ETV Bharat / briefs

উলুবেড়িয়ায় BJP কর্মীকে মারধরে অভিযুক্ত পুলিশকর্মী; বিক্ষোভ, অবরোধ - fir

2 BJP কর্মীর উপর হামলার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করা হয়।

agitation
author img

By

Published : May 11, 2019, 11:57 AM IST

Updated : May 11, 2019, 1:01 PM IST

হাওড়া, 11 মে : দলীয় ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায় দুই BJP কর্মীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে । তাঁরা বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযুক্ত পুলিশ কর্মীর গ্রেপ্তারের দাবিতে খলিশানি-কালীতলা এলাকায় 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন BJP কর্মীরা ।

6 মে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় উপনির্বাচন হয় । সেজন্য খলিশানি এলাকায় BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডলের সমর্থনে ফেস্টুন লাগানো হয়েছিল । গতরাতে ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা কলকাতা পুলিশে কর্মরত সঞ্জীব দেঁড়ে-কে সেই ফেস্টুন ছিঁড়তে দেখেন এক BJP কর্মী । এর প্রতিবাদ করেন স্থানীয় BJP কর্মীরা । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । সেই সময় সঞ্জীব ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হয়েছে BJP-র উলুবেড়িয়া ১ নম্বর মণ্ডলের সভাপতি যাদব প্রামাণিক । আর এক BJP কর্মীকে বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দারা সেখান থেকে জখমদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান । রাজাপুর থানায় সঞ্জীব দেঁড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । জখম যাদব প্রামাণিক বলেন, "প্রতিদিনই এলাকায় BJP-র ফেস্টুন ছেঁড়া হয় । গতরাতে এলাকায় পুজো ছিল । তাই আমাদের দলের ছেলেরা সেখানে ছিল । হঠাৎ সঞ্জীব দেঁড়েকে ফেস্টুন ছিঁড়তে দেখে প্রতিবাদ করি । ধারাল অস্ত্র নিয়ে আমার উপর আক্রমণ চালায় ।" আজ হাসপাতালে জখমদের দেখতে যান হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ।

হাওড়া, 11 মে : দলীয় ফেস্টুন ছেঁড়ার প্রতিবাদ করায় দুই BJP কর্মীর উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে । তাঁরা বর্তমানে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । অভিযুক্ত পুলিশ কর্মীর গ্রেপ্তারের দাবিতে খলিশানি-কালীতলা এলাকায় 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন BJP কর্মীরা ।

6 মে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় উপনির্বাচন হয় । সেজন্য খলিশানি এলাকায় BJP প্রার্থী প্রত্যুষ মণ্ডলের সমর্থনে ফেস্টুন লাগানো হয়েছিল । গতরাতে ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী তথা কলকাতা পুলিশে কর্মরত সঞ্জীব দেঁড়ে-কে সেই ফেস্টুন ছিঁড়তে দেখেন এক BJP কর্মী । এর প্রতিবাদ করেন স্থানীয় BJP কর্মীরা । দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা । সেই সময় সঞ্জীব ধারাল অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হয়েছে BJP-র উলুবেড়িয়া ১ নম্বর মণ্ডলের সভাপতি যাদব প্রামাণিক । আর এক BJP কর্মীকে বাঁশ দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় বাসিন্দারা সেখান থেকে জখমদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান । রাজাপুর থানায় সঞ্জীব দেঁড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । জখম যাদব প্রামাণিক বলেন, "প্রতিদিনই এলাকায় BJP-র ফেস্টুন ছেঁড়া হয় । গতরাতে এলাকায় পুজো ছিল । তাই আমাদের দলের ছেলেরা সেখানে ছিল । হঠাৎ সঞ্জীব দেঁড়েকে ফেস্টুন ছিঁড়তে দেখে প্রতিবাদ করি । ধারাল অস্ত্র নিয়ে আমার উপর আক্রমণ চালায় ।" আজ হাসপাতালে জখমদের দেখতে যান হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ।

sample description
Last Updated : May 11, 2019, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.