ETV Bharat / briefs

ভুল থেকে শিক্ষা, সপ্তম দফায় QRT-র সঙ্গে থাকবে রাজ্য পুলিশ

author img

By

Published : May 13, 2019, 5:33 PM IST

Updated : May 13, 2019, 9:07 PM IST

সূত্রের খবর, QRT-র সঙ্গে রাজ্য পুলিশের কোনও কর্মী না থাকায় তাদের রাস্তাঘাট চিনতে অসুবিধায় পড়তে হয়েছে । যদিও সপ্তম দফায় রাজ্যের এক সিভিল কনস্টেবল QRT-র সঙ্গে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ।

বিবেক দুবে

কলকাতা, 13 মে : ষষ্ঠ দফার নির্বাচনে একের পর এক গন্ডগোলের ঘটনার পরও দেখা মেলেনি কুইক রেসপন্স টিমের (QRT) । সূত্রের খবর, QRT-র সঙ্গে রাজ্য পুলিশের কোনও কর্মী না থাকায় তাদের রাস্তাঘাট চিনতে অসুবিধায় পড়তে হয়েছে । যদিও সপ্তম দফায় রাজ্যের এক সিভিল কনস্টেবল QRT-র সঙ্গে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । সপ্তম দফায় রাজ্যে 512 টি QRT থাকবে ।

চতুর্থ ও পঞ্চম দফায় বেশ সক্রিয় ছিল কুইক রেসপন্স টিম । যেখানেই অভিযোগ উঠেছিল সেখানেই পৌঁছে গেছে QRT । কিন্তু ষষ্ঠ দফায় পুরো উলটো ছবি দেখা গেছে । কিন্তু কেন ? নির্বাচন কমিশন সূত্রের খবর, ষষ্ঠ দফায় QRT সামলেছেন কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টরা । নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা অনুসারে 547টি কুইক রেসপন্স টিম ষষ্ঠ দফার নির্বাচন পরিচালনা করেছে । অ্যাডহক কমান্ডান্টরা 108টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম পরিচালনা করেছে । সূত্রের খবর, ষষ্ঠ দফায় ভোট সুরক্ষার এই পরিকল্পনা নিয়েছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আর এতেই সমস্যায় পড়েছে QRT । কারণটা খুব স্বাভাবিক । ভিন রাজ্যের কমান্ডান্টদের এই রাজ্যের রাস্তাঘাট চেনার কথা নয় । কোন লোকসভা কেন্দ্রের কোন গ্রামে কীভাবে পৌঁছাতে হবে তাও জানার কথা নয় । বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়ে অভিযোগ জানিয়েছে ।

আগের দফাগুলিতে নির্বাচনে কুইক রেসপন্স টিমে রাজ্য পুলিশের এক বা একাধিক কর্মী ছিলেন । যাদের কাছে এলাকার রাস্তাঘাট হাতের তালুর মতো চেনা ছিল । ষষ্ঠ দফায় QRT-তে রাজ্য পুলিশের কোনও কর্মীই ছিল না । তাই তাদের রাস্তা চিনতে বিপাকে পড়তে হয়েছে । ফলে QRT নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । এই বিষয়ে BJP সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দলই অভিযোগ জানিয়েছে । এরপরই কী পরিবকল্পনার বদল করল নির্বাচন কমিশন ? আজ বিবেক দুবে জানান, সপ্তম দফায় QRT-র সাথে রাজ্য পুলিশের একজন কর্মী থাকবেন ।

কলকাতা, 13 মে : ষষ্ঠ দফার নির্বাচনে একের পর এক গন্ডগোলের ঘটনার পরও দেখা মেলেনি কুইক রেসপন্স টিমের (QRT) । সূত্রের খবর, QRT-র সঙ্গে রাজ্য পুলিশের কোনও কর্মী না থাকায় তাদের রাস্তাঘাট চিনতে অসুবিধায় পড়তে হয়েছে । যদিও সপ্তম দফায় রাজ্যের এক সিভিল কনস্টেবল QRT-র সঙ্গে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । সপ্তম দফায় রাজ্যে 512 টি QRT থাকবে ।

চতুর্থ ও পঞ্চম দফায় বেশ সক্রিয় ছিল কুইক রেসপন্স টিম । যেখানেই অভিযোগ উঠেছিল সেখানেই পৌঁছে গেছে QRT । কিন্তু ষষ্ঠ দফায় পুরো উলটো ছবি দেখা গেছে । কিন্তু কেন ? নির্বাচন কমিশন সূত্রের খবর, ষষ্ঠ দফায় QRT সামলেছেন কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টরা । নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা অনুসারে 547টি কুইক রেসপন্স টিম ষষ্ঠ দফার নির্বাচন পরিচালনা করেছে । অ্যাডহক কমান্ডান্টরা 108টি অতিরিক্ত কুইক রেসপন্স টিম পরিচালনা করেছে । সূত্রের খবর, ষষ্ঠ দফায় ভোট সুরক্ষার এই পরিকল্পনা নিয়েছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আর এতেই সমস্যায় পড়েছে QRT । কারণটা খুব স্বাভাবিক । ভিন রাজ্যের কমান্ডান্টদের এই রাজ্যের রাস্তাঘাট চেনার কথা নয় । কোন লোকসভা কেন্দ্রের কোন গ্রামে কীভাবে পৌঁছাতে হবে তাও জানার কথা নয় । বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয়ে অভিযোগ জানিয়েছে ।

আগের দফাগুলিতে নির্বাচনে কুইক রেসপন্স টিমে রাজ্য পুলিশের এক বা একাধিক কর্মী ছিলেন । যাদের কাছে এলাকার রাস্তাঘাট হাতের তালুর মতো চেনা ছিল । ষষ্ঠ দফায় QRT-তে রাজ্য পুলিশের কোনও কর্মীই ছিল না । তাই তাদের রাস্তা চিনতে বিপাকে পড়তে হয়েছে । ফলে QRT নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । এই বিষয়ে BJP সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দলই অভিযোগ জানিয়েছে । এরপরই কী পরিবকল্পনার বদল করল নির্বাচন কমিশন ? আজ বিবেক দুবে জানান, সপ্তম দফায় QRT-র সাথে রাজ্য পুলিশের একজন কর্মী থাকবেন ।

Last Updated : May 13, 2019, 9:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.