ETV Bharat / briefs

হুগলি জেলা তৃণমূল সভাপতি পদ থেকে অপসারিত তপন, BJP-তে যাওয়ার সম্ভাবনা

হুগলিতে বদল হল তৃণমূল জেলা সভাপতি । নতুন জেলা সভাপতি আগে আরামবাগে তৃণমূলের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন ।

তপন দাশগুপ্ত
author img

By

Published : Jul 4, 2019, 10:05 AM IST

হুগলি, 4 জুলাই : লোকসভায় হারের জের । কোপ পড়়ল জেলা সভাপতির উপরই । খবরটা ছড়াচ্ছিল আনাচে-কানাচে । এবার সত্যি সত্যিই বদল করা হল হুগলি জেলা তৃণমূল সভাপতিকে । তপন দাশগুপ্তের জায়গায় এলেন দিলীপ যাদব । তৃণমূলের কার্যকরী সভাপতি হিসেবে আরামবাগের দায়িত্বে ছিলেন তিনি ।

হুগলিতে তৃণমূলের পরাজয় হয়েছে । আর এরপরই কার্যত তপনবাবুকে একঘরে করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । হুগলি জেলার চেয়ারপার্সন করা হয়েছিল রত্না দে নাগকে । বলাগড়, চুঁচুড়া ও আদিসপ্তগ্রামে তৃণমূলের চরম বিপর্যয় হয় । এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয় তপনবাবুকে । শুধু তাই নয়, তিনিই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দায়ি বলে মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ । নিচুতলার কর্মীদের আবার অভিযোগ, তোলাবাজি, কাটমানির সঙ্গে যুক্ত ছিলেন তপনবাবু । সূত্রের খবর, জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর মন্ত্রিত্বও খোয়াতে পারেন তিনি । শোনা যাচ্ছে, তপনবাবু BJP-র সঙ্গেও যোগাযোগ রাখছেন ।

dilip
দিলীপ যাদব

তৃণমূলের নতুন জেলা সভাপতি দিলীপবাবুর সঙ্গে কার্যকরী সভাপতি হিসেবে চারজনকে রাখা হয়েছে । তাঁরা হলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ও ধনেখালির বিধায়ক অসীমা পাত্র । এরমধ্যে প্রবীর ঘোষাল ও অসীমা পাত্র কার্যকরী সভাপতি হিসেবে আগে থেকেই কাজ করছিলেন ।

হুগলি, 4 জুলাই : লোকসভায় হারের জের । কোপ পড়়ল জেলা সভাপতির উপরই । খবরটা ছড়াচ্ছিল আনাচে-কানাচে । এবার সত্যি সত্যিই বদল করা হল হুগলি জেলা তৃণমূল সভাপতিকে । তপন দাশগুপ্তের জায়গায় এলেন দিলীপ যাদব । তৃণমূলের কার্যকরী সভাপতি হিসেবে আরামবাগের দায়িত্বে ছিলেন তিনি ।

হুগলিতে তৃণমূলের পরাজয় হয়েছে । আর এরপরই কার্যত তপনবাবুকে একঘরে করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব । হুগলি জেলার চেয়ারপার্সন করা হয়েছিল রত্না দে নাগকে । বলাগড়, চুঁচুড়া ও আদিসপ্তগ্রামে তৃণমূলের চরম বিপর্যয় হয় । এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হয় তপনবাবুকে । শুধু তাই নয়, তিনিই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দায়ি বলে মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ । নিচুতলার কর্মীদের আবার অভিযোগ, তোলাবাজি, কাটমানির সঙ্গে যুক্ত ছিলেন তপনবাবু । সূত্রের খবর, জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর মন্ত্রিত্বও খোয়াতে পারেন তিনি । শোনা যাচ্ছে, তপনবাবু BJP-র সঙ্গেও যোগাযোগ রাখছেন ।

dilip
দিলীপ যাদব

তৃণমূলের নতুন জেলা সভাপতি দিলীপবাবুর সঙ্গে কার্যকরী সভাপতি হিসেবে চারজনকে রাখা হয়েছে । তাঁরা হলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ও ধনেখালির বিধায়ক অসীমা পাত্র । এরমধ্যে প্রবীর ঘোষাল ও অসীমা পাত্র কার্যকরী সভাপতি হিসেবে আগে থেকেই কাজ করছিলেন ।

Intro:তৃণমূলের হুগলি জেলার জেলা সভাপতি বদল।তপন দাশ গুপ্তের পরিবর্তে দিলীপ যাদব কে করা হল জেলা সভাপতি।যদিও তৃণমূলের কার্যকরী সভাপতি হিসাবে আরামবাগের দায়িত্বে ছিলেন দিলীপ বাবু।রাজনৈতিক মহলের ধারণা হুগলি লোকসভা পরাজয়ের পরই তপন দাশ গুপ্তকে এক প্রকার এক ঘরে করেছিল তৃণমূল নেতৃত্ব।হুগলি জেলার চেয়ারপার্শন করা হয়েছিল রত্না দে নাগ কে।বলাগর ,চুঁচুড়া ও আদিসপ্তগ্রামে তৃণমূলের চরম বিপর্যয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ভৎসনার মুখে পর হয় তপন বাবু কে।শুধু তাই নয় গোষ্ঠী দ্বন্দ্বের মূল কান্ডারী হিসাবে মনে করছে তৃণমূল নেতৃত্ব।তার আমলেই নিচু তলা কর্মীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ পায়।নিচু তলার কর্মীদের অভিযোগ তোলা বাজি কাটমানি সঙ্গে যুক্ত ছিলেন তপন বাবু।সূত্রে থেকে খবর জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া পর মন্ত্রী ও খোয়াতে পারেন তিনি।শোনা যাচ্ছে তিনি তলায় তলায় বিজেপির দিকে পা বাড়ছেন।হয়তো সেই কারণেই তৃণমূল নেতৃত্বের এই সিদ্ধান্ত।
তৃণমূলের জেলা সভাপতি দিলীপ বাবুর সঙ্গে কার্যকরী সভাপতি হিসাবে চার জন কে রাখা হয়েছে।তার মধ্যে নতুন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, হরিপাল বিধায়ক বেচারাম মান্না।আর প্রবীর ঘোষাল ও অসীম পাত্র তো ছিলেন ই।
WB_HGL_03JUL_TMC DISTRIC PRESIDENT CHANAGE_7203418Body:WB_HGL_03JUL_TMC DISTRIC PRESIDENT CHANAGE_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.