সাতগাছিয়া, 20 জুন : তৃণমূলের পার্টি অফিস দখল নিয়েছিল BJP । প্রায় 48 ঘণ্টা পর তা পুনর্দখল করল তৃণমূল । যদিও BJP-র দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসের দখল নিয়েছে । ঘটনাটি সাতগাছিয়ার রানিয়ার ।
এপ্রসঙ্গে জেলা BJP সহ সভাপতি সুফল ঘাটু বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল আমাদের পার্টি অফিসের দখল নিয়েছিল । আমরা পরে তা পুনরুদ্ধার করি । ফের ওরা দখল করে নেয় । মঙ্গলবার দলীয় কর্মীরা গিয়ে আমরা আবার ওই পার্টি অফিস নিজেদের কব্জায় আনি । কিন্তু, আজ এসে ওরা পার্টি অফিস দখল করে । নিজেদের পার্টি অফিস থাকা সত্ত্বেও ওরা আমাদের পার্টি অফিসের দখল নিচ্ছে । এই ধরনের ঘৃণ্য কাজ একমাত্র ওদের পক্ষেই সম্ভব । মানুষ ওদের জবাব দেবে ।"
অন্যদিকে, ব্লক তৃণমূল সহ সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, "ওটা আমাদের পার্টি অফিস ছিল । মঙ্গলবার বহিরাগতদের নিয়ে এসে বোমা, বন্দুক দেখিয়ে দখল নেয় BJP । 48 ঘণ্টা পর আমরা দলীয় কার্যালয় ফিরে পাই । BJP পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে । মানুষই এর প্রতিবাদ করবে । ধর্ম নিয়ে বেশিদিন রাজনীতি করা যায় না ।"