ETV Bharat / briefs

কোরোনা পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, গ্রেপ্তার 2 BJP কর্মী - গ্রেপ্তার 2 BJP কর্মী

এলাকার কোরোনা পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগ । দুই BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে । পলাতক দুই ।

corona
author img

By

Published : Sep 8, 2020, 3:49 PM IST

বারাসত, 8 সেপ্টেম্বর : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হল দুই BJP কর্মীকে । ধৃতদের নাম ছোট্টু খাসকেল ও সঞ্জীব সিং । আজ সকালে বারাসতের অশ্বিনী পল্লি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ, এলাকার কোরোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন চার BJP কর্মী । এর জেরে বিভ্রান্তি ছড়ায় এলাকায় । শুরু হয় বিতর্কও । পরে সোশাল মিডিয়া থেকে সেই পোস্ট ডিলিট করেন অভিযুক্তরা । তবে এতেও ক্ষোভ কমেনি এলাকার বাসিন্দাদের ।

এই বিষয়ে গত সন্ধ্যায় অভিযুক্ত চার BJP কর্মীর বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নামে পুলিশ । আজ সকালে চার অভিযুক্তের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয় । বাকি দু’জন পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।


কোরোনোর সংক্রমণ ক্রমেই বাড়ছে উত্তর 24 পরগনায় । সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে । ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে । মৃত্যুও হয়েছে 25 জনের । অশ্বিনী পল্লি এলাকার সমস্ত বাজার ও দোকানপাট সাতদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে ।

এর মধ্যেই BJP-র তরফে সম্প্রতি এলাকায় স্যানিটাইজ় করা হয় । তোলা হয় ছবিও । অভিযোগ, এরপরই এলাকার চার BJP কর্মী স্যানিটাইজ় করার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে । লেখা হয়, এলাকার অনেকে কোরোনায় আক্রান্ত । এমনকী কোরোনায় 10 জনের মৃত্যুও হয়েছে বলে লেখা হয় সেখানে । মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ে ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, "ভুয়ো পোস্টের জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । আতঙ্কিত হয়ে বেশিরভাগ দোকানদার তাঁদের জিনিসপত্র দিতে রাজি হচ্ছেন না । দিনমজুর ও বিভিন্ন বাড়িতে যাঁরা পরিচারিকার কাজ করেন তাঁদের কর্মস্থানে কাজে নেওয়া হচ্ছে না । কোরোনা আবহে কর্মহীন হয়ে পড়েছেন এলাকার প্রায় 40টি পরিবারের অধিকাংশ বাসিন্দা ।" অভিযুক্ত BJP কর্মীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তাঁরা ।

পরিস্থিতি বেগতিক বুঝে সোশাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করে দেয় অভিযুক্ত BJP কর্মীরা । বিষয়টি জানতে পেরেই ক্ষোভপ্রকাশ করেন পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা সমীর তালুকদার । বলেন, "কোরোনা পরিস্থিতিতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই ভুয়ো পোস্ট করা হয়েছে । সম্প্রতি অশ্বিনী পল্লি এলাকায় এক বৃদ্ধ মারা গিয়েছেন, এটা সত্যি । কিন্তু মৃতের কোরোনা পরীক্ষাই হয়নি । তাই তাঁর মৃত্যু কোরোনার কারণে হয়েছে তা বলা যাবে না । এমন স্পর্শকাতর বিষয়ে ভুয়ো পোস্ট করা হল । তার জেরে কয়েকজন কাজ পাচ্ছেন না । এসব কিছুতেই মেনে নেওয়া হবে না । প্রয়োজনে আইনের দ্বারস্থ হব ।"

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি অনুপ দাস বলেন, "ওই এলাকায় কোরোনার সংক্রমণ যে বাড়ছে তা পৌরসভার কোয়ারানটিন জ়োনের সংখ্যা থেকেই স্পষ্ট । এতে কোনও বিতর্ক নেই । কিন্তু তা নিয়ে সোশাল মিড়িয়ায় পোস্ট করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা উচিত নয় । বিষয়টি আমরা দলীয় স্তরে খোঁজ নেব । দলের কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

বিষয়টি নিয়ে গতকালই পুলিশের দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা । গণস্বাক্ষর করে সন্ধ্যায় জমা দেওয়া হয় বারাসত থানায় । অভিযোগও করা হয় এই বিষয়ে । বারাসত থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । পলাতক শংকর সরকার ও দুলাল খাসকেলের খোঁজে তল্লাশি চলছে । আশা করা যায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে ।

বারাসত, 8 সেপ্টেম্বর : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেপ্তার করা হল দুই BJP কর্মীকে । ধৃতদের নাম ছোট্টু খাসকেল ও সঞ্জীব সিং । আজ সকালে বারাসতের অশ্বিনী পল্লি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ, এলাকার কোরোনা পরিস্থিতি উদ্বেগজনক বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন চার BJP কর্মী । এর জেরে বিভ্রান্তি ছড়ায় এলাকায় । শুরু হয় বিতর্কও । পরে সোশাল মিডিয়া থেকে সেই পোস্ট ডিলিট করেন অভিযুক্তরা । তবে এতেও ক্ষোভ কমেনি এলাকার বাসিন্দাদের ।

এই বিষয়ে গত সন্ধ্যায় অভিযুক্ত চার BJP কর্মীর বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তদন্তে নামে পুলিশ । আজ সকালে চার অভিযুক্তের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করা হয় । বাকি দু’জন পুলিশ আসার আগেই গা ঢাকা দেয় । তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।


কোরোনোর সংক্রমণ ক্রমেই বাড়ছে উত্তর 24 পরগনায় । সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে । ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে । মৃত্যুও হয়েছে 25 জনের । অশ্বিনী পল্লি এলাকার সমস্ত বাজার ও দোকানপাট সাতদিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে ।

এর মধ্যেই BJP-র তরফে সম্প্রতি এলাকায় স্যানিটাইজ় করা হয় । তোলা হয় ছবিও । অভিযোগ, এরপরই এলাকার চার BJP কর্মী স্যানিটাইজ় করার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে । লেখা হয়, এলাকার অনেকে কোরোনায় আক্রান্ত । এমনকী কোরোনায় 10 জনের মৃত্যুও হয়েছে বলে লেখা হয় সেখানে । মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ে ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, "ভুয়ো পোস্টের জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । আতঙ্কিত হয়ে বেশিরভাগ দোকানদার তাঁদের জিনিসপত্র দিতে রাজি হচ্ছেন না । দিনমজুর ও বিভিন্ন বাড়িতে যাঁরা পরিচারিকার কাজ করেন তাঁদের কর্মস্থানে কাজে নেওয়া হচ্ছে না । কোরোনা আবহে কর্মহীন হয়ে পড়েছেন এলাকার প্রায় 40টি পরিবারের অধিকাংশ বাসিন্দা ।" অভিযুক্ত BJP কর্মীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন তাঁরা ।

পরিস্থিতি বেগতিক বুঝে সোশাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করে দেয় অভিযুক্ত BJP কর্মীরা । বিষয়টি জানতে পেরেই ক্ষোভপ্রকাশ করেন পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা সমীর তালুকদার । বলেন, "কোরোনা পরিস্থিতিতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই ভুয়ো পোস্ট করা হয়েছে । সম্প্রতি অশ্বিনী পল্লি এলাকায় এক বৃদ্ধ মারা গিয়েছেন, এটা সত্যি । কিন্তু মৃতের কোরোনা পরীক্ষাই হয়নি । তাই তাঁর মৃত্যু কোরোনার কারণে হয়েছে তা বলা যাবে না । এমন স্পর্শকাতর বিষয়ে ভুয়ো পোস্ট করা হল । তার জেরে কয়েকজন কাজ পাচ্ছেন না । এসব কিছুতেই মেনে নেওয়া হবে না । প্রয়োজনে আইনের দ্বারস্থ হব ।"

BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ সভাপতি অনুপ দাস বলেন, "ওই এলাকায় কোরোনার সংক্রমণ যে বাড়ছে তা পৌরসভার কোয়ারানটিন জ়োনের সংখ্যা থেকেই স্পষ্ট । এতে কোনও বিতর্ক নেই । কিন্তু তা নিয়ে সোশাল মিড়িয়ায় পোস্ট করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা উচিত নয় । বিষয়টি আমরা দলীয় স্তরে খোঁজ নেব । দলের কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"

বিষয়টি নিয়ে গতকালই পুলিশের দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা । গণস্বাক্ষর করে সন্ধ্যায় জমা দেওয়া হয় বারাসত থানায় । অভিযোগও করা হয় এই বিষয়ে । বারাসত থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । পলাতক শংকর সরকার ও দুলাল খাসকেলের খোঁজে তল্লাশি চলছে । আশা করা যায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.