কলকাতা, 14 অক্টোবর : লোকাল ট্রেন চালু করা নিয়ে এবারে উদ্যোগী হল পূর্ব রেল । রাজ্য সরকারকে চিঠি দিয়ে রেল চলাচলের বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল রেল কর্তৃপক্ষ । জানা গেছে, কত জোড়া ট্রেন চলবে, সামাজিক দূরত্ব বিধি মেনে কীভাবে তা চালানো সম্ভব হবে সব কিছুই চিঠিতে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে রেল কর্তৃপক্ষ ।
প্রায় 7 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা । রেলওয়ে কর্মচারীদের জন্য শুধুমাত্র সারাদিনে কয়েক'টি "স্পেশাল ট্রেন" চলছে । কোনও উপায় না থাকার কারণে সেই ট্রেনগুলিতেই চেপে পড়ছে সাধারণ মানুষ । সম্প্রতি সোনারপুর, হুগলির পান্ডুয়াসহ বেশ কয়েকটি স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখায় ।
এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ । পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার চিঠি দিয়েছেন রাজ্যের ডেপুটি মুখ্য সচিবকে । চিঠিতে তিনি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে রেলের সঙ্গে বসে লোকাল ট্রেন চলাচলের বিষয়টি নিষ্পত্তি করুক রাজ্য ।
ইতিমধ্যেই BJP-র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখে লোকাল ট্রেন পরিষেবা চালুর বিষয়ে দরবার করেছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে লোকাল ট্রেন পরিষেবা চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জানিয়েছেন রাজ্যের বিরোধী দলের দুই নেতা আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী । তবে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক উত্তর পাওয়া যায়নি ।