আমতা, 1 মে : তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল হাওড়ার উদয়নারায়ণপুরে। BJP-র অভিযোগ, তাদের মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল । যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে । তৃণমূলের পালটা দাবি, তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে BJP-র লোকজন । স্থানীয় দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ হাওড়ার উদয়নারায়ণপুরে একটি মিছিল বের হয় আজ । BJP -র অভিযোগ, তৃণমূলের লোকজন মিছিলের উপর হামলা চালায় । BJP সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । গাড়ি ও বাইক ভাঙচুর করা হয় । প্রতিবাদে আমতা থানা ঘেরাও করে BJP কর্মীরা । জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে । আমাদের মিছিলের প্রতি এত সমর্থন দেখে ওরা হামলা চালাচ্ছে । এর আগেও আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে । প্রতিবার কর্মীদের আমি আটকেছি । কিন্তু, আজ ওরা প্রতিরোধ করে । তৃণমূলের লোকজনকে তাড়িয়ে দেয় । "
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা দাবি, মিছিলটি যাওয়ার সময় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে পতাকা খুলে ফেলে দিচ্ছিল BJP-র লোকজন । তা দেখে তৃণমূলের কয়েকজন কর্মী-সমর্থক বাধা দেয় । তারপরই তৃণমূলকর্মীদের বেধড়ক মারধর করা হয় । প্রায় 13টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতা সীতানাথ ঘোষের দাবি, "খোদ জয় বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় কার্যালয় ভাঙার নির্দেশ দেন । " যদিও দোকান ভাঙার প্রসঙ্গটি এড়িয়ে যান জয় । তিনি বলেন, "আমি বিষয়টি দেখিনি । বলতে পারব না । " পরে ঘটনাস্থানে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । এলাকায় উত্তেজনা থাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।