ETV Bharat / briefs

BJP-এর বিরুদ্ধে একসঙ্গে লড়ার আহ্বান মমতার : নো চান্স বললেন সুজন - Congress

সুজন চক্রবর্তী বলেন, "যতদিন বাম ও কংগ্রেস শক্তিশালী ছিল ততদিন BJP বাংলায় দাঁত ফোটাতে পারেনি । "

সুজন চক্রবর্তী
author img

By

Published : Jun 26, 2019, 10:02 PM IST

Updated : Jun 26, 2019, 11:55 PM IST

কলকাতা, 26 জুন : রাজ্যে BJP-কে রুখতে CPI(M) ও কংগ্রেসকে একযোগে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, মুখ্যমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দেননি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "নো চান্স । এরকম কোনও চান্স নেই । "

বিধানসভার চলতি অধিবেশনের তৃতীয় দিনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনেই বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে । অভিযোগের জবাব দেওয়ার সময় ভাটপাড়ায় হিংসার জন্য BJP-কে দায়ি করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ভাটপাড়া আপনারা (BJP) জ্বালিয়েছেন । বাইরে থেকে RSS-এর লোক আনা হয়েছে । BJP-কে ভোট দিলে কী হয়, সেটা ভাটপাড়া দেখে বুঝুন । BJP-কে ভোট দেওয়ার আগে 10 বার ভাবতে বলব । দোকান-স্কুল বন্ধ রয়েছে । বাঙালির উপরে হামলা হয়েছে । " এরপরই BJP-কে রুখতে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী । সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি বলেন, "সুজনদা আমাদের একসঙ্গে আসা দরকার ।" সেই প্রস্তাবকে তখনই নাকচ করেন সুজন । সরাসরি বলেন, "নো চান্স ।" একই সুরে মুখ্যমন্ত্রীকে না বলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানও । পালটা মুখ্যমন্ত্রী বলেন, "আমি লড়াই চালিয়ে যাব ।" কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, "লোকসভা ও রাজ্যসভায় আমরা আপনাদের সমর্থন দিয়ে থাকি, এটা মনে রাখবেন ।"

এই সংক্রান্ত আরও খবর : RSS-এর লোক এনে BJP ভাটপাড়া জ্বালিয়েছে : মমতা

পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বাম পরিষদীয় দলনেতা । রাজ্যে BJP ও RSS-এর বাড়বাড়ন্তের জন্য তিনি তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ি করেন । তাঁর মন্তব্য, "BJP-কে রোখার জন্য হঠাৎ ওনার আগ্রহ বাড়ল কীভাবে জানি না । BJP-কে ঠেকাবে তৃণমূল, এটা বিশ্বাস করি না । তৃণমূল সরকার কোনও উদ্যোগ নেবে আর তাতে বাকিরা যুক্ত হয়ে যাবে । নো চান্স । যতদিন বাম ও কংগ্রেস শক্তিশালী ছিল ততদিন BJP বাংলায় দাঁত ফোটাতে পারেনি । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা, 26 জুন : রাজ্যে BJP-কে রুখতে CPI(M) ও কংগ্রেসকে একযোগে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, মুখ্যমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দেননি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "নো চান্স । এরকম কোনও চান্স নেই । "

বিধানসভার চলতি অধিবেশনের তৃতীয় দিনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনেই বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে । অভিযোগের জবাব দেওয়ার সময় ভাটপাড়ায় হিংসার জন্য BJP-কে দায়ি করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ভাটপাড়া আপনারা (BJP) জ্বালিয়েছেন । বাইরে থেকে RSS-এর লোক আনা হয়েছে । BJP-কে ভোট দিলে কী হয়, সেটা ভাটপাড়া দেখে বুঝুন । BJP-কে ভোট দেওয়ার আগে 10 বার ভাবতে বলব । দোকান-স্কুল বন্ধ রয়েছে । বাঙালির উপরে হামলা হয়েছে । " এরপরই BJP-কে রুখতে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী । সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি বলেন, "সুজনদা আমাদের একসঙ্গে আসা দরকার ।" সেই প্রস্তাবকে তখনই নাকচ করেন সুজন । সরাসরি বলেন, "নো চান্স ।" একই সুরে মুখ্যমন্ত্রীকে না বলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানও । পালটা মুখ্যমন্ত্রী বলেন, "আমি লড়াই চালিয়ে যাব ।" কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, "লোকসভা ও রাজ্যসভায় আমরা আপনাদের সমর্থন দিয়ে থাকি, এটা মনে রাখবেন ।"

এই সংক্রান্ত আরও খবর : RSS-এর লোক এনে BJP ভাটপাড়া জ্বালিয়েছে : মমতা

পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বাম পরিষদীয় দলনেতা । রাজ্যে BJP ও RSS-এর বাড়বাড়ন্তের জন্য তিনি তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ি করেন । তাঁর মন্তব্য, "BJP-কে রোখার জন্য হঠাৎ ওনার আগ্রহ বাড়ল কীভাবে জানি না । BJP-কে ঠেকাবে তৃণমূল, এটা বিশ্বাস করি না । তৃণমূল সরকার কোনও উদ্যোগ নেবে আর তাতে বাকিরা যুক্ত হয়ে যাবে । নো চান্স । যতদিন বাম ও কংগ্রেস শক্তিশালী ছিল ততদিন BJP বাংলায় দাঁত ফোটাতে পারেনি । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য
Intro:


বিজেপির বিরুদ্ধে একসঙ্গে আসার আহ্বান মমতার : নো চান্স বললেন সুজন


কলকাতা, ২৬ জুন: বিজেপিকে রুখতে আজ বিধানসভা অধিবেশন কক্ষে বাম ও কগ্রেসকে একযোগে আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাটপাড়া সহ রাজ্যে বিজেপির লাগাতার সন্ত্রাসের তথ্য তুলে ধরে সুজন চক্রবর্তীকে উদ্দেশ্য করে মমতা বলেন, 'সুজন দা আমাদের জয়েন্টলি আসার দরকার।' মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে সঙ্গে সঙ্গেই নাকচ করে দেন সুজন। অধিবেশন কক্ষেই তিনি সাফ জানিয়ে দেন, 'নো চান্স'। একই সুরে রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানও না বলেন













Body:

আজ চলতি অধিবেশনের তৃতীয় দিনে বিধানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিভিন্ন অভিযোগের একে একে জবাব দেন তিনি। পাশাপাশি, ভাটপাড়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি সন্ত্রাসের পরিবেশের কথা তুলে ধরেন। মমতা বলেন, 'বিজেপিকে ভোট দিলে কি হয় দেখে নিন। বিজেপিকে ভোট দিলে ভাটপাড়া হয়। বিজেপিকে ভোট দেওয়ার আগে দশ বার ভাবতে বলবো। দোকান বন্ধ। স্কুল বন্ধ। বাঙালিদের ওপর হামলা হয়েছে। মুসলমানদের ওপর হামলা হয়েছে। বাইরে থেকে আরএসএসকে আনা হয়েছে।' আজ ২০১১সালের সঙ্গে তুলনা টানেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল জয়ী হওয়ার পরে কোনো রকম বদলা হয়নি। নজরুল গীতি বেজেছে। তিনি প্রশ্ন তোলেন, এমন কি হলো যার জন্য এত হিংসা? বিজেপিকে রুখতে বাম ও কংগ্রেস কে একযোগে আহ্বান জানান তিনি। মমতা বলেন, 'সুজন দা আমাদের জয়েন্টলি আসার দরকার।' এই প্রস্তাবকে অধিবেশন কক্ষে সঙ্গে সঙ্গে নাকচ করে দেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, নো চান্স। বিরোধী দলনেতা আব্দুল মান্নানও না বলে জানিয়ে দেন। মমতা পাল্টা বলেন, 'আমি লড়াই চালিয়ে যাব। কংগ্রেসকে উদ্দেশ্য করে তাঁর বক্তব্য, লোকসভা ও রাজ্যসভায় আমরা আপনাদের সমর্থন দিয়ে থাকি এটা মনে রাখবেন।' নবান্ন অধিবেশনের বাইরে সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সুজন চক্রবর্তী। তিনি সাফ জানিয়ে দিলেন, 'বামপন্থীরা বিজেপির বিরুদ্ধে একাই লড়বে। এর জন্য তৃণমূলের প্রয়োজন নেই। আমরা মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছি নো চান্স।'









Conclusion:
Last Updated : Jun 26, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.