রায়গঞ্জ, 4 জুলাই : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন । স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পিছনের প্রাচীর ভেঙে পড়ে । স্টেশন ম্যানেজারের দাবি, প্রাচীরের নিচের মাটি ইঁদুরে সরিয়ে নেওয়ায় এই ঘটনা ।
কোরোনা সংক্রমণ রোধে লকডাউনের জেরে সমস্ত ট্রেন চলাচল বন্ধ । স্বাভাবিকভাবেই লোক সমাগম নেই স্টেশনে । গতরাতে ইসলামপুর থানার আলুয়াবাড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের বাউন্ডারি ওয়াল ভেঙে যায় । লোক সমাগম না থাকায় কোনও হতাহতের খবর নেই ।
ঘটনার পর রেলকর্মীরা সেই প্রাচীরের ইট সরাবার কাজ শুরু করেন । স্টেশন ম্যানেজার এস কে তিওয়াড়ি জানান, প্রাচীরের নিচ থেকে ইঁদুর মাটি সরিয়ে নেয় ।সেই জায়গায় বৃষ্টির জল জমেছে, যার জেরে প্রাচীরটি পড়ে গেছে । প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তা পরিস্কার করার কাজ চলছে ।
স্থানীয় বাসিন্দা বিকাশ দাস বলেন, “1989 সালে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল । রেল দপ্তরের চূড়ান্ত গাফিলতির কারণে এই ঘটনা । এমনিতে এই প্ল্যাটফর্ম থেকে দূরপাল্লার বহু ট্রেন ছাড়ে । ট্রেন চলাচল বন্ধ, তাই বড়সড় দুর্ঘটনা ঘটেনি ।”