ETV Bharat / briefs

গণনাকেন্দ্রে BJP ও CPI(M) এজেন্টকে মারধর, অভিযুক্ত তৃণমূল - BJP agent beaten

CPI(M) নেতা বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, বিজয়গড় কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে । মারধর করা হচ্ছে । পুরো বিষয়টি RO-কে জানানো হয়েছে ।

BJP ও CPI(M) এজেন্টকে মারধর
author img

By

Published : May 23, 2019, 9:58 AM IST

Updated : May 23, 2019, 10:39 AM IST

কলকাতা, 23 মে : BJP-র তিন-চারজন এজেন্টকে গণনাকেন্দ্রে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যাদবপুরের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ঘটনা ।

BJP-র এক এজেন্ট গণনাকেন্দ্রে ঢুকতে গেলে তাঁর ID কার্ড ছিঁড়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে CPI(M)-এর অভিযোগ, কয়েকজন বাম এজেন্টকে মারধর করে গণনাকেন্দ্রে বসতে বাধা দিচ্ছে তৃণমূলের লোকজন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যাদবপুরের CPI(M) প্রার্থী বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, বিজয়গড় কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে । মারধর করা হচ্ছে । পুরো বিষয়টি RO-কে জানানো হয়েছে ।

কলকাতা, 23 মে : BJP-র তিন-চারজন এজেন্টকে গণনাকেন্দ্রে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যাদবপুরের বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের ঘটনা ।

BJP-র এক এজেন্ট গণনাকেন্দ্রে ঢুকতে গেলে তাঁর ID কার্ড ছিঁড়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে CPI(M)-এর অভিযোগ, কয়েকজন বাম এজেন্টকে মারধর করে গণনাকেন্দ্রে বসতে বাধা দিচ্ছে তৃণমূলের লোকজন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যাদবপুরের CPI(M) প্রার্থী বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, বিজয়গড় কলেজে বাম এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে । মারধর করা হচ্ছে । পুরো বিষয়টি RO-কে জানানো হয়েছে ।

Intro:নিজস্বী তোলার হিড়িকের মাঝে শাহরুখের নিঃষ্প্রভ এন্ট্রি

কলকাতা,২৭মার্চঃ স্মার্ট ফোনে নিজস্বী তোলার সুযোগটা আসার পর থেকেই রনে বনে জলে জঙ্গলে একটা হিড়িক শুরু হয়েছে। এবং তা ক্রমেই সুনামীর আকার ধারন করছে। ফোনে নিজস্বী তুলতে গিয়ে যদি অপ্রীতিকর ঘটনা ঘটেও তাহলেও সাময়িক সচেতনা বোধ গড়ে তোলার কথা বলে ফের পুরানো অভ্যাসে ফিরে যাচ্ছে জনতা। তাই নিজস্বী তোলার অভ্যাস গনহারে বুধসন্ধ্যার ইডেনে স্বমহিমায় উপস্থিত থাকবে বলাই বাহুল্য। কিন্তু নিজস্বী তোলার হিড়িকে কর্তব্যরত পুলিশ এতটাই বিরক্ত যে কার্যত গলা ধাক্কা দিয়ে ইডেনমুখী দর্শকদের গেটের ভিতর ঢুকতে বাধ্য করা হল। ইডেনে খেলা মানেই টিকিটের হাহাকার। বুধবার রাত আটটায় খেলা হলেও টিকিটের জন্য মহামেডান মাঠের কাউন্টারে লম্বা লাইন। ইন্টারনেটে টিকিট বুক করে নিতে আসা মানুষ সেই লাইনে রয়েছেন। আবার হুজুকে পাবলিকও রয়েছেন। আর এদের সবার ওপরে রয়েছেন ব্ল্যাকার নামের প্রজাতি। সিনেমা হলে টিকিট ব্ল্যাক করার ঘটনা ইতিহাসে। কিন্তু ব্ল্যাকাররা প্রাণ ফিরে পান ইডেনে খেলা হলে। ময়দানের বটতলা,লেসলি ক্লডিয়াস সরণি,মাতঙ্গীনি হাজরার মুর্তির পাদদেশে একটু নজর করলেই ব্ল্যাকারদের দেখা মিলবে। যাদের উপস্থিতি শত চেষ্টাতেও বন্ধ করা যাচ্ছে না। নিন্দুকেরা বলেন রক্ষকরাই এখানে পৃষ্ঠপোষক। তাই টিকিট ব্ল্যাক হতে দেখলেও একটাই অনুচ্চারিত ধ্বনি এই চত্তবরে ঘুরে বেড়ায়,‘আপনি কিন্তু কিছুই দেখেননি। ’
অনৈতিক কার্যকলাপের কথা বলে ইডেনমুখী জনতার উৎসাহকে খাটো করা যাবে না। শাহরুখ খান গত তিনদিন ধরে কলকাতায়। বুধবার খেলার শুরু হওয়ার পরে মাঠে ঢুকলেন। কিন্তু পরিচিত উচ্ছ্বাস নেই কিং খানের মুখে। কেকেআর মালিকের মুখে হাসি না থাকলেও তার দলের সমর্থকদের উৎসাহে খামতি নেই। তাই নিজস্বী তোলা ঘিরে পাগলামো আদতে উচ্ছ্বাসেরই বহিঃপ্রকাশ।Body:কপিConclusion:
Last Updated : May 23, 2019, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.