ETV Bharat / briefs

Coal theft in Durgapur : খনি আধিকারিক ও কয়লাচোর-সহ দুর্গাপুরে ধৃত 2 - দুর্গাপুরে কয়লা চুরিতে গ্রেফতার দুই

কয়লা চুরির ঘটনায় দুর্গাপুরে ধৃত দুই (Two arrested in coal theft in Durgapur) । ধৃতদের মধ্যে একজন কয়লা খনির আধিকারিক রয়েছেন।

Durgapur crime news
দুর্গাপুরে কয়লা চুরির ঘটনায় ধৃত 2
author img

By

Published : Jan 19, 2022, 6:22 PM IST

দুর্গাপুর, 20 জানুয়ারি : তাহলে কি সর্ষের মধ্যেই ভুত ? অন্ডাল থানার পুলিশের হাতে ধরা পড়ল কয়লা খনির এক আধিকারিক ও একজন কয়লা চোর । অন্ডালের কাজোড়া এলাকার জামবাদ খোলা মুখ খনিতে কয়লা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে খনি আধিকারিক-সহ মোট দু'জনকে (Two arrested in coal theft in Durgapur) । মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

জানা গিয়েছে, চুরির ঘটনায় আটক করা হয়েছে কয়লা ও ট্রাক । উদ্ধার হয় 17 মেট্রিক টন কয়লা । ধৃত রাম সিং ওই খনির প্রজেক্ট ম্যানেজার । তাঁর সঙ্গে ধরা পড়েছে আরও একজন । ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় মঙ্গলবার । পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে বিচারপতি চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পুলিশ ।

এতদিন পর্যন্ত কয়লাচুরি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সিআইএসএফ বাহিনী ও খনি আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । কয়লাখনির উত্তোলিত কয়লা চুরিতে একশ্রেণির খনি আধিকারিকরা যে জড়িত তা কি প্রমাণিত হল রাম সিংয়ের গ্রেফতারের ঘটনায় ? ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত । এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কয়লা চুরির নেপথ্যে আরও কে বা কারা জড়িত, তাদের গ্রেফতার করতে চায় অন্ডাল থানার পুলিশ ।

আরও পড়ুন: Police Recover Brown Sugar : দুর্গাপুরে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

দুর্গাপুর, 20 জানুয়ারি : তাহলে কি সর্ষের মধ্যেই ভুত ? অন্ডাল থানার পুলিশের হাতে ধরা পড়ল কয়লা খনির এক আধিকারিক ও একজন কয়লা চোর । অন্ডালের কাজোড়া এলাকার জামবাদ খোলা মুখ খনিতে কয়লা চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে খনি আধিকারিক-সহ মোট দু'জনকে (Two arrested in coal theft in Durgapur) । মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ।

জানা গিয়েছে, চুরির ঘটনায় আটক করা হয়েছে কয়লা ও ট্রাক । উদ্ধার হয় 17 মেট্রিক টন কয়লা । ধৃত রাম সিং ওই খনির প্রজেক্ট ম্যানেজার । তাঁর সঙ্গে ধরা পড়েছে আরও একজন । ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় মঙ্গলবার । পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে বিচারপতি চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পুলিশ ।

এতদিন পর্যন্ত কয়লাচুরি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার সিআইএসএফ বাহিনী ও খনি আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । কয়লাখনির উত্তোলিত কয়লা চুরিতে একশ্রেণির খনি আধিকারিকরা যে জড়িত তা কি প্রমাণিত হল রাম সিংয়ের গ্রেফতারের ঘটনায় ? ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত । এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে কয়লা চুরির নেপথ্যে আরও কে বা কারা জড়িত, তাদের গ্রেফতার করতে চায় অন্ডাল থানার পুলিশ ।

আরও পড়ুন: Police Recover Brown Sugar : দুর্গাপুরে ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.