ETV Bharat / briefs

ভোট চলছে কেমন ? পরিদর্শনে বিবেক-অজয় - vivek dubey

সাত দফার মধ্যে এই প্রথম একেবারে মাঠে নেমে ভোট পরিদর্শন করেন বিবেক দুবে ও অজয় নায়েক । বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক রাজ্যের 9 টি লোকসভা কেন্দ্রে ভোট পরিদর্শনে বেরিয়েছেন ।

পরিদর্শনে বিবেক-অজয়
author img

By

Published : May 19, 2019, 2:42 PM IST

কলকাতা, 19 মে : বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট পরিদর্শনে বেড়িয়েছেন । সূত্রের খবর, তাঁরা প্রথমে দমদম লোকসভা কেন্দ্রের বাগুইআটি এলাকায় ভোট পরিদর্শনে যান । সেখান থেকে উত্তর কলকাতার একাধিক এলাকায় যান । সাত দফার মধ্যে এই প্রথম একেবারে ময়দানে নেমে ভোট পরিদর্শন করেন বিবেক দুবে ও অজয় নায়েক ।

উত্তর কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর তাঁরা বেহালায় যান । বড়িশা জনকল্যাণ ভোটগ্রহণ কেন্দ্র থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেন ।

আজ রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে । বিবেক দুবে ও অজয় নায়েক কেন্দ্রীয় বাহিনীর কাজ ও ভোট সরেজমিনে খতিয়ে দেখতে বেড়িয়েছেন ।

কলকাতা, 19 মে : বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে ভোট পরিদর্শনে বেড়িয়েছেন । সূত্রের খবর, তাঁরা প্রথমে দমদম লোকসভা কেন্দ্রের বাগুইআটি এলাকায় ভোট পরিদর্শনে যান । সেখান থেকে উত্তর কলকাতার একাধিক এলাকায় যান । সাত দফার মধ্যে এই প্রথম একেবারে ময়দানে নেমে ভোট পরিদর্শন করেন বিবেক দুবে ও অজয় নায়েক ।

উত্তর কলকাতার বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর তাঁরা বেহালায় যান । বড়িশা জনকল্যাণ ভোটগ্রহণ কেন্দ্র থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেন ।

আজ রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে । বিবেক দুবে ও অজয় নায়েক কেন্দ্রীয় বাহিনীর কাজ ও ভোট সরেজমিনে খতিয়ে দেখতে বেড়িয়েছেন ।

Intro:কলকাতা, ১৮ মে: ফের কমিশনকে পত্রবোমা মমতার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচনের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তার অভিযোগ, অমিত শাহের রোড শোয়ে ক্রিমিনাল কন্সপিরেসি ছিল। কাল কেন্দ্রীয় সরকার কোনও ভাবে যাতে নির্বাচনে ইন্টারভেন না করতে পারে সেটা নিশ্চিত করার জন্য অনুরোধ নির্বাচন কমিশনকে।Body:মমতার দাবি, বাংলার কালচার কে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ওই রোড শো।বেআইনিভাবে কমিশন দুই স্পেশাল অবজারভারকে নিয়োগ করেছে। তাঁরা কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত কাজ করছেন।
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.