ETV Bharat / briefs

সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে জেনে তৃণমূল ভয় পাচ্ছে : কৈলাস

গতকাল BJP প্রার্থী নীলাঞ্জন রায় মনোনয়নপত্র জমা দেন । তাঁর প্রচার মিছিলে থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Apr 24, 2019, 5:38 AM IST

কলকাতা, ২৪ এপ্রিল : "রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে জেনে তৃণমূল ভয় পাচ্ছে ।" গতকাল আলিপুরে এসে একথা বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের BJP প্রার্থী নিলাঞ্জন রায়ের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে পা মেলান ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কৈলাস বলেন, "সুপার CM-র (মমতা বন্দ্যোপাধ্যায়) সামনে একটা সামান্য কার্যকর্তাও জিতে দেখাতে পারেন । এখন জনতা অনেক বুদ্ধিমান হয়ে গেছে । তারা সন্ত্রাসের কাছে মাথা নিচু করতে চাইছে না । এই রাজ্যে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তা রুখতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে । তা দেখেই হারার ভয় পাচ্ছে তৃণমূল । ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটাররা অনেকেই এলাকার সাংসদকে দেখতে পাননি । তাঁকে কখনও ওই কেন্দ্রে ঘুরতে দেখা যায়নি । এলাকায় কোনও উন্নতিই হয়নি । উলটো দিকে আমাদের প্রার্থী নীলাঞ্জন রায় রাস্তায় নেমে কাজ করার মানুষ ।"

ডায়মন্ড হারবার কেন্দ্রের উন্নয়ন প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, "এই লোকসভা কেন্দ্রে গুন্ডাগিরিতে, তোলাবাজিতে এবং সিন্ডিকেটে উন্নয়ন হয়েছে । মহিলারা এখানে সুরক্ষিত নয় । এমন উন্নয়ন হয়েছে যে মা-মেয়েরা সম্মান পায় না । উন্নয়নের নামে ডায়মন্ড হারবারে এসবই হয়েছে । আমাদের লড়াকু প্রার্থী নিলাঞ্জন বিপুল সংখ্যক ভোটে জিতবে ।"

গতকাল BJP প্রার্থী নীলাঞ্জন রায় অতিরিক্ত জেলাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন । তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার (পশ্চিম) BJP সভাপতি অভিজিৎ দাস, রাজ্যের মহিলা মোর্চার নেত্রী মৌমিতা বিশ্বাস মিত্র, নীলাঞ্জনবাবুর মুখ্য নির্বাচনী এজেন্ট প্রদীপ মণ্ডল, ওই কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক হরেকৃষ্ণ দত্ত প্রমুখ।

নীলাঞ্জনবাবু বলেন, "আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে মানুষ মোদিকেই বেছে নেবেন । "

কলকাতা, ২৪ এপ্রিল : "রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে জেনে তৃণমূল ভয় পাচ্ছে ।" গতকাল আলিপুরে এসে একথা বললেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের BJP প্রার্থী নিলাঞ্জন রায়ের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে পা মেলান ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কৈলাস বলেন, "সুপার CM-র (মমতা বন্দ্যোপাধ্যায়) সামনে একটা সামান্য কার্যকর্তাও জিতে দেখাতে পারেন । এখন জনতা অনেক বুদ্ধিমান হয়ে গেছে । তারা সন্ত্রাসের কাছে মাথা নিচু করতে চাইছে না । এই রাজ্যে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তা রুখতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে । তা দেখেই হারার ভয় পাচ্ছে তৃণমূল । ডায়মন্ড হারবার কেন্দ্রের ভোটাররা অনেকেই এলাকার সাংসদকে দেখতে পাননি । তাঁকে কখনও ওই কেন্দ্রে ঘুরতে দেখা যায়নি । এলাকায় কোনও উন্নতিই হয়নি । উলটো দিকে আমাদের প্রার্থী নীলাঞ্জন রায় রাস্তায় নেমে কাজ করার মানুষ ।"

ডায়মন্ড হারবার কেন্দ্রের উন্নয়ন প্রসঙ্গে বিজয়বর্গীয় বলেন, "এই লোকসভা কেন্দ্রে গুন্ডাগিরিতে, তোলাবাজিতে এবং সিন্ডিকেটে উন্নয়ন হয়েছে । মহিলারা এখানে সুরক্ষিত নয় । এমন উন্নয়ন হয়েছে যে মা-মেয়েরা সম্মান পায় না । উন্নয়নের নামে ডায়মন্ড হারবারে এসবই হয়েছে । আমাদের লড়াকু প্রার্থী নিলাঞ্জন বিপুল সংখ্যক ভোটে জিতবে ।"

গতকাল BJP প্রার্থী নীলাঞ্জন রায় অতিরিক্ত জেলাশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন । তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার (পশ্চিম) BJP সভাপতি অভিজিৎ দাস, রাজ্যের মহিলা মোর্চার নেত্রী মৌমিতা বিশ্বাস মিত্র, নীলাঞ্জনবাবুর মুখ্য নির্বাচনী এজেন্ট প্রদীপ মণ্ডল, ওই কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক হরেকৃষ্ণ দত্ত প্রমুখ।

নীলাঞ্জনবাবু বলেন, "আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে মানুষ মোদিকেই বেছে নেবেন । "

New Delhi, Apr 24 (ANI): Twitter's Q1 2019 earnings report is here and it seems the company's attempts at making it a healthier conversation platform are paying off.Twitter recorded average monetizable daily active usage (mDAU) for the quarter at 134 million, up 11 per cent year-over-year. The average monthly active users (MAU) in Q1 were recorded at 330 million, an increase of 9 million quarter-over-quarter, Twitter said in its report.In terms of profitability, Twitter exceeded expectations with an operating income of USD 94 million and a margin of 12 per cent. The revenue went up 18 per cent, with a particular response in the US.Twitter said that ensuring and maintaining the platform's health remains the top priority for Q2, 2019. The aim remains to provide users with credible information and make Twitter a safe platform to engage in conversations.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.