ETV Bharat / briefs

দক্ষিণ চিন সাগরে চিনের একচেটিয়া দাবি খারিজ অ্যামেরিকার - দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া আধিপত্য

দক্ষিণ চিন সাগরের দখল কে নেবে তা নিয়ে টানাপোড়েন বহুদিনের । গতকাল অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও জানান, চিনা আগ্রাসনের হাত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মিত্র দেশগুলির সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে রয়েছে অ্যামেরিক ।

South chaina sea issue
South chaina sea issue
author img

By

Published : Jul 14, 2020, 4:48 PM IST

ওয়াশিংটন, 14 জুলাই : দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আধিপত্যের দাবি খারিজ অ্যামেরিকার । ট্রাম্প প্রশাসনের বক্তব্য একতরফাভাবে ওই এলাকা নিজেদের বলে দাবি করার আইনত কোনও অধিকার নেই চিনের ।

গতকাল অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও বলেন, "বিশ্ব দক্ষিণ চিন সাগরের উপর বেজিংয়ের একচ্ছত্র আধিপত্য মেনে নেবে না । আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধু দেশগুলির পাশে রয়েছে অ্যামেরিকা ।" তিনি আরও বলেন, " চিন জোর করে ফিলিপিন্সের স্কার্বোরো রিফ এবং স্প্রেটলি দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করতে পারে না । চিনের উপকূল থেকে প্রায় হাজার নটিক্যাল মাইল দূরের জেমস শোয়ালকে নিজেদের সামুদ্রিক সীমার অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারে না চিন ।

তিনি জানান, দক্ষিণ চিন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায় অ্যামেরিকা । আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে সমুদ্রের স্বাধীনতা বজায় রাখতে চায় । পাশাপাশি যে কোনও রকম আগ্রাসন বা জোর করে বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টার বিরোধী তারা ।

দক্ষিণ চিন সাগরের দখল কে নেবে তা নিয়ে বহুদিন ধরেই চলছে টানাপোড়েন ৷ দক্ষিণ চিন সাগরের 90 শতাংশের দাবি জানিয়েছে চিন ৷ যেখান দিয়ে প্রতি বছর প্রায় তিন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলে ৷ 10 বছর আগে থেকে বেজিং কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় সামরিক বিমানবন্দর-সহ সেনা মোতায়েন করেছে ৷ অন্যদিকে, ব্রুনেই, মালয়শিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামও বহুদিন ধরে দক্ষিণ চিন সাগরে নিজেদের অংশের দাবি জানিয়ে এসেছে ।

ওয়াশিংটন, 14 জুলাই : দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের আধিপত্যের দাবি খারিজ অ্যামেরিকার । ট্রাম্প প্রশাসনের বক্তব্য একতরফাভাবে ওই এলাকা নিজেদের বলে দাবি করার আইনত কোনও অধিকার নেই চিনের ।

গতকাল অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও বলেন, "বিশ্ব দক্ষিণ চিন সাগরের উপর বেজিংয়ের একচ্ছত্র আধিপত্য মেনে নেবে না । আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধু দেশগুলির পাশে রয়েছে অ্যামেরিকা ।" তিনি আরও বলেন, " চিন জোর করে ফিলিপিন্সের স্কার্বোরো রিফ এবং স্প্রেটলি দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করতে পারে না । চিনের উপকূল থেকে প্রায় হাজার নটিক্যাল মাইল দূরের জেমস শোয়ালকে নিজেদের সামুদ্রিক সীমার অন্তর্ভুক্ত বলে দাবি করতে পারে না চিন ।

তিনি জানান, দক্ষিণ চিন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চায় অ্যামেরিকা । আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে সমুদ্রের স্বাধীনতা বজায় রাখতে চায় । পাশাপাশি যে কোনও রকম আগ্রাসন বা জোর করে বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টার বিরোধী তারা ।

দক্ষিণ চিন সাগরের দখল কে নেবে তা নিয়ে বহুদিন ধরেই চলছে টানাপোড়েন ৷ দক্ষিণ চিন সাগরের 90 শতাংশের দাবি জানিয়েছে চিন ৷ যেখান দিয়ে প্রতি বছর প্রায় তিন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলে ৷ 10 বছর আগে থেকে বেজিং কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং বিভিন্ন জায়গায় সামরিক বিমানবন্দর-সহ সেনা মোতায়েন করেছে ৷ অন্যদিকে, ব্রুনেই, মালয়শিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামও বহুদিন ধরে দক্ষিণ চিন সাগরে নিজেদের অংশের দাবি জানিয়ে এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.