কলকাতা, 26 জুন : রাজ্যে BJP-কে রুখতে CPI(M) ও কংগ্রেসকে একযোগে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, মুখ্যমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দেননি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "নো চান্স । এরকম কোনও চান্স নেই । "
বিধানসভার চলতি অধিবেশনের তৃতীয় দিনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সামনেই বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে । অভিযোগের জবাব দেওয়ার সময় ভাটপাড়ায় হিংসার জন্য BJP-কে দায়ি করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ভাটপাড়া আপনারা (BJP) জ্বালিয়েছেন । বাইরে থেকে RSS-এর লোক আনা হয়েছে । BJP-কে ভোট দিলে কী হয়, সেটা ভাটপাড়া দেখে বুঝুন । BJP-কে ভোট দেওয়ার আগে 10 বার ভাবতে বলব । দোকান-স্কুল বন্ধ রয়েছে । বাঙালির উপরে হামলা হয়েছে । " এরপরই BJP-কে রুখতে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী । সুজন চক্রবর্তীর উদ্দেশে তিনি বলেন, "সুজনদা আমাদের একসঙ্গে আসা দরকার ।" সেই প্রস্তাবকে তখনই নাকচ করেন সুজন । সরাসরি বলেন, "নো চান্স ।" একই সুরে মুখ্যমন্ত্রীকে না বলেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানও । পালটা মুখ্যমন্ত্রী বলেন, "আমি লড়াই চালিয়ে যাব ।" কংগ্রেসের উদ্দেশে তিনি বলেন, "লোকসভা ও রাজ্যসভায় আমরা আপনাদের সমর্থন দিয়ে থাকি, এটা মনে রাখবেন ।"
এই সংক্রান্ত আরও খবর : RSS-এর লোক এনে BJP ভাটপাড়া জ্বালিয়েছে : মমতা
পরে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বাম পরিষদীয় দলনেতা । রাজ্যে BJP ও RSS-এর বাড়বাড়ন্তের জন্য তিনি তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ি করেন । তাঁর মন্তব্য, "BJP-কে রোখার জন্য হঠাৎ ওনার আগ্রহ বাড়ল কীভাবে জানি না । BJP-কে ঠেকাবে তৃণমূল, এটা বিশ্বাস করি না । তৃণমূল সরকার কোনও উদ্যোগ নেবে আর তাতে বাকিরা যুক্ত হয়ে যাবে । নো চান্স । যতদিন বাম ও কংগ্রেস শক্তিশালী ছিল ততদিন BJP বাংলায় দাঁত ফোটাতে পারেনি । "