ETV Bharat / briefs

রডন পার্কে আরবান ফরেস্ট গড়ার পরিকল্পনা - urban forest

একদিকে যেমন বৃক্ষরোপণ অন্যদিকে শহরে আরবান ফরেস্ট তৈরি করে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে চাইছে কলকাতা পৌরনিগম। দীর্ঘদিন ধরে পড়ে থাকা রডন স্কয়ার পার্কে তৈরি করা হবে আরবান ফরেস্ট ।

ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম
author img

By

Published : Sep 13, 2020, 12:26 PM IST

কলকাতা , 12 সেপ্টেম্বর : অযত্নে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে রডন স্ট্রিটের পার্কটি। এবার সেই রডন স্কোয়ার পার্কে আরবান ফরেস্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম।

ঘূর্ণিঝড় আমফানের দাপটে শহরে প্রায় দেড় হাজারের বেশি গাছ ভেঙে পড়ে। সেই গাছ পরিষ্কার করতে বেশ কয়েক দিন সময় লেগে যায় কলকাতা পৌর নিগমের। এত সংখ্যক গাছ একসঙ্গে পড়ে যাওয়ার ফলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একদিকে যেমন বৃক্ষরোপণ অন্যদিকে শহরে আরবান ফরেস্ট তৈরি করে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে চাইছে কলকাতা পৌরনিগম। দীর্ঘদিন ধরে পড়ে থাকা রডন স্কয়ার পার্কে তৈরি করা হবে আরবান ফরেস্ট। দীর্ঘদিন ধরে জমিটি খালি পড়ে থাকায় বর্তমানে তা মশা মাছির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।


বহু আন্দোলন সংঘটিত হয়েছিল একসময় রডন স্কয়ারের এই পার্ক থেকে। বর্তমানে সংস্কারের অভাবে ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছে পার্কটি। এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম রডন স্কয়ারের এই পার্কটি পরিদর্শন করতে যান। এবং পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন কলকাতা পৌরনিগম এই পার্কটির সংস্কার করে এখানে আরবান ফরেস্ট তৈরি করবে। কুড়ি লাখ টাকা ব্যয় করে 4.5 একর জমির ওপর সুন্দর একটি পার্ক তৈরি করা হবে। যা আগামী দিনে এলাকার মানুষের জন্য বিনোদনের জায়গা হয়ে উঠবে।

এই পার্কের মধ্যেই রয়েছে একটি জলাশয় সেটিকে সংস্কার করে সাজিয়ে তোলা হবে। জলাশয়ের চার দিকে গাছ ও আলো দিয়ে সৌন্দর্যায়ন করা হবে। এতদিন পর্যন্ত স্থানীয় কাউন্সিলর এই পার্কটির দেখভাল করতে। কিন্তু এত বড় পার্ক কাউন্সিলর পক্ষে সৌন্দর্যায়ন করা সম্ভব নয়। তাই এবার কলকাতা পৌরনিগম এই দায়িত্ব তুলে নিল।

কলকাতা , 12 সেপ্টেম্বর : অযত্নে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে রডন স্ট্রিটের পার্কটি। এবার সেই রডন স্কোয়ার পার্কে আরবান ফরেস্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম।

ঘূর্ণিঝড় আমফানের দাপটে শহরে প্রায় দেড় হাজারের বেশি গাছ ভেঙে পড়ে। সেই গাছ পরিষ্কার করতে বেশ কয়েক দিন সময় লেগে যায় কলকাতা পৌর নিগমের। এত সংখ্যক গাছ একসঙ্গে পড়ে যাওয়ার ফলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একদিকে যেমন বৃক্ষরোপণ অন্যদিকে শহরে আরবান ফরেস্ট তৈরি করে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করতে চাইছে কলকাতা পৌরনিগম। দীর্ঘদিন ধরে পড়ে থাকা রডন স্কয়ার পার্কে তৈরি করা হবে আরবান ফরেস্ট। দীর্ঘদিন ধরে জমিটি খালি পড়ে থাকায় বর্তমানে তা মশা মাছির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।


বহু আন্দোলন সংঘটিত হয়েছিল একসময় রডন স্কয়ারের এই পার্ক থেকে। বর্তমানে সংস্কারের অভাবে ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছে পার্কটি। এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম রডন স্কয়ারের এই পার্কটি পরিদর্শন করতে যান। এবং পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন কলকাতা পৌরনিগম এই পার্কটির সংস্কার করে এখানে আরবান ফরেস্ট তৈরি করবে। কুড়ি লাখ টাকা ব্যয় করে 4.5 একর জমির ওপর সুন্দর একটি পার্ক তৈরি করা হবে। যা আগামী দিনে এলাকার মানুষের জন্য বিনোদনের জায়গা হয়ে উঠবে।

এই পার্কের মধ্যেই রয়েছে একটি জলাশয় সেটিকে সংস্কার করে সাজিয়ে তোলা হবে। জলাশয়ের চার দিকে গাছ ও আলো দিয়ে সৌন্দর্যায়ন করা হবে। এতদিন পর্যন্ত স্থানীয় কাউন্সিলর এই পার্কটির দেখভাল করতে। কিন্তু এত বড় পার্ক কাউন্সিলর পক্ষে সৌন্দর্যায়ন করা সম্ভব নয়। তাই এবার কলকাতা পৌরনিগম এই দায়িত্ব তুলে নিল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.