ETV Bharat / briefs

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভে দুই মন্ত্রী - petrol price hike

জলপাইগুড়িতে বিক্ষোভ তৃণমূলের । পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভে ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম দেব, কিষান কল্যাণী, সৈকত চট্টোপাধ্যায় সহ দলের অন্য নেতারা।

Jalpaiguri
Jalpaiguri
author img

By

Published : Jul 8, 2020, 3:53 PM IST

জলপাইগুড়ি, 8 জুলাই : পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন রাজ্যের দুই মন্ত্রী । আজ জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান অরূপ বিশ্বাস ও গৌতম দেব ।

অরূপ বিশ্বাস বলেন," লকডাউনের সময় কেন্দ্রীয় সরকার 22 বার পেট্রলের দাম বাড়িয়েছে । সাধারণ মানুষ আজ বিভ্রান্ত । সারা রাজ্যে আজ আমাদের বিক্ষোভ চলছে । আজ আমি আর গৌতম দেব বিক্ষোভে সামিল হয়ছি । কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য পেট্রল-ডিজ়েল, রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে । সাধারণ মানুষ বিপদে পড়েছে । "

গৌতমবাবু বলেন,"পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে । তৃৃণমূল নেত্রীর ডাকে আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি।"

এছাড়াও আজকের প্রতিবাদে যোগ দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি কিষান কল্যাণী, যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ দলের অন্য নেতারা।

জলপাইগুড়ি, 8 জুলাই : পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন রাজ্যের দুই মন্ত্রী । আজ জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান অরূপ বিশ্বাস ও গৌতম দেব ।

অরূপ বিশ্বাস বলেন," লকডাউনের সময় কেন্দ্রীয় সরকার 22 বার পেট্রলের দাম বাড়িয়েছে । সাধারণ মানুষ আজ বিভ্রান্ত । সারা রাজ্যে আজ আমাদের বিক্ষোভ চলছে । আজ আমি আর গৌতম দেব বিক্ষোভে সামিল হয়ছি । কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য পেট্রল-ডিজ়েল, রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে । সাধারণ মানুষ বিপদে পড়েছে । "

গৌতমবাবু বলেন,"পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে । তৃৃণমূল নেত্রীর ডাকে আজ আমরা প্রতিবাদে সামিল হয়েছি।"

এছাড়াও আজকের প্রতিবাদে যোগ দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি কিষান কল্যাণী, যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ দলের অন্য নেতারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.