ETV Bharat / briefs

গণধর্ষণের অভিযোগে পুরুলিয়ায় গ্রেপ্তার 2 - purulia news

এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ । আজ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ।

purulia
purulia
author img

By

Published : Jun 27, 2020, 6:04 PM IST

পুরুলিয়া, 27 জুন : গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ l অভিযুক্ত, লক্ষ্মীকান্ত টুডু এবং অগেন সোরেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা । আজ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় l

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 23 জুন পাহাড়পুর গ্রামে এক মহিলাকে তুলে নিয়ে যায় লক্ষ্মীকান্ত এবং আগেন । গ্রামের অদূরেই একটি ফাঁকা এলাকায় নিয়ে গণধর্ষণ করে বলে মহিলার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে ।

ওই মহিলা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান l তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে প্ৰথমে স্থানীয় বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় । সেখান থেকে ওই মহিলাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় l সেখানে তাঁর চিকিৎসা চলছে । তবে এখনও শারীরিকভাবে অসুস্থ তিনি বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

গত রাতে লক্ষ্মীকান্ত এবং আগেনের বিরুদ্ধে বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার l অভিযোগের ভিত্তিতে গত রাতেই অর্থাৎ শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার করে বান্দোয়ান থানার পুলিশ l আজ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় l ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে l

পুরুলিয়া, 27 জুন : গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ l অভিযুক্ত, লক্ষ্মীকান্ত টুডু এবং অগেন সোরেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা । আজ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় l

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 23 জুন পাহাড়পুর গ্রামে এক মহিলাকে তুলে নিয়ে যায় লক্ষ্মীকান্ত এবং আগেন । গ্রামের অদূরেই একটি ফাঁকা এলাকায় নিয়ে গণধর্ষণ করে বলে মহিলার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে ।

ওই মহিলা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান l তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে প্ৰথমে স্থানীয় বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় । সেখান থেকে ওই মহিলাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় l সেখানে তাঁর চিকিৎসা চলছে । তবে এখনও শারীরিকভাবে অসুস্থ তিনি বলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ।

গত রাতে লক্ষ্মীকান্ত এবং আগেনের বিরুদ্ধে বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতার পরিবার l অভিযোগের ভিত্তিতে গত রাতেই অর্থাৎ শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার করে বান্দোয়ান থানার পুলিশ l আজ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় l ধৃতদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.