দিল্লি, 14 অক্টোবর : হাথরসের ঘটনায় প্রতি 15দিন অন্তর জমা করতে হবে রিপোর্ট । সুপ্রিম কোর্টের কাছে CBI-কে এই নির্দেশ দেওয়ার আর্জি জানাল উত্তরপ্রদেশ সরকার ।
হাথরস গণধর্ষণ এবং খুনের স্পষ্ট বিবরণ ও রাজ্য এই পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে । তা উল্লেখ হলফনামা জমা দিতে বলেছিল শীর্ষ আদালত । আজ সেই হলফনামা তারা জমা দেয় ।
উত্তরপ্রদেশ সরকার নির্যাতিতার পরিবারকে ত্রিস্তরীয় সুরক্ষা দিচ্ছে । CCTV নজরদারিতে তাঁদের রাখা হয়েছে । মহিলা পুলিশকর্মী মোতায়েন হয়েছে পরিবারের মহিলা সদস্যদের সুরক্ষার জন্য ।
নির্যাতিতার দেহ রাতারাতি পুড়িয়ে দিয়েছিল পুলিশ । সম্মতি ছিল না পরিবারের । এরই বিরুদ্ধে এলাহাবাদ আদালতে মামলা করা হয় । লখনউ বেঞ্চে সেই মামলার শুনানি চলছে । মঙ্গলবারও এই মামলার শুনানি হয় ।
গণধর্ষণের শিকার হন নির্যাতিতা । টানা 15 দিন লড়াইয়ের পর দিল্লির হাসপাতালে তাঁর মৃত্যু হয় । পুলিশের বিরুদ্ধে তাঁর দেহ জোর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে । তদন্তভার দেওয়া হয় CBI-কে ।