট অভিযোগ পায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি । সেই সূত্রে CWC-র তরফে ফলতা থানাকে নীলাঞ্জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি নির্বাচন কমিশনকেও বলা হয় ব্যবস্থা নিতে।

এই বিষয়ে CWC চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জি বলেছেন, “2012 সালে যে POCSO অ্যাক্ট তৈরি হয়েছিল তাতে অভিযোগ উঠলেই গ্রেপ্তারের কথা বলা হয়েছিল । কিন্তু, এখনও পর্যন্ত নীলাঞ্জনকে গ্রেপ্তার করা হয়নি । তাই তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশকে বলা হয়েছে । পাশাপাশি 24 ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে । ওর বিরুদ্ধে POCSO ধারায় মামলা হয়েছিল । আমরা নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি । পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি । কিন্তু ওই BJP প্রার্থী হেভিওয়েট হওয়ায় আমরা মনে করছি ফলতা থানা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে।"

কলকাতা, ১১ মে: ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় হেভিওয়েট প্রার্থী। তাই তাঁকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে ফলতা থানা। রাজ্য পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন CWC চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই অভিযোগ করেছেন তিনি।

গতকাল ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায়কে গ্রেপ্তারের দাবি তোলে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) । ফলতা থানায় POCSO আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই সূত্রেই তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। গত 26 এপ্রিল নীলাঞ্জনের বিরুদ্ধে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ।

ওই কিশোরী নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে এসেছিল । অভিযোগ, সেইসময় তাকে ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে নীলাঞ্জন । সেবিষয়ে নির্দিষ্ট অভিযোগ পায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি । সেই সূত্রে CWC-র তরফে ফলতা থানাকে নীলাঞ্জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি নির্বাচন কমিশনকেও বলা হয় ব্যবস্থা নিতে।

এই বিষয়ে CWC চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জি বলেছেন, “2012 সালে যে POCSO অ্যাক্ট তৈরি হয়েছিল তাতে অভিযোগ উঠলেই গ্রেপ্তারের কথা বলা হয়েছিল । কিন্তু, এখনও পর্যন্ত নীলাঞ্জনকে গ্রেপ্তার করা হয়নি । তাই তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশকে বলা হয়েছে । পাশাপাশি 24 ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে । ওর বিরুদ্ধে POCSO ধারায় মামলা হয়েছিল । আমরা নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি । পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি । কিন্তু ওই BJP প্রার্থী হেভিওয়েট হওয়ায় আমরা মনে করছি ফলতা থানা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে।"

Intro:কলকাতা, ১১ মে: ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায় হেভিওয়েট প্রার্থী। তাই তাকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে পলতা থানা। রাজ্য পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন CWC চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন তিনি। দেখা করেন আরিজ আফতাবের সঙ্গে। তারপরেই এমন অভিযোগ আনলেন তিনি।Body:গতকাল ডায়মন্ডহারবারের BJP প্রার্থী নীলাঞ্জন রায়কে গ্রেপ্তারের নির্দেশ দেয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) । ফলতা থানায় POCSO আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই সূত্রেই তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

গত 26 এপ্রিল নীলাঞ্জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে । ওই কিশোরী নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে গেছিলেন । অভিযোগ, সেসময় তাকে ঘরে ডেকে শ্লীলতাহানি করে নীলাঞ্জন । সেবিষয়ে নির্দিষ্ট অভিযোগ পায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি । সেই সূত্রে CWC-র তরফে পলতা থানাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় । পাশাপাশি নির্বাচন কমিশনকেও বলা হয় ব্যবস্থা নিতে।
Conclusion:এপ্রসঙ্গে CWC চেয়ারপার্সন অনন্যা চ্যাটার্জি বলেন,“2012 সালে যে POCSO অ্যাক্ট তৈরি হয়েছিল তাতে অভিযোগ উঠলেই গ্রেপ্তারের কথা বলা হয়েছিল । কিন্তু, এখনও পর্যন্ত নীলাঞ্জনকে গ্রেপ্তার করা হয়নি । তাই তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি 24 ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে । ওঁর বিরুদ্ধে POCSO ধারায় মামলা হয়েছিল । আমরা নির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি । পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিককে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি । কিন্তু ওই বিজেপি প্রার্থী হেভিওয়েট হয় আমরা মনে করছি পলতা থানা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.