ETV Bharat / briefs

বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানির অভিযোগ - Tmc

অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ । প্রাক্তন কাউন্সিলরের নামে এক সপ্তাহে তিনবার থানায় লিখিত অভিযোগ দায়ের।

কাটমানি নেওয়ার অভিযোগ
author img

By

Published : Jul 1, 2019, 5:20 AM IST

বালুরঘাট, 1 জুলাই : প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পর, এবার অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ বালুরঘাট পৌরসভার বিদায়ী কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী নীতা হাঁসদার বিরুদ্ধে । রবিবার ঘটনায় নতুন করে আরও তিনজন বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর বিরুদ্ধে । বিগত আট দিনে তিনবার তৃণমূল নেত্রী নীতা হাঁসদার নামে অভিযোগ দায়ের হল বালুরঘাট থানায়। অভিযোগের পর থেকেই নিখোঁজ প্রাক্তন কাউন্সিলর ।

এ বিষয়ে, অভিযোগকারী সবিতা চক্রবর্তী ও জগদীশ কামেত জানান, অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে 35 ও 15 হাজার টাকা নীতা হাঁসদা ঘুষ নেন। চাকরি তো দূরের কথা । বছর দুয়েক আগে টাকা নিলেও এখন সেই টাকা ফেরত পাননি তারা । টাকা ফেরত চাইতে গেলে উলটে হুমকি দেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী যখন কাটমানি নিয়ে সরব হয়েছেন সেই সময় টাকা ফেরত পেতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি বলেন, "অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতার বিরুদ্ধে। কিন্তু কেউ সরাসরি অভিযোগ জানায়নি সে সময়। এবার তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। সুতারাং আইন আইনের পথে চলবে ।" যদিও এ নিয়ে অভিযোগ ওঠা নীতা হাঁসদার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বালুরঘাট, 1 জুলাই : প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পর, এবার অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ বালুরঘাট পৌরসভার বিদায়ী কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী নীতা হাঁসদার বিরুদ্ধে । রবিবার ঘটনায় নতুন করে আরও তিনজন বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর বিরুদ্ধে । বিগত আট দিনে তিনবার তৃণমূল নেত্রী নীতা হাঁসদার নামে অভিযোগ দায়ের হল বালুরঘাট থানায়। অভিযোগের পর থেকেই নিখোঁজ প্রাক্তন কাউন্সিলর ।

এ বিষয়ে, অভিযোগকারী সবিতা চক্রবর্তী ও জগদীশ কামেত জানান, অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে 35 ও 15 হাজার টাকা নীতা হাঁসদা ঘুষ নেন। চাকরি তো দূরের কথা । বছর দুয়েক আগে টাকা নিলেও এখন সেই টাকা ফেরত পাননি তারা । টাকা ফেরত চাইতে গেলে উলটে হুমকি দেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী যখন কাটমানি নিয়ে সরব হয়েছেন সেই সময় টাকা ফেরত পেতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি বলেন, "অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতার বিরুদ্ধে। কিন্তু কেউ সরাসরি অভিযোগ জানায়নি সে সময়। এবার তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। সুতারাং আইন আইনের পথে চলবে ।" যদিও এ নিয়ে অভিযোগ ওঠা নীতা হাঁসদার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Intro:অঙ্গনওয়ারি ও পৌরসভা চাকরি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ, প্রাক্তন কাউন্সিলরের নামে এক সপ্তাহে তিনবার থানায় লিখিত অভিযোগ দায়ের।

বালুরঘাট, ৩০ জুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পর এবার অঙ্গনওয়ারি ও পৌরসভা চাকরি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া অভিযোগ বালুরঘাট পৌরসভার বিদায়ী কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী নীতা হাঁদার বিরুদ্ধে। রবিবার ঘটনায় নতুন করে আরও তিনজন বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বিগত আট দিনে তিনবার তৃণমূল নেত্রী নিতা হাঁসদার নামে অভিযোগ দায়ের হল বালুরঘাট থানায়।

জানা গেছে, বালুরঘাট পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নীতা হাঁসদা। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নামে বছর খানেক আগে নীতা হাঁসদা ঘর পাইয়ে দেবার নাম করে একাধিক লোকের কাছ থেকে টাকা নেয়। এনিয়ে গত রবিবার ১২-১৩ জন অভিযোগ দায়ের করেন। এর পরেও চাকরি দেওয়ার নামে গত বুধবার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে। এদিকে আজ ফের অঙ্গনওয়ারিতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় আজ ফের তিনজন নীতা হাঁসদার নামে অভিযোগ দায়ের হয়। এদিকে অভিযোগের পর থেকেই নিখোঁজ প্রাক্তন কাউন্সিলার। বিপদের আঁচ বুঝে আগেভাগেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত নীতা হাঁসদা।

এবিষয়ে অভিযোগকারী সবিতা চক্রবর্তী ও জগদীশ কামেত জানান, অঙ্গনওয়ারি ও পৌরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩৫ ও ১৫ হাজার টাকা নীতা হাঁসদা ঘুষ নেন। চাকরি তো দূরের কথা। বছর দুয়েক আগে টাকা নিলেও এখন সেই টাকা ফেরত পাননি তারা। টাকা ফেরতের চাইতে গেলে উলটে তাদের হুমকি দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন কাটমানি নিয়ে সরব হয়েছেন সেই সময় তারা টাকা ফেরত পেতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্য দিকে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি বলেন, অনেক আগেই অভিযোগ উঠেছিল নীতা বিরুদ্ধে। কিন্তু কেউ তাদের কাছে সরাসরি অভিযোগ জানায়নি সে সময়। এবার তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী কাটমানি ফেরত দিতে বলেছেন। সুতারাং আইন আইনের পথে চলবে।

যদিও এনিয়ে অভিযোগ ওঠা নীতা হাঁসদার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। Body:BALURGHATConclusion:BALURGHAT
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.