কালনা, 9 জুন : 'সিরিয়াল কিলার' কামরুজ্জামানের কঠোর শাস্তি হোক । দিনকয়েক আগে এমনই দাবি করেছিল কামরুজ্জামানের বিবি । কিন্তু, বক্তব্যে একাধিক অসংগতি থাকায় এবার তাকে আটক করল কালনা থানার পুলিশ । আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
বিদ্যুতের মিটার দেখার নাম করে ঘরে ঢুকে একের পর এক খুন । টার্গেট মহিলারা । ধরন প্রায় একইরকম । শ্বাসরোধ করে খুন করার পর মৃত্যু নিশ্চিত করতে ভারী জিনিস দিয়ে আঘাত । খুনের সময়ও প্রায় এক । দুপুর থেকে বিকেলের মধ্যে । 12 জনকে খুনের চেষ্টা । মৃত্যু হয় 6 জনের । শেষের দিকে খুনের পর মৃতদেহকে ধর্ষণের চেষ্টাও করত । গত রবিবার (2 জুন) সিভিক ভলান্টিয়ারের হাতে ধরা পড়ে কামারুজ্জামান । জেরায় খুনের কথা স্বীকারও করে ।
এই সংক্রান্ত আরও খবর : খুনের পর ধর্ষণের চেষ্টা করত কালনার সিরিয়াল কিলার
পরে কামরুজ্জামানের বিবি জাহানারা দাবি করে, শওহরের মধ্যে কখনও কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি । বলে, "চড় তো দূরের কথা । বিয়ের পর থেকে বিন্দুমাত্র খারাপ ব্যবহার করেনি । " ইতিমধ্যে কামারুজ্জামানকে জেরা করে একাধিক তথ্য উঠে আসে । কামারুজ্জামান জানায়, একটি বাজারের ব্যাগে করে বাড়ি থেকে চেন ও লোহার রড নিয়ে যেত । তা দিয়েই খুন করত সে । অন্যদিকে, তার বিবির দাবি, কামরুজ্জামান বাড়ি থেকে ফাঁকা ব্যাগ নিয়ে বেরোত । আর দুপুর তিনটের মধ্যেই বাড়িতে ফিরে আসত । কিন্তু জেরায় কামারুজ্জামান জানায়, মূলত ওই সময়েই সে খুন করেছিল । দুজনের বক্তব্যে এহেন একাধিক গরমিল থাকায় গতকাল জাহানারা বিবিকে আটক করে পুলিশ । পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "কামরুজ্জামানের বিবিকে আটক করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । "
এই সংক্রান্ত আরও খবর : খুন করে ছ'মিনিটের মধ্যেই পগার পার হত সিরিয়াল কিলার কামরুজ্জামান !
অন্যদিকে, 30 মে কালনার সিঙ্গেরকোণের এক নাবালিকাকে খুনের চেষ্টা করে কামরুজ্জামান । নাবালিকা সংকটজনক অবস্থায় বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে CID-র বিশেষজ্ঞ দল ।