ETV Bharat / briefs

শুকিয়ে যাওয়ার মুখে আস্ত একটা হ্রদ, জলসংকটে ভোপাল

প্রায় শুকিয়ে গেছে ভোপালের ভোজতাল হ্রদ। আর এরফলেই তীব্র জলসংকটের মুখে ভোপাল শহর। সংকট মোকাবিলায় রাজ্য সরকার ১০০ কোটি টাকা খরচ করবে ।

শুকিয়ে গেছে ভোজতাল হ্রদ
author img

By

Published : Jun 4, 2019, 12:56 PM IST

Updated : Jun 4, 2019, 1:36 PM IST

ভোপাল, ৪ জুন: অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে ভোপালের ভোজতাল হ্রদের জলস্তর । আর এই কারণেই জলসংকট দেখা দিয়েছে শহরে। কম বৃষ্টিপাতের জন্য হ্রদের জলস্তর নেমে গিয়েছে অনেকটাই । এই সংকট মোকাবিলায় ভোপালের মেয়র আনন্দ শর্মা সর্বদল সভা করবেন বলে আজ জানিয়েছেন ।

ভোজতাল হ্রদ মূলত আপ্পার হ্রদ নামেই ভোপালে পরিচিত । বিশাল আয়তনের এই হ্রদটি শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত । শহরের জলের মূল উৎস এই হ্রদ । অন্যবারের তুলনায় এবার বৃষ্টিপাত কম হয়েছে। তাপপ্রবাহও ছিল চরমে । আর এর ফলেই ভোজতালের জলস্তর কমতে শুরু করেছে । জলসংকট দেখা দিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।

ভোপালের মেয়র অলোক শর্মা বলেন, "কয়েক বছর ধরে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে । বাদা তালাব (ভোজতালের অপর নাম) - এর ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ পূরণ হচ্ছে । এরফলে দেখা দিয়েছে জলসংকট ।"

lk
শুকনোপ্রায় হ্রদ

মেয়র বলেন, "আমি রাজ্যের মন্ত্রী গোবিন্দ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি । পরিস্থিতির মোকাবিলা করতে ওনাকে ১০০ কোটি টাকা অনুমোদন করতে বলেছি । " এছাড়া নাগরিকদের কাছে জলের অপচয় বন্ধ করতে আর্জি জানিয়েছি । শহরবাসীর কাছে আবেদন করছি আপনারা জল সংরক্ষণ করুন । ভোপালে জলসংকট কার্যত চরমে । সংকট মেটাতে জলের অন্যান্য উৎসের সন্ধান করতে হচ্ছে। আমরা শহরের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহর ব্যবস্থা করব । "

ভোপাল, ৪ জুন: অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে ভোপালের ভোজতাল হ্রদের জলস্তর । আর এই কারণেই জলসংকট দেখা দিয়েছে শহরে। কম বৃষ্টিপাতের জন্য হ্রদের জলস্তর নেমে গিয়েছে অনেকটাই । এই সংকট মোকাবিলায় ভোপালের মেয়র আনন্দ শর্মা সর্বদল সভা করবেন বলে আজ জানিয়েছেন ।

ভোজতাল হ্রদ মূলত আপ্পার হ্রদ নামেই ভোপালে পরিচিত । বিশাল আয়তনের এই হ্রদটি শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত । শহরের জলের মূল উৎস এই হ্রদ । অন্যবারের তুলনায় এবার বৃষ্টিপাত কম হয়েছে। তাপপ্রবাহও ছিল চরমে । আর এর ফলেই ভোজতালের জলস্তর কমতে শুরু করেছে । জলসংকট দেখা দিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।

ভোপালের মেয়র অলোক শর্মা বলেন, "কয়েক বছর ধরে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে । বাদা তালাব (ভোজতালের অপর নাম) - এর ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ পূরণ হচ্ছে । এরফলে দেখা দিয়েছে জলসংকট ।"

lk
শুকনোপ্রায় হ্রদ

মেয়র বলেন, "আমি রাজ্যের মন্ত্রী গোবিন্দ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি । পরিস্থিতির মোকাবিলা করতে ওনাকে ১০০ কোটি টাকা অনুমোদন করতে বলেছি । " এছাড়া নাগরিকদের কাছে জলের অপচয় বন্ধ করতে আর্জি জানিয়েছি । শহরবাসীর কাছে আবেদন করছি আপনারা জল সংরক্ষণ করুন । ভোপালে জলসংকট কার্যত চরমে । সংকট মেটাতে জলের অন্যান্য উৎসের সন্ধান করতে হচ্ছে। আমরা শহরের বিভিন্ন এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহর ব্যবস্থা করব । "

New Delhi, Jun 04 (ANI): Union Minister Nitin Gadkari took charge of the Ministry of Road Transport and Highways in Delhi on Tuesday. It is his second consecutive term as Road Transport and Highways Minister. He took oath on May 30. Gadkari defeated Congress' Nana Patole from Nagpur Lok Sabha constituency in recently concluded polls.
Last Updated : Jun 4, 2019, 1:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.