ETV Bharat / briefs

প্রবীণ চিত্র সাংবাদিক ভবতোষ চক্রবর্তীকে সংবর্ধনা - মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশন

নির্ভীক সাংবাদিকতার স্বীকৃতি । প্রবীণ চিত্র সাংবাদিককে সংবর্ধনা দিল সাংবাদিকদের সংগঠন ।

ভবতোষ চক্রবর্তীকে সংবর্ধনা
ভবতোষ চক্রবর্তীকে সংবর্ধনা
author img

By

Published : Oct 4, 2020, 11:01 PM IST

বারাসত, 4 সেপ্টেম্বর : নির্ভীক সাংবাদিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য উত্তর 24 পরগনার প্রবীণ চিত্র সাংবাদিক ভবতোষ চক্রবর্তীকে সংবর্ধনা দিল মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশন । রবিবার বারাসতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তাঁর হাতে মানপত্র, ফুলের পুস্তক, মিষ্টি ও নগদ দশ হাজার টাকা তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন প্রখ্যাত চিকিৎসক বিবর্তন সাহাসহ সংগঠনের কর্মকর্তারা । সংগঠনের তরফে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রবীণ ওই চিত্র সাংবাদিক ।

ভবতোষবাবু একটি দৈনিক পত্রিকার চিত্র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন । কাজের সঙ্গে কখনও আপস করেননি তিনি । সিঙ্গুর, নন্দীগ্রামসহ রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তের আলোড়ন ফেলে দেওয়া পরিস্থিতির ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন প্রবীন ওই চিত্র সাংবাদিক । কঠিন পরিস্থিতি ও হুমকির কাছে কখনও মাথানত করেননি । সবসময় তিনি কাজ করেছেন সাহসিকতার সঙ্গে । তার স্বীকৃতি হিসেবেই এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ওই সংগঠনের তরফে ।

এই বিষয়ে সংগঠনের এক কর্মকর্তা বলেন, "ওনার চিত্র সাংবাদিকতা অনুপ্রাণিত করেছে সকলকে । যারা এই পেশার সঙ্গে নতুন, তাঁদেরও আকৃষ্ট করেছে প্রবীণ ওই চিত্র সাংবাদিকের কাজকর্ম । তাই ভবতোষবাবুকে সম্মানিত করতে পেরে ভালো লাগছে আমাদেরও।"

এদিকে, এই বিষয়ে প্রবীণ চিত্র সাংবাদিক ভবতোষ চক্রবর্তী বলেন, "খুব ভালো লাগছে । এই স্বীকৃতি আজীবন মনে থাকবে ।"

বারাসত, 4 সেপ্টেম্বর : নির্ভীক সাংবাদিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য উত্তর 24 পরগনার প্রবীণ চিত্র সাংবাদিক ভবতোষ চক্রবর্তীকে সংবর্ধনা দিল মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশন । রবিবার বারাসতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তাঁর হাতে মানপত্র, ফুলের পুস্তক, মিষ্টি ও নগদ দশ হাজার টাকা তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে হাজির ছিলেন প্রখ্যাত চিকিৎসক বিবর্তন সাহাসহ সংগঠনের কর্মকর্তারা । সংগঠনের তরফে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত প্রবীণ ওই চিত্র সাংবাদিক ।

ভবতোষবাবু একটি দৈনিক পত্রিকার চিত্র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন । কাজের সঙ্গে কখনও আপস করেননি তিনি । সিঙ্গুর, নন্দীগ্রামসহ রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তের আলোড়ন ফেলে দেওয়া পরিস্থিতির ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন প্রবীন ওই চিত্র সাংবাদিক । কঠিন পরিস্থিতি ও হুমকির কাছে কখনও মাথানত করেননি । সবসময় তিনি কাজ করেছেন সাহসিকতার সঙ্গে । তার স্বীকৃতি হিসেবেই এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ওই সংগঠনের তরফে ।

এই বিষয়ে সংগঠনের এক কর্মকর্তা বলেন, "ওনার চিত্র সাংবাদিকতা অনুপ্রাণিত করেছে সকলকে । যারা এই পেশার সঙ্গে নতুন, তাঁদেরও আকৃষ্ট করেছে প্রবীণ ওই চিত্র সাংবাদিকের কাজকর্ম । তাই ভবতোষবাবুকে সম্মানিত করতে পেরে ভালো লাগছে আমাদেরও।"

এদিকে, এই বিষয়ে প্রবীণ চিত্র সাংবাদিক ভবতোষ চক্রবর্তী বলেন, "খুব ভালো লাগছে । এই স্বীকৃতি আজীবন মনে থাকবে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.