ETV Bharat / briefs

গাইঘাটায় ব্যক্তির বাড়িতে হামলা, আগুন; তৃণমূল নেতার বিরুদ্ধে মদতের অভিযোগ - গাইঘাটা

প্রতিবেশীর বাড়িতে হামলার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে । তৃণমূল নেতার মদতেই হামলা বলে অভিযোগ । গাইঘাটার ঘটনা ।

North 24 pargana
ভাঙচুর
author img

By

Published : Apr 14, 2020, 12:13 AM IST

গাইঘাটা , 13 এপ্রিল : দু'মাস আগে চুরি গিয়েছে কলের হাতল । প্রতিবেশীই তা চুরি করেছে এই সন্দেহে বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে । স্থানীয় তৃণমূল নেতা এই হামলায় প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ ৷ উত্তর 24 পরগনার গাইঘাটার শিমুলিয়া উত্তরপাড়া এলাকার ঘটনা ।

দু'মাস আগে উত্তরপাড়ার একটি কলের হাতল চুরি যায় । প্রতিবেশী নজরুল মণ্ডল সেটি চুরি করেছে ৷ এই অভিযোগ তুলে রবিবার রাতে মিজানুর মোল্লা , রজ্জাক মোল্লারা আচমকা তাঁর বাড়িতে চড়াও হয় । নজরুলের ঘরে তল্লাশি করতে গেলে তিনি তাতে বাধা দেন । খবর পেয়ে ঘটনাস্থানে হাজির হন স্থানীয় তৃণমূল নেতা সুভাষ হালদার । অভিযোগ, তাঁর মদতে নজরুল ও তাঁর পরিবারের মাহিলাদের মারধর করা হয় । পরে ওই বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় । প্রাণ বাঁচাতে নজরুল পরিবারের সবাইকে নিয়ে রাতেই অন্যত্র পালিয়ে যান । এরপর আজ গাইঘাটা থানায় মিজানুর মোল্লা, রজ্জাক মোল্লা সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

যদিও তৃণমূল নেতা সুভাষ হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন , নজরুলের পরিবার বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত । ওদের বিরুদ্ধে গ্রামের বহু মানুষের ক্ষোভ ছিল । কলের হাতল চুরির সঙ্গেও ওরা জড়িত আছে । গ্রামবাসীরা চাপ দিতে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙচুর করে আগুন লাগিয়েছে । তারপর নিজেরাই পালিয়ে গিয়েছে । কেউ ওদের কিছু বলেনি ।

গাইঘাটা , 13 এপ্রিল : দু'মাস আগে চুরি গিয়েছে কলের হাতল । প্রতিবেশীই তা চুরি করেছে এই সন্দেহে বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে । স্থানীয় তৃণমূল নেতা এই হামলায় প্ররোচনা দিয়েছে বলে অভিযোগ ৷ উত্তর 24 পরগনার গাইঘাটার শিমুলিয়া উত্তরপাড়া এলাকার ঘটনা ।

দু'মাস আগে উত্তরপাড়ার একটি কলের হাতল চুরি যায় । প্রতিবেশী নজরুল মণ্ডল সেটি চুরি করেছে ৷ এই অভিযোগ তুলে রবিবার রাতে মিজানুর মোল্লা , রজ্জাক মোল্লারা আচমকা তাঁর বাড়িতে চড়াও হয় । নজরুলের ঘরে তল্লাশি করতে গেলে তিনি তাতে বাধা দেন । খবর পেয়ে ঘটনাস্থানে হাজির হন স্থানীয় তৃণমূল নেতা সুভাষ হালদার । অভিযোগ, তাঁর মদতে নজরুল ও তাঁর পরিবারের মাহিলাদের মারধর করা হয় । পরে ওই বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় । প্রাণ বাঁচাতে নজরুল পরিবারের সবাইকে নিয়ে রাতেই অন্যত্র পালিয়ে যান । এরপর আজ গাইঘাটা থানায় মিজানুর মোল্লা, রজ্জাক মোল্লা সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

যদিও তৃণমূল নেতা সুভাষ হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন , নজরুলের পরিবার বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত । ওদের বিরুদ্ধে গ্রামের বহু মানুষের ক্ষোভ ছিল । কলের হাতল চুরির সঙ্গেও ওরা জড়িত আছে । গ্রামবাসীরা চাপ দিতে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙচুর করে আগুন লাগিয়েছে । তারপর নিজেরাই পালিয়ে গিয়েছে । কেউ ওদের কিছু বলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.