ETV Bharat / briefs

কোরোনা পরিস্থিতিতে প্রতিবাদ সোশাল মিডিয়ায় - দার্জিলিং তৃণমূল সভাপতি রঞ্জন সরকার 

কোরোনা আবহে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা হবে । তবে সোশাল মিডিয়ায় সেই কর্মসূচি পালন করা হবে । সংক্রমণ মোকাবিলায় রাস্তায় জমায়েত হবে না বলে স্পষ্ট জানালেন দার্জিলিং তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ।

tmc
tmc
author img

By

Published : Jun 28, 2020, 12:48 AM IST

শিলিগুড়ি, 27 জুন : কোরোনা আবহেও দুর্নীতির বিরুদ্ধে চলবে আন্দোলন । প্রতিবাদ কর্মসূচি পালন করবে দার্জিলিং জেলা তৃণমূল । তবে রাস্তায় নেমে নয় ৷ আন্দোলন চলবে সোশাল মিডিয়ায় । পোস্ট হবে ব্যানার । চলবে পোস্টারিংও । জনমত গঠনের কাজও হবে বলে আজ জানালেন দার্জিলিং তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ।

কোরোনা মোকাবিলায় PM কেয়ার ফান্ডের অস্বচ্ছতার অভিযোগ তোলেন রঞ্জন সরকার । আজ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি । তাঁর অভিযোগ PM কেয়ার ফান্ডের স্বচ্ছতা নেই ৷ তিনি বলেন, “PM কেয়ার ফান্ডের অর্থের হিসেব দিতে হবে । গরিব কল্যাণ যোজনার আওতায় রাজ্যকে অর্থ দিতে হবে । এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন চলবে ।”



সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি বলেন, “BJP-র নেতৃত্ব শিলিগুড়িতে দ্বায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে । সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার আগেই এক নেতা ঘুরেছেন বাজার এলাকায় । অন্যান্য এলাকায়ও দেখা গিয়েছে তাঁকে । তার ফল ভুগছে শহরবাসী । তবে আমরা দ্বায়িত্বশীল । আমাদেরও অনেক ইশু রয়েছে । আমরা রাস্তায় নামতে পারি । তবে তা করব না । আমরা এই কঠিন পরিস্থিতিতে পথে নেমে নয়, সোশাল মিডিয়ায় আন্দোলন চালিয়ে যাব ।”

কোরোনা পরিস্থিতিতে প্রতিবাদ সোশাল মিডিয়ায়

শিলিগুড়ি, 27 জুন : কোরোনা আবহেও দুর্নীতির বিরুদ্ধে চলবে আন্দোলন । প্রতিবাদ কর্মসূচি পালন করবে দার্জিলিং জেলা তৃণমূল । তবে রাস্তায় নেমে নয় ৷ আন্দোলন চলবে সোশাল মিডিয়ায় । পোস্ট হবে ব্যানার । চলবে পোস্টারিংও । জনমত গঠনের কাজও হবে বলে আজ জানালেন দার্জিলিং তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ।

কোরোনা মোকাবিলায় PM কেয়ার ফান্ডের অস্বচ্ছতার অভিযোগ তোলেন রঞ্জন সরকার । আজ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি । তাঁর অভিযোগ PM কেয়ার ফান্ডের স্বচ্ছতা নেই ৷ তিনি বলেন, “PM কেয়ার ফান্ডের অর্থের হিসেব দিতে হবে । গরিব কল্যাণ যোজনার আওতায় রাজ্যকে অর্থ দিতে হবে । এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন চলবে ।”



সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি বলেন, “BJP-র নেতৃত্ব শিলিগুড়িতে দ্বায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে । সোয়াব পরীক্ষার রিপোর্ট আসার আগেই এক নেতা ঘুরেছেন বাজার এলাকায় । অন্যান্য এলাকায়ও দেখা গিয়েছে তাঁকে । তার ফল ভুগছে শহরবাসী । তবে আমরা দ্বায়িত্বশীল । আমাদেরও অনেক ইশু রয়েছে । আমরা রাস্তায় নামতে পারি । তবে তা করব না । আমরা এই কঠিন পরিস্থিতিতে পথে নেমে নয়, সোশাল মিডিয়ায় আন্দোলন চালিয়ে যাব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.