ব্যারাকপুর, 2 জুন : কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলোরানি সরকারের বাড়িতে গতকাল দলীয় বৈঠক ছিল । সেখানে আসার সময় তৃণমূল নেতাদের সামনে জয়শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে কাঁচরাপাড়ায় । তৃণমূলের অভিযোগ, বৈঠকের পর থেকেই তৃণমূল নেত্রীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে । তাঁর বাড়ির সামনে BJP-র বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে । এর নেতৃত্বে রয়েছেন শুভ্রাংশু রায় । যদিও অভিযোগ অস্বীকার করেছেন শুভ্রাংশু । তাঁর বক্তব্য, "প্রচারে আসার জন্য অনেকেই অনেক কিছু করেন । "
আজ নিজের বাড়িতে বসে আলোরানি বলেন, "বৈঠকের পর তো নেতারা চলে গেলেন । তারপর তো আমার বাড়িতে হুমকি (দেওয়া হচ্ছে) । এখানে বাইকবাহিনীর তাণ্ডব চলছে । আমাকে তো মেরে ফেরার হুমকি দেওয়া হয়েছে । শুধু আমিই নয়, দলের সব নেতাদেরই জীবনসংশয় দেখা দিয়েছে । দেখে নেবে, বুঝে নেবে এসব বলে হুমকি দেওয়া হয়েছে । আমরা থানায় জানিয়েছি । নাম ধরে থানায় জমা দিয়েছি । " এই ঘটনায় কারা জড়িত ? সে প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের এই সাধারণ সম্পাদক বলেন, "এরা সব নব্য BJP । আগে ছিল তৃণমূল । পুরোনো BJP কর্মীরা খুব কম আসছে । মদ খাইয়ে লাফালাফি করানো হচ্ছে । এটা মুকুল পুত্র শুভ্রাংশুর নেতৃত্বে হচ্ছে । "
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভ্রাংশু । তিনি বলেন, "কেউ কেউ অভিযোগ করতে অভ্যস্ত থাকেন । নিজের পাবলিসিটির জন্য অনেকে অনেক কিছু করতে পারেন । এই বিষয়ে আমার কিছু বলা ঠিক নয় । " পাশাপাশি, আলোরানির রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে শুভ্রাংশু বলেন, "আলোরানি সরকার কবে সভাপতি হলেন তা আমরা কেউ জানি না । তবে এটা অন্য দলের বিষয় । আমি যতদূর চিনি, 2016 সালে আলোরানি BJP প্রার্থী হয়েছিলেন । তারপর থেকে BJP-তেই ছিলেন । পরে অজ্ঞাত কারণে হঠাৎ তৃণমূলে চলে যান । তিনি কত সালে রাজ্যে এসেছেন তাও আমরা জানি না ।"