আমতা, 6 মে : আমতায় সাধারণ মানুষকে ভোটদানে বাধার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । পরে ঘটনাস্থানে যায় পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা । যদিও স্থানীয়দের অভিযোগ , তারপরও তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে ।
আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমতার চাখানার 43 নম্বর বুথে নির্দিষ্ট সময় ভোটগ্রহণ শুরু হয় । অভিযোগ, বুথে আসার পথে ভোটারদের বাধা দেয় তৃণমূলের লোকজন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা । স্থানীয়দের অভিযোগ , তা সত্ত্বেও তাদের ভোট দিতে যাওয়ার সময় বাধা দেওয়া হচ্ছে ।
স্থানীয় এক মহিলা বলেন, "প্রতিটি ভোটে একই অবস্থা হয় । আমাদের ভোট দিতে দেওয়া হয় না। এবারও বুথে আসার আগে আটাকানো হচ্ছিল । তিনবারের চেষ্টা অবশেষে ভোটের লাইনে দাঁড়াতে পেরেছি । "