ETV Bharat / briefs

সাতগাছিয়ায় BJP-র পার্টি অফিস পুনর্দখল তৃণমূলের - Recaptured

সাতগাছিয়ার রানিয়ার তৃণমূলের পার্টি অফিস দখল নিয়েছিল BJP । প্রায় 48 ঘণ্টা পর তা পুনর্দখল করল তৃণমূল ।

পার্টি অফিস পুনর্দখল
author img

By

Published : Jun 20, 2019, 2:19 PM IST

Updated : Jun 20, 2019, 10:49 PM IST

সাতগাছিয়া, 20 জুন : তৃণমূলের পার্টি অফিস দখল নিয়েছিল BJP । প্রায় 48 ঘণ্টা পর তা পুনর্দখল করল তৃণমূল । যদিও BJP-র দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসের দখল নিয়েছে । ঘটনাটি সাতগাছিয়ার রানিয়ার ।

এপ্রসঙ্গে জেলা BJP সহ সভাপতি সুফল ঘাটু বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল আমাদের পার্টি অফিসের দখল নিয়েছিল । আমরা পরে তা পুনরুদ্ধার করি । ফের ওরা দখল করে নেয় । মঙ্গলবার দলীয় কর্মীরা গিয়ে আমরা আবার ওই পার্টি অফিস নিজেদের কব্জায় আনি । কিন্তু, আজ এসে ওরা পার্টি অফিস দখল করে । নিজেদের পার্টি অফিস থাকা সত্ত্বেও ওরা আমাদের পার্টি অফিসের দখল নিচ্ছে । এই ধরনের ঘৃণ্য কাজ একমাত্র ওদের পক্ষেই সম্ভব । মানুষ ওদের জবাব দেবে ।"

অন্যদিকে, ব্লক তৃণমূল সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, "ওটা আমাদের পার্টি অফিস ছিল । মঙ্গলবার বহিরাগতদের নিয়ে এসে বোমা, বন্দুক দেখিয়ে দখল নেয় BJP । 48 ঘণ্টা পর আমরা দলীয় কার্যালয় ফিরে পাই । BJP পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে । মানুষই এর প্রতিবাদ করবে । ধর্ম নিয়ে বেশিদিন রাজনীতি করা যায় না ।"

সাতগাছিয়া, 20 জুন : তৃণমূলের পার্টি অফিস দখল নিয়েছিল BJP । প্রায় 48 ঘণ্টা পর তা পুনর্দখল করল তৃণমূল । যদিও BJP-র দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসের দখল নিয়েছে । ঘটনাটি সাতগাছিয়ার রানিয়ার ।

এপ্রসঙ্গে জেলা BJP সহ সভাপতি সুফল ঘাটু বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল আমাদের পার্টি অফিসের দখল নিয়েছিল । আমরা পরে তা পুনরুদ্ধার করি । ফের ওরা দখল করে নেয় । মঙ্গলবার দলীয় কর্মীরা গিয়ে আমরা আবার ওই পার্টি অফিস নিজেদের কব্জায় আনি । কিন্তু, আজ এসে ওরা পার্টি অফিস দখল করে । নিজেদের পার্টি অফিস থাকা সত্ত্বেও ওরা আমাদের পার্টি অফিসের দখল নিচ্ছে । এই ধরনের ঘৃণ্য কাজ একমাত্র ওদের পক্ষেই সম্ভব । মানুষ ওদের জবাব দেবে ।"

অন্যদিকে, ব্লক তৃণমূল সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, "ওটা আমাদের পার্টি অফিস ছিল । মঙ্গলবার বহিরাগতদের নিয়ে এসে বোমা, বন্দুক দেখিয়ে দখল নেয় BJP । 48 ঘণ্টা পর আমরা দলীয় কার্যালয় ফিরে পাই । BJP পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে । মানুষই এর প্রতিবাদ করবে । ধর্ম নিয়ে বেশিদিন রাজনীতি করা যায় না ।"

New Delhi, June 20 (ANI): Bollywood actors Kiara Ali Advani and Shahid Kapoor starrer 'Kabir Singh' are soon to hit the theaters and ahead of the release the star cast of the film is seen promoting the film in full swing. The actors attended a press conference in New Delhi and spoke to mediapersons about their upcoming film.While speaking to ANI, Shahid Kapoor said, "The reason I chose to do this film was that I connected with the film. I felt like that Telugu audience has watched this film and if I get a chance to take this film to the audience of this country then it's a great opportunity for me. As an actor I felt I should attempt this movie. "
Last Updated : Jun 20, 2019, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.