ETV Bharat / briefs

VVPAT পরীক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের - supreme court

VVPAT পরীক্ষায় পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট । বিরোধীদের আবেদন খারিজ করে রঞ্জন গগৈর বেঞ্চ বলে, আমরা আমাদের নির্দেশ পরিবর্তন করব না ।

VVPAT পরীক্ষার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
author img

By

Published : May 7, 2019, 12:39 PM IST

Updated : May 7, 2019, 2:57 PM IST

দিল্লি, 7 মে : VVPAT নিয়ে পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট । 50 শতাংশ বুথে VVPAT স্লিপ পরীক্ষার আবেদন করা হয়েছিল । 21 টি বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে VVPAT পরীক্ষার আবেদন করছিল । আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ এই আর্জি খারিজ করে দেয় ।

8 এপ্রিল মামলাটির প্রথম শুনানি হয় । শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত 50 শতাংশ বুথে VVPAT স্লিপ যদি পরীক্ষা করা হয় তাহলে ফল প্রকাশ করতে অন্তত 5 দিন দেরি হতে পারে ।

এই বিষয়ে ডেপুটি নির্বাচন আধিকারিক সুদীপ জৈন বলেন, "আমরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি । সব দিক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছিল পাঁচটি VVPAT-এ গণনা করা হবে । EVM এবং VVPAT নিখুঁত কাজ করে । এবিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই । "

লোকসভা নির্বাচনে এই প্রথম VVPAT ব্যবহার করা হয়েছে । এছাড়া কয়েকটি বিধানসভা উপনির্বাচনে এই মেসিনের ব্যবহার করা হচ্ছে ।

দিল্লি, 7 মে : VVPAT নিয়ে পুরোনো সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট । 50 শতাংশ বুথে VVPAT স্লিপ পরীক্ষার আবেদন করা হয়েছিল । 21 টি বিরোধী রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে VVPAT পরীক্ষার আবেদন করছিল । আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ এই আর্জি খারিজ করে দেয় ।

8 এপ্রিল মামলাটির প্রথম শুনানি হয় । শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত 50 শতাংশ বুথে VVPAT স্লিপ যদি পরীক্ষা করা হয় তাহলে ফল প্রকাশ করতে অন্তত 5 দিন দেরি হতে পারে ।

এই বিষয়ে ডেপুটি নির্বাচন আধিকারিক সুদীপ জৈন বলেন, "আমরা সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে খুশি । সব দিক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছিল পাঁচটি VVPAT-এ গণনা করা হবে । EVM এবং VVPAT নিখুঁত কাজ করে । এবিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই । "

লোকসভা নির্বাচনে এই প্রথম VVPAT ব্যবহার করা হয়েছে । এছাড়া কয়েকটি বিধানসভা উপনির্বাচনে এই মেসিনের ব্যবহার করা হচ্ছে ।

Howrah (West Bengal), May 06 (ANI): Amidst the Lok Sabha elections, a massive scuffle broke out between the Trinamool Congress (TMC) Member of Parliament (MP) Prasun Banerjee and security forces in West Bengal's Howrah today. The scuffle broke out at polling booth number 49 and 50 in Howrah. Prasun Banerjee is MP of TMC from WB's Howrah. Fifth phase of LS elections are underway for 51 parliamentary constituencies across the seven states in India today.
Last Updated : May 7, 2019, 2:57 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.