ETV Bharat / briefs

ফের উত্তপ্ত ভাটপাড়া, পুলিশের লাঠিচার্জ; ঘটনাস্থানে BJP-র প্রতিনিধিদল - TMC

BJP-র সংসদীয় প্রতিনিধিদল যাওয়ার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া । প্রতিনিধিদলে উপস্থিত লোকেরা পুলিশকে উদ্দেশ্য করে হায় হায় স্লোগান তোলে । এরপর পুলিশ লাঠিচার্জ করে । দু'পক্ষের ধস্তাধস্তি হয় ।

বিক্ষোভ স্থানীয়দের
author img

By

Published : Jun 22, 2019, 1:08 PM IST

Updated : Jun 23, 2019, 12:24 AM IST

কলকাতা, 22 জুন : পারদ ক্রমেই চড়ছে ভাটপাড়ায় । 48 ঘণ্টা কেটে গেলেও এখনও চেনা ছন্দে ফেরেনি গোটা এলাকা ।

বৃহস্পতিবার ফাঁড়িকে থানায় হিসেবে উদ্বোধন করার সময় শুরু হয়েছিল অশান্তি । গুলিবৃষ্টি-বোমাবাজির জেরে প্রাণ হারিয়েছিলেন দুজন । জখম হয়েছিলেন বেশ কয়েকজন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নবান্ন । তড়িঘড়ি এলাকায় জারি করা হয় 144 ধারা । নামানো হয় RAF, বিশাল পুলিশবাহিনী । দ্রুততার সঙ্গে বদলি করা হয় তৎকালীন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে । নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় মনোজ বর্মাকে । কিন্তু, এতকিছুর পরেও ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই ।

এই সংক্রান্ত আরও খবর : ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া

আজ সকালে সাময়িকভাবে কিছু দোকানপাট খুলতে দেখা গেছিল য স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল ভাটপাড়া । টুকটাক কেনাকাটিও শুরু হচ্ছিল । কিন্তু, তা সবই ক্ষণিকের জন্য । আজ একাধিক রাজনৈতিক পদক্ষেপ রয়েছে ভাটপাড়াজুড়ে । এদিন সকালেই বাম ও কংগ্রেসের পরিষদীয় দল ভাটপাড়া পরিদর্শনে যান । সুজন চক্রবর্তী, আবদুল মান্নানদের এই দলটি ভাটপাড়া যাওয়ার পরই নতুন দিকে মোড় নেয় পরিস্থিতি । প্রথমে পুলিশ বাধা দেয় তাঁদের । বচসা শুরু হয় পুলিশের বাম-কংগ্রেস প্রতিনিধিদলের । DC অজয় ঠাকুরের নেতৃত্বে পুরো কাজটি সেইসময় পরিচালিত হয়েছিল ।

এই সংক্রান্ত আরও খবর : তথ্যপ্রমাণ লোপাটের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতে ময়নাতদন্ত, হাইকোর্টে যাব : অর্জুন

এরপরই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা । DC অজয় ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । অনেকটা জনমতের চাপে পিছু হটতে হয় পুলিশকে । শেষপর্যন্ত অবশ্য ঘটনাস্থান পরিদর্শন করতে পারেন সুজন-মান্নানরা । পরিদর্শনের পর স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন সুজন চক্রবর্তী । মুখ্যমন্ত্রী বহিরাগত তকমাকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি । মুখ্যমন্ত্রী ভাটপাড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন বলেও অভিযোগ করেন সুজন । অন্যদিকে, কংগ্রেস নেতা আবদুল মান্নানের দাবি, দলীয় কর্মীদের মৃত্যু হলে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেন । এক্ষেত্রে তিনি চুপ করে রয়েছেন । পাশাপাশি, স্থানীয় বাম ও কংগ্রেস নেতৃত্বের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছন সুজন-মান্নানরা । তারপরই ক্ষতিপূরণ সহ অন্য বিষয়গুলি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তাঁরা ।

এই সংক্রান্ত আরও খবর : থমথমে ভাটপাড়াজুড়ে পুলিশি বুটের শব্দ, বিক্ষোভ BJP-র

এদিকে, আজই ভাটপাড়ায় যাচ্ছে BJP-র সংসদীয় প্রতিনিধিদল । সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে দলটি বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা । বিমানবন্দরে আলুওয়ালিয়া জানান, ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভাটপাড়া ঘুরে আসার পরে এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : পুলিশই যত গুন্ডামি করাচ্ছে : অর্জুন সিং

কলকাতা, 22 জুন : পারদ ক্রমেই চড়ছে ভাটপাড়ায় । 48 ঘণ্টা কেটে গেলেও এখনও চেনা ছন্দে ফেরেনি গোটা এলাকা ।

বৃহস্পতিবার ফাঁড়িকে থানায় হিসেবে উদ্বোধন করার সময় শুরু হয়েছিল অশান্তি । গুলিবৃষ্টি-বোমাবাজির জেরে প্রাণ হারিয়েছিলেন দুজন । জখম হয়েছিলেন বেশ কয়েকজন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নবান্ন । তড়িঘড়ি এলাকায় জারি করা হয় 144 ধারা । নামানো হয় RAF, বিশাল পুলিশবাহিনী । দ্রুততার সঙ্গে বদলি করা হয় তৎকালীন পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরিকে । নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয় মনোজ বর্মাকে । কিন্তু, এতকিছুর পরেও ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই ।

এই সংক্রান্ত আরও খবর : ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া

আজ সকালে সাময়িকভাবে কিছু দোকানপাট খুলতে দেখা গেছিল য স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল ভাটপাড়া । টুকটাক কেনাকাটিও শুরু হচ্ছিল । কিন্তু, তা সবই ক্ষণিকের জন্য । আজ একাধিক রাজনৈতিক পদক্ষেপ রয়েছে ভাটপাড়াজুড়ে । এদিন সকালেই বাম ও কংগ্রেসের পরিষদীয় দল ভাটপাড়া পরিদর্শনে যান । সুজন চক্রবর্তী, আবদুল মান্নানদের এই দলটি ভাটপাড়া যাওয়ার পরই নতুন দিকে মোড় নেয় পরিস্থিতি । প্রথমে পুলিশ বাধা দেয় তাঁদের । বচসা শুরু হয় পুলিশের বাম-কংগ্রেস প্রতিনিধিদলের । DC অজয় ঠাকুরের নেতৃত্বে পুরো কাজটি সেইসময় পরিচালিত হয়েছিল ।

এই সংক্রান্ত আরও খবর : তথ্যপ্রমাণ লোপাটের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতে ময়নাতদন্ত, হাইকোর্টে যাব : অর্জুন

এরপরই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা । DC অজয় ঠাকুরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । অনেকটা জনমতের চাপে পিছু হটতে হয় পুলিশকে । শেষপর্যন্ত অবশ্য ঘটনাস্থান পরিদর্শন করতে পারেন সুজন-মান্নানরা । পরিদর্শনের পর স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন সুজন চক্রবর্তী । মুখ্যমন্ত্রী বহিরাগত তকমাকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি । মুখ্যমন্ত্রী ভাটপাড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন বলেও অভিযোগ করেন সুজন । অন্যদিকে, কংগ্রেস নেতা আবদুল মান্নানের দাবি, দলীয় কর্মীদের মৃত্যু হলে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেন । এক্ষেত্রে তিনি চুপ করে রয়েছেন । পাশাপাশি, স্থানীয় বাম ও কংগ্রেস নেতৃত্বের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছন সুজন-মান্নানরা । তারপরই ক্ষতিপূরণ সহ অন্য বিষয়গুলি নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তাঁরা ।

এই সংক্রান্ত আরও খবর : থমথমে ভাটপাড়াজুড়ে পুলিশি বুটের শব্দ, বিক্ষোভ BJP-র

এদিকে, আজই ভাটপাড়ায় যাচ্ছে BJP-র সংসদীয় প্রতিনিধিদল । সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে দলটি বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা । বিমানবন্দরে আলুওয়ালিয়া জানান, ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভাটপাড়া ঘুরে আসার পরে এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : পুলিশই যত গুন্ডামি করাচ্ছে : অর্জুন সিং

sample description
Last Updated : Jun 23, 2019, 12:24 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.