ETV Bharat / briefs

ফণীর রাতে জয়নগরের তিনটি সোনার দোকানে চুরি - foni

ফণীর জন্য দোকান বন্ধ রেখেছিলেন । আর তারই সুযোগ নিলেন দুষ্কৃতীরা । জয়নগরের তিনটি দোকানে চুরি গেল প্রায় 6 লাখ টাকার গয়না ।

এই দোকানে চুরি হয়েছে
author img

By

Published : May 4, 2019, 3:12 PM IST

Updated : May 4, 2019, 4:59 PM IST

জয়নগর, 4 মে : ঘূর্ণিঝড় ফণীর দাপটে রাস্তাঘাট ছিল সুনসান। আর সেই সুযোগে এক রাতে শাটার ভেঙে জয়নগরের তিনটি সোনার দোকানে চুরি করল দুষ্কৃতীরা । সোনা-রুপোর গয়না ও নগদ মিলিয়ে তিনটি দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা বলে ব্যবসায়ীদের দাবি।

জয়নগরের দত্তবাজারের স্বর্ণ ব্যবসায়ী শুভাশিস বলিয়ার অন্যান্য দিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা । খবর দেন থানায় । পুলিশ আসার পর দোকানে ঢুকে দেখেন সমস্ত গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । দোকানের সিন্দুকের তালাও ভাঙা । গয়না ও নগদ মিলিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান শুভাশিসবাবু।

দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে ধন্বন্তরি কালি মন্দির এলাকার । ওই এলাকায় স্বর্ণ ব্যবসায়ী দেবেন পালের দোকানে চুরি হয়েছে। তাঁর দোকানেরও শাটার ভাঙা ছিল। তৃতীয় চুরির ঘটনাটি জয়নগরের পশ্চিমপাড়ার । সেখানে স্বর্ণ ব্যবসায়ী অর্ধেন্দু মিস্ত্রির দোকানে চুরি হয়। সেখান থেকেও প্রায় ২ লাখ টাকার গয়না চুরি হয়েছে। একইদিনে তিনটি সোনার দোকানে চুরি হওয়ায় আতঙ্কিত জয়নগরের ব্যবসায়ীরা । ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

জয়নগর, 4 মে : ঘূর্ণিঝড় ফণীর দাপটে রাস্তাঘাট ছিল সুনসান। আর সেই সুযোগে এক রাতে শাটার ভেঙে জয়নগরের তিনটি সোনার দোকানে চুরি করল দুষ্কৃতীরা । সোনা-রুপোর গয়না ও নগদ মিলিয়ে তিনটি দোকানের ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা বলে ব্যবসায়ীদের দাবি।

জয়নগরের দত্তবাজারের স্বর্ণ ব্যবসায়ী শুভাশিস বলিয়ার অন্যান্য দিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে দেখেন শাটার ভাঙা । খবর দেন থানায় । পুলিশ আসার পর দোকানে ঢুকে দেখেন সমস্ত গয়নার বাক্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । দোকানের সিন্দুকের তালাও ভাঙা । গয়না ও নগদ মিলিয়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান শুভাশিসবাবু।

দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে ধন্বন্তরি কালি মন্দির এলাকার । ওই এলাকায় স্বর্ণ ব্যবসায়ী দেবেন পালের দোকানে চুরি হয়েছে। তাঁর দোকানেরও শাটার ভাঙা ছিল। তৃতীয় চুরির ঘটনাটি জয়নগরের পশ্চিমপাড়ার । সেখানে স্বর্ণ ব্যবসায়ী অর্ধেন্দু মিস্ত্রির দোকানে চুরি হয়। সেখান থেকেও প্রায় ২ লাখ টাকার গয়না চুরি হয়েছে। একইদিনে তিনটি সোনার দোকানে চুরি হওয়ায় আতঙ্কিত জয়নগরের ব্যবসায়ীরা । ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়
Intro:ঘূর্নিঝড় "ফনি "র দাপট কে কাজে লাগিয়ে জয়নগরে একসাথে তিনটি সোনা দোকানে শাটার ভেঙে চুরি ।সোনা রুপার গহনা ও নগদ মিলিয়ে তিনটি দোকানের ক্ষতির পরিমান প্রায় ছয় লক্ষ টাকা। Body:আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার রাতেই দক্ষিন ২৪পরগনার বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ার কথা ঘুর্নিঝড় ফনি, এবং সেই ঝড় থেকে রক্ষা পেতে বাড়ী থেকে বাইরে বেরুতে নিষেধ করে আগে থেকেই মানুষকে সতর্ক করা হয় । আর সেই সতর্ক বার্তাকে কাজে লাগিয়ে জয়নগর থানার ঢিল ছোরা দূরত্বে দুর্যোগপূর্ন রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে। সকালে নিজের জুয়েলারী দোকান খুলতে আসেন। তখন চুরির ঘটনা সামনে আসে। পর পর তিনটি জুয়েলারী দোকানে শাটার ভেঙে চুরি করে দুস্কৃতকারীরা। Conclusion:অন্যান্য দিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে শাটার ভাঙা দেখে থানায় খবর দেন দত্তবাজারের স্বর্ন ব্যবসায়ী শুভাশিস বলিয়ার । সাথে সাথে পুলিশ আসার পর দোকানের মধ্যে ঢুকে দেখেন সমস্ত সোনা রুপার গহনার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পরে আছে এবং আয়রন চেস্ট টির তালা ও ভাঙা । গহনা ও নগদ মিলিয়ে আনুমানিক প্রায় ২লক্ষ টাকার জিনিস খোয়া গেছে বলে জানান ঐ স্বর্ন ব্যবসায়ী । ২য় ঘটনাটি ঘটেছে জয়নগর থানার ধণ্ণণত্বরী কালি মন্দিরের কাছে অন্য একটি সোনা দোকানে । ওখানকার ব্যবসায়ীরা সকালেই ফোন করে স্বর্ন ব্যবসায়ী দেবেন পাল কে জানায় যে তার দোকানের শাটার ভাঙা । তৃতীয় ঘটনাটি ঘটে পশ্চিম পাড়ায় । সেখানে ও স্বর্ন ব্যবসায়ী অর্ধেন্দু মিষ্ত্রি দোকান খুলতে এসে দেখেন তাঁর দোকানের শাটার ভাঙা এবং প্রায় ২লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিকারী রা । এই ঘটনায় আতঙ্কিত জয়নগরের ব্যবসায়ী মহল । যদিও ঘটনার খবর পেয়ে তিনটি দোকানেই যায় জয়নগর থানার পুলিশ এবং ব্যবসায়ী দের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ।
Last Updated : May 4, 2019, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.